টাই অনেকভাবে বাঁধা যায়। টাইয়ের নটের উপর ভিত্তি করে টাই বাঁধার স্টাইলকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন: Four-in-hand, Windsor Knot, Half Windsor, Pratt ইত্যাদি। টাইয়ের বিভিন্ন স্টাইলের নট দেখতে এখানে ক্লিক করুন
Four-in-hand নটে টাই বাঁধা খুবই সহজ এবং এটি খুবই জনপ্রিয়। কারণ যে কোন ধরনের সার্টে যে কোন ধরনের টাই এই নটে পড়া যায়। এখানে ধাপে ধাপে Four-in-hand নটে টাই বাঁধার পদ্ধতি দেখানো হলো:
১। সার্টের সবগুলো বোতাম লাগিয়ে কলার উপরের দিকে রাখুন। টাইকে গলায় এমনভাবে পেঁছিয়ে নিন যাতে টাইয়ের প্রশস্থ প্রান্ত ডান দিকে এবং সরু প্রান্ত বাম দিকে থাকে।