টাই অনেকভাবে বাঁধা যায়। টাইয়ের নটের উপর ভিত্তি করে টাই বাঁধার স্টাইলকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন: Four-in-hand, Windsor Knot, Half Windsor, Pratt ইত্যাদি।
টাইয়ের বিভিন্ন স্টাইলের নট দেখতে এখানে ক্লিক করুন
Four-in-hand নটে টাই বাঁধা খুবই সহজ এবং এটি খুবই জনপ্রিয়। কারণ যে কোন ধরনের সার্টে যে কোন ধরনের টাই এই নটে পড়া যায়। এখানে ধাপে ধাপে Four-in-hand নটে টাই বাঁধার পদ্ধতি দেখানো হলো:

১। সার্টের সবগুলো বোতাম লাগিয়ে কলার উপরের দিকে রাখুন। টাইকে গলায় এমনভাবে পেঁছিয়ে নিন যাতে টাইয়ের প্রশস্থ প্রান্ত ডান দিকে এবং সরু প্রান্ত বাম দিকে থাকে।

২। টাইয়ের সামনের দিকে সীমটি (কাপড়ের জোড়া লাগানোর তির্যক লাইনটি) দেখুন।

৩। প্রশস্থ প্রান্তটি সরু প্রান্তের উপরে এমনভাবে বসান যাতে পরষ্পর সীমের উপর ক্রস করে।

৪। এখন প্রশস্ত প্রান্তকে সরু প্রান্তের নীচ দিয়ে ঘুরিয়ে আনুন।

৫। ঘুরিয়ে পেঁচিয়ে বামদিকে আনুন।

৬। প্রশস্ত প্রান্তটি আবার সরু প্রান্তটির নীচ দিয়ে প্রবেশ করান।

৭। প্রশস্ত প্রান্তটি উপরের দিকে টেনে তুলুন।

৮। উপরের দিকে উঠে আসা প্রশস্ত প্রান্তটিকে সামনে ও নিচের দিকে ঘুরিয়ে নটের মধ্য দিয়ে টেনে বের করুন।

৯। এখন টাইয়ের উভয় প্রান্তকে প্রয়োজন অনুসারে টেনে গলায় সেটিং করুন। নটটি দেখতে সামান্য বাঁকা মনে হবে। four-in-hand knot-এ সেটাই স্বাভাবিক।
Four-in-hand নটে টাই বাঁধার ভিডিও দেখুন
Windsor Knot নটে টাই বাঁধার ভিডিও দেখুন
সুত্র: wikiHow