ইতিহাসে এই দিনে : ২৯ মার্চ |
বাংলাদেশ |
২৯ মার্চ ২০০৭ ![]() তারেকের চাঁদাবাজি মামলায় ৫ এপ্রিল চার্জ গঠনের দিন ধার্য এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে কারাগার থেকে দ্বিতীয় দফায় গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার আদালতের ম্যাজিষ্ট্রেট আবদুর রউফ খানের আদালতে হাজির করা হয়। এ মামলার তারেকের সহযোগী পলাতক নুরউদ্দিন অপুর বিরুদ্ধে ইতিপূর্বে আদালত থেকে জারি করার জন্য প্রেরিত গ্রেফতারি, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন তামিল হয়ে আসে। একই সাথে পলাতক আসামি অপুকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশিত হয়েছে বিধায় সরকার পক্ষ হতে মামলার বিচারের দিন ধার্য করার জন্য বলা হয়। |
২৯ মার্চ ২০১৩ ![]()
|
আরো ঘটনা : বাংলাদেশ
|
জন্ম
শাফী ইমাম রুমী তিনি ছিলেন শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র।[১] জাহানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি গ্রন্থে[২] রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তার মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান। শাফী ইমাম রুমী ১৯৫১ সালের ২৯ মার্চ শরীফ ও জাহানারা ইমামের উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আই.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ১৯৭১ সালের মার্চ মাসে রুমী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। এছাড়া, বিশেষ অনুমতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগ এ ক্লাস করতেন তিনি। ব্যক্তিগত জীবনে ছিলেন তুখোড় তার্কিক। তিনি ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতে সুযোগ পেলেও যুদ্ধ শুরু হয়ে যাবার পর আদর্শগত কারণে দেশকে যুদ্ধের মধ্যে রেখে বিদেশে নিরাপদ আশ্রয়ে নিজের ক্যারিয়ারের জন্য পড়তে যাননি। যুদ্ধের প্রাথমিক পর্যায়ে, রুমী ধারাবাহিকভাবে তার মা ও বাবাকে নিজের যুদ্ধে যাবার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করেন। ১৯৭১ সালের ১৯ এপ্রিল মাকে অবশেষে রাজি করিয়ে সীমান্ত অতিক্রমের সুযোগ খুজছিলেন। পরে ২ মে রুমী সীমান্ত অতিক্রমের প্রথম প্রয়াস চালান। কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে তাঁকে ফেরত আসতে হয় এবং দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন। তিনি সেক্টর-২ এর অধীনে মেলাঘরে প্রশিক্ষণ গ্রহণ করেন। এই সেক্টরটির পরিচালনার দায়িত্বে ছিলেন খালেদ মোশাররফ ও রশিদ হায়দার। প্রশিক্ষণ শেষ করে তিনি ঢাকায় ফেরত আসেন এবং ক্র্যাক প্লাটুনে যোগ দেন। ক্র্যাক প্লাটুন হল পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একটি সংগঠন। রুমী ও তার দলের ঢাকায় আসার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন হামলা করা। এ সময় তাকে ঝুঁকিপূর্ণ আক্রমণ পরিচালনা করতে হয় যার মধ্যে ধানমণ্ডি রোডের একটি আক্রমণ ছিল উল্লেখযোগ্য। সেখানে একটি পাকিস্তানী সেনা জিপ তাদের বহনকারী গাড়ির পিছু নিলে তিনি গাড়ির পেছনের কাচ ভেংগে “‘দেখো দেখো, একটি জিপ আমাদের অনুসরণ করছে”‘ বলে স্টেন গান ব্রাশফায়ার করেন। তার গুলিতে পাকিস্তানি জিপের ড্রাইভার নিহত হয় এবং গাড়ি ল্যাম্পপোস্টে যেয়ে ধাক্কা খায়। বেশ কয়েকজন পাকিস্তানি সেনা তার গুলিতে মারা যায়। ধানমণ্ডি রোডের অপারেশনের পর রুমী তার সহকর্মীদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৭১ সালের ২৯ আগস্ট তিনি তাঁর নিজের বাড়িতে কাটান, এবং এই রাতেই বেশকিছু গেরিলা যোদ্ধার সাথে তিনি পাক বাহিনীর হাতে ধরা পড়েন। পাকিস্তান হানাদার বাহিনী একটি অজ্ঞাত উৎস থেকে তথ্য নিয়ে বেশ কিছুসংখ্যক যোদ্ধাকে গ্রেফতার করেন যার মধ্যে ছিলেন আলতাফ মাহমুদ, আবুল বারাক, আজাদ ও জুয়েল। ৩০ আগস্টের পর রুমী ও তার সহযোদ্ধা বদী এবং চুল্লুকে আর দেখা যায়নি। ২০১৩ সালের ১৭ই জুলাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ-এর বিরুদ্ধে গণহত্যা, বুদ্ধিজীবি হত্যার পরিকল্পনা, রুমী হত্যা ও নির্যাতন ইত্যাদিসহ মোট উত্থাপিত ৭টি অভিযোগের মধ্যে ৫টিতে দোষী প্রমানিত হয়। এর মাঝে দুটি অভিযোগে তাকে মৃত্যুদন্ড আদেশ দেয়া হয়। সূত্র: উইকিপিডিয়া
|
জন্ম-মৃত্যু : খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব
|
বহির্বিশ্ব |
![]() ২০১৭: অবশেষে নোবেল পুরস্কার নিতে সম্মত হলেন বব ডিলান অনেক জল্পনা-কল্পনার পর সাহিত্যের নোবেল পুরস্কার নিতে সম্মত হয়েছেন মার্কিন সংগীত শিল্পী বব ডিলান। সুইডিশ একাডেমি সোমবার এই কথা ঘোষণা করেছে। গত অক্টোবরে পুরস্কার ঘোষণা হলেও ডিলান পুরস্কার গ্রহণ করেননি কিংবা নোবেল পুরস্কার গ্রহণের ভাষণ দেননি। সুইডিশ একাডেমি জানিয়েছে, তারা একান্তে ডিলানের সঙ্গে দেখা করে তার হাতে পুরস্কার তুলে দেবে। ৭৫ বছর বয়সী ডিলান সেখানে দুটি কনসার্ট করতে গেছেন।
|
আরো ঘটনা : বহির্বিশ্ব
|
https://www.daysoftheyear.com/ ![]() Life is like a piano. What you get out of it depends on how you play it.
– Tom Lehrer Used in concerts everywhere, the piano has a long history of bringing music to life with its delicate sound and beautiful resonance. But did you know that there’s a holiday dedicated to pianos? That’s right, there’s a day all about the history and love for pianos. Read more to learn about the history of the piano and about how you can celebrate this amazing holiday. The invention of the piano began through its predecessors, mainly through medieval times as a dulcimer, a fretted string instrument with three or four strings attached. From there it developed into the clavichord, the spinet, virginal, clavecin, gravicembalo, and finally, the harpsichord in the 15th century. If you love hearing classical music, then listen to some beautiful classical music on your favorite device. If you’re wanting a fun night out, then attend a concert at your local theater. If you’re really adventurous then take some piano lessons at your local colleges or through online courses. While listening or playing amazing piano music, use the hashtag #worldpianoday on through your social media devices and let everyone know that this day is all about the beautiful piano. Ref: Days of the Year
|
দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা
|
Central African Republic : Death of President Boganda Day (1959) |
আজকের উদ্ধৃতি
|
এই দিনে
আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)