এই দিনে

ইতিহাসে এই দিনে : ১৮ এপ্রিল
বাংলাদেশ

১৮ এপ্রিল ২০০৬

Bangladesh

চকবাজার রণক্ষেত্র

লালবাগের চকবাজার ও আশেপাশের এলাকায় আওয়ামী যুবলীগের কর্মীদের সঙ্গে পুলিশের তিন ঘন্টাব্যাপী ব্যাপক সংঘর্ষে আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সেলিম, সাংবাদিক ও পুলিশসহ শতাধিক আহত হয়েছে। আড়াই শতাধিক রাউন্ড ক্াদানে গ্যাসের শেল ও দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। আসবাবপত্র ও যানবাহনে অগ্নিসংযোগ এবং লালবাগ থানায় হামলা হয়েছে। দফায় দফায় সংঘর্ষে ব্যস্ততম পুরাতন ঢাকার চকবাজার রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মধ্যে ২৫ জন গুলিবিদ্ধ বলে আওয়ামী লীগ থেকে বলা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে আহতের সংখ্যা ২ শতাধিক এবং গ্রেফতার অর্ধশতাধিক বলে দাবি করা হয়। পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের সংখ্যা ১৭ ও আহত পুলিশের সংখ্যা ১৪ জন বলে জানানো হয়।

দেশবাসীকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এই দুর্নীতিবাজ পরিবারকে রক্ষা করবে কি না

বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়ায় তত্ত্বাবধায়ক সরকার প্রশংসার দাবিদার। তিনি বলেন, নির্বাচনের সময় বেঁধে দেয়ার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার যে কথা তত্ত্বাবধায়ক সরকার বলেছে, আশা করা যায় এ সময়ের মধ্যে তারা তা করতে পারবে। ঢাকায় বৃটিশ হাইকমিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, খালেদা জিয়া বা শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দেয়া কিংবা এ বিষয়ে যে কোন সিদ্ধান্ত পুরোটাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। একজন কূটনীতিক হিসাবে এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি জানান, বৃটেন এ দেশের সকল পরিস্থিতি পর্যালোচনা করছে। সাংবাদিক সম্মেলনে বৃটেনে চালু হওয়া নতুন ভিসা পদ্ধতির বিস্তারিত তুলে ধরা হয়। তিনি জানান, নতুন এই পদ্ধতি কার্যকর হবে ২৫ এপ্রিল থেকে। ভিসা প্রদানের ক্ষেত্রে আবেদনকারীর ‘বায়োমেট্রিক তথ্য’ সংগ্রহ করা হবে। পরিচয় জালিয়াতি এবং অভিবাসন পদ্ধতির অপপ্রয়োগ ঠেকাতে ব্রিটিশ সরকার বিশ্বব্যাপী নতুন এই পদ্ধতি কার্যকর করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

১৮ এপ্রিল ২০০৭

Bangladesh

হাসিনাকে দেশে ফিরতে নিষেধ

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে নিষেধ করেছে সরকার। তিনি দেশে ফিরলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার, স্থিতিশীলতা বিনষ্ট, জন-নিরাপত্তা ও অর্থনীতি বিপন্ন, বিদ্বেষ ও বিভ্রান্তি ছড়ানোর আশংকা থাকায় তত্ত্বাবধায়ক সরকার সাময়িকভাবে এই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। দেশের সকল বিমান বন্দরের ইমিগ্রেশন, এয়ারলাইন্সকে সরকার এ সংক্রান্ত নির্দেশও দিয়েছে। গতরাতে শেখ হাসিনার ওয়াশিংটন থেকে লন্ডন রওনা হবার কথা। গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেসনোটে শেখ হাসিনা যাতে দেশে ফিরতে না পারেন সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৩ এপ্রিল লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে সরাসরি ঢাকা পৌঁছার কথা ছিল শেখ হাসিনার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা গত ১৫ মার্চ ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র যান। কর্মসূচি অনুযায়ী গতকাল লন্ডন পৌঁছে সেখানে তিনদিন অবস্থান শেষে ২৩ এপ্রিল ঢাকা ফিরতে বিমানের টিকেট কনফার্ম করা হয়। জানা গেছে, তিনি এখনো দেশে ফেরার জন্য অনড় রয়েছেন। সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি মঙ্গলবার গভীর রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে টেলিফোন করে শেখ হাসিনাকে দেশে না ফেরার অনুরোধ করেন বলে জানা যায়। প্রেসনোটে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতির অবনতির আশংকা ছাড়াও গত ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা ঘোষণার জন্যও তাকে দায়ী করা হয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও অন্যান্য দলের লাগাতার আন্দোলনকে ‘দায়িত্বহীন’ অভিহিত করা হয়। সম্প্রতি বিদেশে থেকেও তিনি বিভিন্ন সমাবেশ ও দেশী-বিদেশী মিডিয়ায় বর্তমান সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্য রাখেন বলে প্রেসনোটে উল্লেখ করা হয়।

তারেক রহমানের সঙ্গে স্ত্রী-শাশুড়ির সাক্ষাৎ

বিএনপি’র সিনিয়র যুগ্মমহাসচিব তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমান ঝুনু এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন। তবে তার একমাত্র কন্যা জায়মা রহমান কারাগারের ফটক পর্যন্ত গেলেও অনুমতি না থাকায় দেখা করতে পারেনি। গতকাল অপরাহ্ণ সোয়া ৩টায় তারেক রহমানের স্ত্রী-শাশুড়ি কারাগারে প্রবেশ করেন। একঘন্টা পর তারা কারাগার থেকে বেরিয়ে একটি জীপে বাসায় ফিরে যান। কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তারা মুখ খোলেননি। তবে উপ-মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নিয়ম অনুযায়ীই তারা সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় একজন ডেপুটি জেলার এবং পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি বলেন, তারা তারেক রহমানের সঙ্গে আধা ঘন্টা কথা বলেন। তারেক রহমান সুস্থ রয়েছেন। এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার সপরিবারে বিদেশ গমন নিয়ে তারেকের সঙ্গে কথা বলেন তার স্ত্রী এবং শাশুড়ি।

১৮ এপ্রিল ২০১৩

Bangladesh

১৮ এপ্রিল ২০১৬

Bangladesh

 

মৃত্যু

M.N.Akter

এম এন আখতার
(১ জুলাই ১৯৩২ – ১৮ এপ্রিল ২০১২)
চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী

এম এন আখতার ১৯৩১ সালের ১লা জুলাই চট্টগ্রামের রাউজানের মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এম এন আখতার ১৯৬২ সালে বেতার শিল্পী হিসাবে যোগ দেন। এরপর তিনি আধুনিক, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, চট্টগ্রামের আঞ্চলিক গান রচনা ও কণ্ঠ দিয়ে খ্যাতি লাভ করেন। ১৯৮৭ সালে তিনি অবসর নেন। তিনি সংগীত বিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। এর মধ্যে মনুআ-১, মনুআ-২ এবং ৩০ দিনে অভিনব সঙ্গীত শিক্ষা উল্লেখযোগ্য।

এম এন আখতার ১৯৬২ সালে বেতার শিল্পী হিসাবে যোগ দেন। এরপর তিনি আধুনিক, পল্লীগীতি, মুর্শীদি, মারফতি, চট্টগ্রামের আঞ্চলিক গান রচনা ও কণ্ঠ দিয়ে খ্যাতি লাভ করেন। ১৯৮৭ সালে তিনি অবসর নেন। তিনি সংগীত বিষয়ক কয়েকটি গ্রন্থ লিখেছেন। এর মধ্যে মনুআ-১, মনুআ-২ এবং ৩০ দিনে অভিনব সঙ্গীত শিক্ষা উল্লেখযোগ্য। লেখা ও সুর করার পাশাপাশি এম এন আখতার নিজেও গাইতেন। তিনি ১৯৬২ সালে কালুরঘাট বেতারকেন্দ্রের উদ্বোধনী আধুনিক গানের প্রথম শিল্পী। আঞ্চলিক গানের সম্রাজ্ঞী বলে পরিচিত শিল্পী শেফালী ঘোষের ওস্তাদ ছিলেন তিনি। তাঁর লেখা ও সুর করা গান গেয়ে শ্যামসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষ খ্যাতি পান। তাঁর অনেক গান চলচ্চিত্রেও নেওয়া হয়েছে। তিনি প্রায় পাঁচ হাজারেরও অধিক গান লিখেছেন। পাশাপাশি লিখেছেন অসংখ্য নাটক ও কবিতা।

সূত্র: বাংলাপিডিয়া

 
বহির্বিশ্ব
International

২০১৬: কোহিনুর চুরি হয়নি, ব্রিটেনকে দান করা হয়েছে: ভারত

কোহিনুর হিরা ভারত থেকে ব্রিটেনে চুরি বা লুট করে নিয়ে যাওয়া হয়নি। এই কারণে ভারতের তা দাবি করা উচিৎ হবে না। সুপ্রিম কোর্টে এমন বক্তব্য উত্থাপন করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে এমন বক্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে, এর ফলে ভারত ১০৫ ক্যারেট ওজনের এই হীরার মালিকানা দাবি করার সুযোগ হারাবে।

ভারতের সর্বোচ্চ আদালতে অল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট ব্রিটেনে নিয়ে যাওয়া অ্যান্টিক জিনিসপত্র ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে আবেদন করেছে। কোহিনুর ছাড়াও মহীশুরের রাজা টিপু সুলতানের তলোয়ারও ব্রিটেনে রয়েছে। কোহিনুর বা ‘আলোর পাহাড়’ নামক হীরক খণ্ডটি পাঞ্জাবের শাসক দিলিপ সিং ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ‘দান করেন’ বলে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। এর পর হীরাটি রাণী ভিক্টোরিয়ার মুকুটে স্থাপনের জন্য লন্ডনে পাঠানো হয়। এটি এখন টাওয়ার অব লন্ডনে প্রদর্শন করা হচ্ছে।

 
 

High Five Day

World Hemophilia Day

It is required by law to redo high fives if the first one was not good enough.
– Unknown

The “High Five” is a sacred tradition that has been used to celebrate remarkable events in our day to day lives. Get the garbage into the can on the first throw? High Five! Just get that promotion you’ve been gunning for? Seriously, high fives can be used to celebrate anything!

The High Five was purportedly invented by Dusty Baker and Glenn Burke in 1977. These two Los Angeles Dodgers members were celebrating a particularly important success in that game on October 2, and it just seemed appropriate to clap their hands together over their heads. The world must have agreed, since the high five has since become generally ubiquitous, appearing in every culture the world over since.

Give a High Five for every conceivable reason! In fact, you deserve a High Five just for reading this article, so High Five! Get up and out the door to work in the morning? Good job! High Five! Manage to make it through the day without high five-ing someone in the face… with a chair? Congratulations! They live to see another day!

দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা

Zimbabwe : Independence Day (1989)

 
আজকের উদ্ধৃতি

‘যে লেখা পড়তে ঘৃণা হয়, লজ্জা হয় তা মুক্ত চিন্তা নয়। ’
শেখ হাসিনা প্রধানমন্ত্রী (১৮ এপ্রিল ২০১৬)

‘তেঁতুল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা হলো রাজাকারপন্থি, পাকিস্তানপন্থি ও জঙ্গিপন্থি। তেঁতুল হুজুর চক্র বাংলাদেশের কোনো আলেম-ওলামার প্রতিনিধিত্ব করেন না।’
হাসানুল হক ইনু : তথ্যমন্ত্রী (১৮ এপ্রিল, ২০১৭)


আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।