ইতিহাসে এই দিনে : ২২ ফেব্রুয়ারি |
বাংলাদেশ |
২২ ফেব্রুয়ারি ২০০৭ ![]() যমুনা গ্রুপের বাবুল ও সিবিএ নেতা বাকের গ্রেফতার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে সম্পদের হিসাব দিয়ে বের হওয়ার পর যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর পত্রিকার মালিক নূরুল ইসলাম বাবুল এবং সোনালী ব্যাংকের সিবিএ’র সভাপতি ও উপ-হিসাবরক্ষক বিএম বাকির হোসেনকে গোয়েন্দা সংস্থার সদস্যরা গ্রেফতার করে। এছাড়া বহুল আলোচিত ৫৬ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা চৌধুরী আলম গতকাল সিএমএম আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তার বিরুদ্ধে রমনা থানায় কয়েকটি মামলা থাকায় চৌধুরী আলমকে কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী লালন ও অবৈধ দখলের অভিযোগ রয়েছে। দুদক কর্তৃক সন্দেহভাজন দুর্নীতিবাজদের মধ্যে প্রথমপর্বে ৫০ জনের তালিকা ঘোষণা করা হয়। তাদেরকে ৭২ ঘণ্টার মধ্যে সম্পদের বিবরণ দাখিল করার জন্য নোটিস প্রেরণ করা হয়। আগামী রবিবার বিকাল ৫টার মধ্যে ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হবে। কিন্তু কেউ কেউ একদিন পর নোটিস পাওয়ার দরুন আগামী সোমবার দুপুর ১২টা সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সম্পদের বিবরণ দাখিল করার জন্য বলা হয়েছে। খালেদা-হাসিনার এসএসএফ প্রত্যাহার বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগ সভানেত্রী সাবেক বিরোধী দলনেতা শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দুই নেত্রীর নিরাপত্তা কার্যক্রম সম্পন্ন করে এসএসএফ বিদায় গ্রহণ করে। এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে যে, ‘আজকের (গতকাল) দিনের কর্মসূচি শেষে দুই নেত্রীকে বাসায় পৌঁছে দিয়ে এসএসএফ তাদের কার্যক্রম প্রত্যাহার করবে। অনির্দিষ্টকালের জন্য এ আদেশ জারি করা হলো।’ গতকাল রাতে বেগম জিয়ার বাসভবন ও সুধাসদন থেকে এসএসএফ প্রত্যাহার প্রশ্নে কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি। হাওয়া ভবন থেকে দলীয় কর্মকাণ্ড শেষে ক্যান্টনমেন্টস্থ মইনুল রোডের বাসায় ফেরার পর রাত ৯টায় পর এসএসএফ বেগম খালেদা জিয়ার নিকট থেকে বিদায় নেয়। প্রায় একই সময়ে সুধাসদন থেকেও প্রত্যাহার হয় এসএসএফ। এতোদিন রাষ্ট্রপতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং দুই নেত্রী এ বিশেষ নিরাপত্তা পেয়ে আসছিলেন। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানই তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য সফররত মার্কিন কংগ্রেসম্যানকে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা এই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, পুনর্গঠিত নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পন্থা খুঁজে বের করার লক্ষ্যে বেশ কয়েকটি প্রস্তাব ও প্যাকেজের ওপর কাজ করছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস স্টিভ শ্যাবটের সঙ্গে ছিলেন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জনগণের বিপুল প্রত্যাশার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু সংস্কার পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে। ড. ফখরুদ্দীন তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেন, নির্বাচন অনুষ্ঠানের পাশাপাশি তার সরকার অর্থনীতির গতি সঞ্চার ও দেশের জনগণের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। |
২২ ফেব্রুয়ারি ২০১৩ ![]()
|
২২ ফেব্রুয়ারি ২০১৫ ![]()
|
আরো ঘটনা : বাংলাদেশ
|
মৃত্যু
গাজী মাজহারুল আনোয়ার স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান। গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। ২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। ১৯৬৫ সাল থেকে যুক্ত হন চলচ্চিত্রে। লিখতে শুরু করেন কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। বেশ উল্লেখযোগ্য সংখ্যক ছবির পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার কিছু টিভি নাটকও পরিচালনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি। তিনি ২০০২ সালে একুশে পদক লাভ করেন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ও লাভ করেন তিনি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কারসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০। সূত্র: উইকিপিডিয়া
|
জন্ম-মৃত্যু : খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব
|
বহির্বিশ্ব |
![]() ২০১৫: ‘সিরিয়াগামী’ তিন কিশোরীকে ফিরে আসার আহ্বান লন্ডনের নিখোঁজ তিন কিশোরীকে বাড়ি ফিরে আসার আহ্বান জানিয়েছেন তাদের আত্মীয়রা। ধারণা করা হচ্ছে, তারা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছে। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শামীমা বেগম (১৫), আমিরা অ্যাবেস (১৫) ও খাদিজা সুলতানা (১৬) মঙ্গলবার তুরস্কে পাড়ি জমিয়েছে। এদের মধ্যে শামীমা ও খাদিজা বাংলাভাষী। আশঙ্কা করা হচ্ছে, তারা সিরিয়ার জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগ দিতে পারে। শামীমার পরিবার বলেছে, তারা বুঝতে পারছে যে কিশোরীরা সিরিয়ায় বিপদগ্রস্তদের সহায়তা করতে চাচ্ছে। কিন্তু সিরিয়া একটি বিপদজ্জনক স্থান। খাদিজার পরিবার জানিয়েছে, তারা একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আকশা মাহমুদ নামে ওই নারীর পরিবারের পক্ষ থেকে তাদের আইনজীবীর মাধ্যমে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, তুমি তোমার পরিবার ও স্কটল্যান্ডের মর্যাদা নষ্ট করেছ। তোমার এই ধরনের পদক্ষেপ এক ধরনের বিকার এবং ইসলামের বিকৃতি। |
আরো ঘটনা : বহির্বিশ্ব
|
জন্ম জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত। ওয়াশিংটন মূলত ইংরেজ ভদ্র সম্প্রদায় বংশোদ্ভূত। তার পূর্বপুরুষগণ ইংল্যান্ডের সালগ্রেভ থেকে আমেরিকায় যান। ওয়াশিংটন উপনিবেশিক ভার্জিনিয়ার এক ধনাট্য পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার তামাক চাষ এবং দাস ব্যবসায়ের সাথে জড়িত ছিল। তিনি পরবর্তীতে উত্তরাধিকার সূত্রে তা লাভ করেন। ১৭৭৫ সালে দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস মার্কিন বিপ্লবের সময় তাকে কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়ক পদে পদোন্নতি প্রদান করেন। ওয়াশিংটন ১৭৭৬ সালে ব্রিটিশদের বোস্টন থেকে বিতাড়িত হতে বাধ্য করে, কিন্তু পরের বছর তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন এবং নিউ ইয়র্ক সিটিতে প্রায় ধরা পড়ে যান। তার কৌশলে কন্টিনেন্টাল সৈন্যদল ১৭৭৭ সালে সারাটোগায় এবং ১৭৮১ সালে ইয়র্কটাউনে দুটি প্রধান ব্রিটিশ সৈন্যদলকে বন্দী করতে সমর্থ হয়। যুদ্ধে ওয়াশিংটন ১৭৮৩ সালে বিজয় নিশ্চিত হওয়ার পর, ওয়াশিংটন ক্ষমতা দখল না করে সর্বাধিনায়ক পদ থেকে অব্যহতি নেন, যা মার্কিন গনপ্রজাতন্ত্র প্রণয়নে তার অঙ্গীকারের প্রমাণ। ১৭৮৭ সালে তিনি ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত সাংবিধানিক সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার ব্যবস্থা প্রণয়ন করা হয়। ওয়াশিংটন তার নেতৃত্বের গুণাবলির জন্য প্রশংসিত ছিলেন এবং ইলেকটোরাল কলেজের প্রথম দুটি নির্বাচনে সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। দুই মেয়াদে রাষ্ট্রপতি থাকার পর তিনি অবসরে যান। তার মৃত্যুর পর ভার্জিনিয়ার তৃতীয় হেনরি লি ওয়াশিংটনের প্রশংসা করে বলেন, “যুদ্ধে প্রথম, শান্তিতে প্রথম এবং তার জনগণের হৃদয়ে প্রথম। ” তিনি জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরও পরম পূজনীয়। সমালোচকদের এবং জনগণের উপর করা জরিপে ফলাফলে তিনি সবসময় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সেরা তিন রাষ্ট্রপতির একজন হিসেবে স্থান অধিকার করেছেন। সূত্র: উইকিপিডিয়া
|
জন্ম-মৃত্যু : খ্যাতিমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব
|
World Thinking Day ![]() The world as we have created it is a process of our thinking. It cannot be changed without changing our thinking.
–Albert Einstein Thinking Day originated from a desire by Girl Guides / Girl Scouts to dedicate a day to thinking about and appreciating the global spread of these movements. Each year a participating country is selected and its culture and general living conditions pondered on for the day by all guides and scouts. The idea is to create a greater awareness and understanding of different cultures and any global concerns regarding that particular region. It sounds a little like those endless, global conferences attended at great cost by politicians, which rarely show results. The Girl Guides and Scouts Associations, however, do things differently. A 1p donation is requested from each member in support of projects that aid Girl Guides / Girl Scouts from member countries in need. Politicians should perhaps dedicate one day annually to thinking about the simplicity of good ideas as formatted by the caring and uncluttered minds of the world’s youth. Ref: Days of the Year
|
দেশেবিদেশে : আজকের ছুটির দিন ও উদযাপনা
|
|
আজকের উদ্ধৃতি
|
‘ইতিহাস বড় নির্মম। কাউকে ক্ষমা করেনি। ২৬ বছর যারা আমাকে শহীদ মিনারে যেতে দেয়নি, তারাও আজ যেতে পারেনি। আমার সঙ্গে যা যা করেছে, তা তা তাদের সঙ্গে হয়েছে, আল্লাহর মাইর’ ‘দেশে যে সংকটের সৃষ্টি হয়েছে তার মূল কারণ হলো—দুই নেত্রীর জেদ ও রাগ। এ সংকট সমাধানে সংলাপের জন্য তাদের আন্তরিক হতে হবে। সংকট যতই বড় হোক না কেন, সমাধানের পথ আছে।’ ‘পাকিস্তান হানাদার বাহিনীর দোসর রাজাকার, আল-বদর, আল-শামসদের অপকর্মের কথা ঘৃণাভরে স্মরণ করার জন্য সরকার ঘৃণাস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেবে।’ ‘আজ এটা প্রমাণিত- পদ্মা সেতু আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের শিকার হয়েছিল। যাদের মিথ্যাচারে ও ষড়যন্ত্রে পদ্মা সেতু বিতর্কিত হয়েছে, সেসব পত্রিকার রিপোর্ট উদ্দেশ্যমূলকভাবে তৎকালীন মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও সরকারকে অহেতুক হেয় করার চেষ্টা করেছে, যাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে- তাদের ক্ষমা চাওয়া উচিৎ।’ ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদনকালে মূল বেদীতে উঠে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করেছেন। ’ |
এই দিনে
আজকের তারিখ ও এখনকার সময় (বাংলাদেশ)