ইংরেজি ভাষা শুদ্ধরূপে শিখতে হলে ধাতুরূপ (conjugation) সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি গ্রামার বই ও ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগ্রহীত ধাতুরূপের তালিকা বাংলাভাষী শিক্ষার্থীদের উপযোগি করে এখানে প্রকাশ করা হল। ইংরেজি বাক্যে কর্তা নামপুরুষ একবচন হলে verb-এর সাথে s বা es যোগ হয়। সব ভাষায় কাল (Tense) অনুসারে ক্রিয়ামূল বা ধাতুর (base form) রূপ বদল হয়। ক্রিয়ামূলের এই পরিবর্তনকে conjugation বা ধাতুরূপ বলা হয়। এখানে বর্ণক্রমানুসারে বাংলা অর্থসহ প্রায় এক হাজার ইংরেজি ক্রিয়ামূলের (base form) উচ্চারণ এবং Past Simple, Past Participle, Gerund (‘ing’ form) ইত্যাদি ধাতুরূপ দেওয়া হল। ধাতুরূপের বিভিন্ন বাক্যগঠনের পূর্ণ তালিকা দেখার জন্য মূল ক্রিয়াপদের (base) সাথে বহিঃসংযোগ দেওয়া হয়েছে। বিস্তারিত
বেসিক ইংলিশ [০২] : ধাতুরূপ – Conjugation
মন্তব্য করুন