অক্টোপাস বড় বিচিত্র প্রাণী। আট পা আছে বলেই ওদেরকে অক্টোপাস বলা হয়।। বর্তমানে প্রায় ৩০০ প্রজাতির অক্টোপাস (Octopoda) জীবিত আছে। এগুলোকে প্রধানত Cirrina এবং Incirrina নামে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। Cirrina গ্রুপ গভীর সমুদ্রের অক্টোপাস হিসাবে পরিচিত। এদের মাথার উপর দুইটি পাখনা এবং একটি ছোট অভ্যন্তরীণ শেল থাকে। সুপরিচিত অক্টোপাসগুলোর বেশিরভাগ Incirrina গ্রুপের অন্তরভুক্ত। এগুলো আটটি বাহু বিশিষ্ট নিশাচর ও ধীরগতিসম্পন্ন শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী। এরা মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। এর বৈজ্ঞানিক নাম Octopoda। এদের দেহ বেশ নরম ও তুলতুলে। সাধারণত অক্টোপাসগুলো খুব একটা বড় হয়না। এদের দৈর্ঘ্য ১ ফুট থেকে সর্বোচ্চ ৪.৫ ফিট এবং ওজন প্রায় ৩ থকে ১০ কেজি হয়। তবে এশিয়া প্যাসেফিক অঞ্চলে এক প্রজাতির অক্টোপাস রয়েছে যা জায়ান্ট অক্টোপাস নামে পরিচিত। এটি অন্য যে কোন অক্টোপাস থেকে বড়। এর নাম ডলফিনি অক্টোপাস। এটি লম্বায় প্রায় ৩০ ফিট এবং ওজন প্রায় ২৭৫ কেজি পর্যন্ত হয়। এরা বাহু নেড়েচেড়ে ধীর গতিতে সাঁতার কাটে। বিস্তারিত
অক্টোপাস (Octopus)
মন্তব্য করুন