ট্যাগ আর্কাইভঃ Fruits

বেসিক ইংলিশ [৪] : ফলের নাম


ফল সম্পর্কে সম্যক ধারণা এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে শেখার সুবিধার্থে ছবি ও ইংরেজি উচ্চারণসহ এখানে দেওয়া হল। আশা করি এটি ইংরেজির নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে।

ফলের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ
সব রকম ফল একমাত্র গুপ্তবীজী উদ্ভিদেই তৈরি হয়। এসব উদ্ভিদে ফুল থাকে এবং তাতে সাধারণত বৃতি, দল, পুংকেশর ও গর্ভকেশর থাকে। পুংকেশরে পরাগরেণু ও গর্ভকেশরে ডিম্বক তৈরি হয় এবং পরিণত হলে পরাগায়ণ ঘটে। এরপর গর্ভাশয়ের পরিবর্তন ও পরিবর্ধন ঘটে যার পরিণতিতে একটি পূর্ণাঙ্গ ফলের সৃষ্টি হয়। এই ফলের ভিতরে এক বা একাধিক বীজ থাকতে পারে। কোনো কোনো উদ্ভিদে নিষিক্তকরণ প্রক্রিয়া ছাড়াই ফলের সৃষ্টি হয় এবং এসব ফলে কোনো বীজ হয় না। ফলের উৎপত্তির উপর ভিত্তি করে প্রধানত তিনভাগে ভাগ করা যায়।
বিস্তারিত