প্যারিসে বিদ্রূপ সাময়িকী শার্লি এবডোর কার্যালয়ে প্রবেশ করে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করল তিন বন্দুকধারী। পরের দু’দিনে এই গ্রুপের হাতে নিহত হলেন আরও ৫ জন। ফ্রান্স একে বাকস্বাধীনতার ওপর আক্রমণ বলে আখ্যা দিল। প্যারিসে হলো বিশ্বনেতাদের অভূতপূর্ব এক সংহতি সমাবেশ। এতে সব ধর্মের নেতারা অংশ নিলেন। বেশ কয়েকটি দেশে ‘আমিই শার্লি’ বলে মিছিল সমাবেশ হলো। গত এক সপ্তাহের চিত্র ছিল এটি। জঙ্গিরা ছিল মুসলমান। ফলে গত সপ্তাহটি ছিল মুসলমানদের জন্য বেশ বিব্রতকর। বিস্তারিত
প্যারিসে পত্রিকা অফিসে হামলা নিহত ১২
মন্তব্য করুন