ট্যাগ আর্কাইভঃ শান্তি পুরস্কার

এক নজরে নোবেল শান্তি পুরস্কার

nobel-prize
১৮৯৫ সালে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেল মৃত্যুর পূর্বে একটি উইল-এর মাধ্যমে নোবেল পুরস্কার প্রচলন করেন। এই উইল-এর দলিলে তিনি পাঁচটি বিষয়ে পুরস্কারের জন্য তাঁর সম্পত্তির সিংহভাগ বরাদ্দ করে যান। বিষয়গুলো হল: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্ব, সাহিত্য, এবং শান্তি। ১৯০১ সাল থেকে সারা বিশ্বের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উল্লেখিত পাঁচটি শাখায় অনন্য কৃত্ত্বিত্ব তথা গবেষণা, উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক অসাধারণ কর্মকাণ্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। নোবেল যখন তাঁর উইলের পরিকল্পনা করেন, তখন নরওয়ে সুইডেনের শাসনাধীন ছিল। নোবেলের ইচ্ছানুসারে শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় অসলো, নরওয়ে থেকে। বাকি ক্ষেত্রে স্টকহোম, সুইডেন থেকে এই পুরস্কার প্রদান করা হয়। বিস্তারিত