মানবদেহের কাঠামো হল কঙ্কাল। লম্বা, ছোট, চ্যাপ্টা ইত্যাদি বিভিন্ন আকারের অনেকগুলো অস্থির (bone) সমন্বয়ে মানব কঙ্কাল গঠিত। এটি মানবদেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং মষ্তিষ্ক, ফুসফুস, হৃদপিন্ড, পাকস্থলি, অন্ত্র ইত্যাদি দেহের কোমল অংশসমূহকে বাইরের আগাত থেকে রক্ষা করে। বহিঃকঙ্কালতন্ত্র বলতে লোম, দাঁত, নখ ইত্যাদি এবং অন্তঃকঙ্কালতন্ত্র বলতে প্রধানত দেহের অভ্যন্তরীন কাঠামো অর্থাৎ অস্থি, তরুণাস্থি, কামলাস্থি ইত্যাদিকে বোঝায়।
নাম্বার ক্লিক করলে কঙ্কালের অস্থিসমূহের নামগুলো দেখা যাবে।
1
ফ্রন্টাল অস্থি – Frontal bone
2
ন্যাচাল অস্থি – Nasal bone
3
স্পিনয়ড অস্থি – Sphenoid bone
4
যায়গোমেটিক অস্থি – Zygomatic bone
5
ম্যাক্সিলা – Maxilla
6
ম্যান্ডিবল – Mandible
7
প্যারাইটাল অস্থি – Parietal bone
8
অকসিপিটাল অস্থি – Occipital bone
9
ট্যাম্পোরাল অস্থি – Temporal bone
10
চার্ভিক্যাল ভার্টিব্রে – Cervical vertebrae
11
ক্লাভিকল – Clavicle
12
স্কাপুলা – Scapula
13
স্টার্নাম – Sternum
14
রিব (পর্শুকা) – Rib
15
থোরাচিক – Thoracic
16
হিউমেরাস – Humerus
17
রিব কার্টিল্যাজ – Rib cartilage
18
লামবার ভার্টিব্রে – Lumbar vertebrae
19
রেডিয়াস – Radius
20
আলনা – Ulna
21
ইলিয়াম – Ilium
22
ইসকিয়াম – Ischium
23
পিউবিস – Pubis
24
স্যাকরাম – Sacrum
25
কার্পাল – Carpal
26
ফ্যালাঞ্জেস – Phalanges
27
মেটা কার্পাল – Metacarpal
28
ফিমার – Femur
29
টিবিয়া – Tibia
30
ফিবুলা – Fibula
31
পাট্যাল্লা – Patella
32
টার্সাল – Tarsal
33
মেটাটার্সাল – Metatarsal
34
ফ্যালাঞ্জেস – Phalanges
১।
মানব দেহে মোট হাড়ের সংখ্যা কত?
২০৬টি
উত্তর+
২।
নখ, দাঁত, লোম, আঁইশ প্রভৃতি কোন তন্ত্রের অন্তর্গত?
বহিঃকঙ্কালতন্ত্রের
উত্তর+
৩।
মানুষের করোটি (Skull) কয়টি অস্থি নিয়ে গঠিত?
২২টি
উত্তর+
৪।
করোটিকা অস্থি (Cranial bones) কাকে বলে?
মস্তিষ্ককে ঘিরে যে ৮টি চ্যাপ্টা ও শক্ত অস্থি থাকে তাদেরকে করোটিকা অস্থি বলে।
উত্তর+
৫।
মুখমন্ডল কয়টি অস্থি নিয়ে গঠিত?
১৪টি
উত্তর+
৬।
মানুষের মেরুদন্ড (Vertebral column) কয়টি একক অস্থিখন্ডক বা কশেরুকা নিয়ে গঠিত?
৩৩টি
উত্তর+
৭।
সুষুমাকান্ড (Spinal Cord) মানবদেহের কোন অংশে থাকে?
মেরুদন্ডের কশেরুকাগুলোর নিউরাল নালীসমূহ পরপর অবস্থান করে একটা অবিচ্ছিন্ন নালী গঠন করে। এর মধ্যে সুষুমাকান্ড বা মেরুরজ্জু অবস্থান করে।
উত্তর+
৮।
অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য কী?
অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ। এটি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা। তরুণাস্থি অস্থির মতো শক্ত নয়। এগুলো অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক।
উত্তর+
৯।
অস্থিসন্ধি (Joints) কাকে বলে?
দুই বা ততোধিক তরুণাস্থি বা অস্থির মিলনস্থলকে অস্থিসন্ধি বলে।
উত্তর+
১০।
টেনডন (Tendon) কী?
মাংসপেশীর প্রান্তভাগ রজ্জুর মতো শক্ত হয়ে অস্থিপ্রান্তের সাথে সংযুক্ত হয়। এই শক্ত প্রান্তকে টেনডন বলে।
উত্তর+
১১।
অস্থিবন্ধনী (Ligament) কী?
পাতলা কাপড়ের মতো কোমল অথচ দৃঢ় স্থিতিস্থাপক বন্ধনী দ্বারা অস্থিসমূহ পরষ্পরের সাথে সংযুক্ত থাকে। একে অস্থিবন্ধনী বলে।
উত্তর+
১২।
অস্থিসন্ধি (Joints) কয় ধরনের ও কী কী?
তিন ধরনের। সিনার্থ্রোসিস (Synarthrosis), এম্ফিআর্থ্রোসিস (Amphiarthrosis) এবং সাইনোভিয়াল সন্ধি (Synovial joint)।
উত্তর+
১৩।
কবজা সন্ধি (Hinge joint) কী?
দরজার কবজার মতো সন্ধিকে কবজা সন্ধি বলে। হাতের কনুই, জানু এবং আঙ্গুলে এ ধরনের সন্ধি থাকে। এসব সন্ধি কেবলমাত্র একদিকে নাড়ানো যায়।
উত্তর+
১৪।
মানবদেহের অধিকাংশ অস্থিসন্ধি কোন ধরনের?
মানবদেহের অধিকাংশ অস্থিসন্ধি সাইনোভিয়াল সন্ধি।
উত্তর+
১৫।
সাইনোভিয়াল সন্ধিকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে এবং এগুলোর নাম কী?
সাত ভাগে: 1. Pivot, 2. Hinge, 3. Ball & socket joint, 4. Plain joint, 5. Saddle joint, 6. Ellipsoid joint, 7. Candylar joint.
উত্তর+
১৬।
ছবির উল্লেখিত অস্থিসন্ধিগুলো কোন ধরনের?
(a) Pivot joint, (b) Hinge joint, (c) Saddle joint, (d) Plane joint, (e) Condyloid joint, (f) Ball-and-socket join
উত্তর+
১৭।
কঙ্কালতন্ত্রের প্রধান কাজগুলো কী কী?
মানবদেহের কাঠামো গঠন, সংযোজন, চলাচল, রক্ত-কণিকা উৎপাদন, দেহের সমতা ও ভারসাম্য রক্ষা ইত্যাদি।
উত্তর+
সূত্র: ইন্টারনেট ও স্কুল-কলেজের পাঠ্য পুস্তক
shoulder displace
Thanks for helping me.