প্রাত্যহিক জীবনে বিভিন্ন চিহ্ন ও প্রতীক আমাদের চোখে পড়ে। যেমন রাস্তায় ট্রাফিক চিহ্ন। এছাড়াও রয়েছে ধর্ম, রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নিজস্ব চিহ্ন। আবার জনসাধারণকে বিভিন্ন তথ্য জানানোর জন্য ব্যবহার হয় বিভিন্ন ধরনের চিহ্ন। সর্বস্তরে ব্যবহৃত হয় এধরনের চিহ্নগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ক্যাটাগরি হিসেবে ভাগ করে বিভিন্ন চিহ্নের নাম ও অর্থ দেওয়া হল। চর্চার সুবিধার্থে চিহ্নের নাম ও অর্থ গোপন রাখা হল। চিহ্নটিতে (show/Hide) ক্লিক করলে নাম ও অর্থ দেখা যাবে:
ধর্মীয় চিহ্নসমূহ |
চিহ্ন |
চিহ্নের নাম – চিহ্নের অর্থ |
|
Christian Cross – যীশুকে ক্রসে বেঁধে হত্যা করা হয়েছিল বলেই এই চিহ্নটি ক্রীস্টানদের পবিত্র চিহ্ন। |
|
Star and Crescent – ইসলামের প্রতি বিশ্বাসের চিহ্ন। এটি অটোমান সাম্রাজ্যের সময় প্রথম ধর্মীয় চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
|
|
Star of David – ইহুদিদের ধর্মীয় চিহ্ন। দুইটি পারষ্পরিক আবদ্ধ ত্রিভুজ যা ডেভিড ও বেঞ্জামিনের অনুগত লোকদের সংঘবদ্ধকে বোজায়।
|
|
Khanda – শিখদের ধর্মীয় চিহ্ন। মাঝখানে সোজা তলোয়ার (একক প্রভু)ও বৃত্ত প্রভুর শুরু ও শেষ নেই)এবং দুইপাশে দুটি বাঁকা তলোয়ার (শক্তি)।
|
|
Yin and Yang – এশিয়ার বিশেষ এক দার্শনিক চিহ্ন। একসুরে বাঁধা ভারসাম্য – একটি ছাড়া আরেকটি অস্তিত্বহীন। আলো ও অন্ধকার, ভালো ও মন্দ, নারী ও পুরুষ…
|
|
Wheel of Dharma – বৌদ্ধদের ধর্মীয় চিহ্ন ধর্মচক্র। চক্র মানে শিক্ষা, ৮টি স্পোক মানে বৌদ্ধ ধর্মের ৮টি নিয়ম।
|
|
হিন্দুদের ধর্মীয় চিহ্ন এবং মন্ত্র – A-U-M তিনটি শক্তিকে বোঝায়: ব্রক্ষ্ম, বিষ্ণু ও শিব।
|
|
Ahimsa Hand (non-violence) – জৈনদের ধর্মীয় চিহ্ন অহিংসা-হস্ত। জৈনরা মনে করে প্রতিটি জীব পবিত্র। অহিংসার হাত ও ধর্মচক্র মিলে হয়েছে চিহ্নটি।
|
নিরাপত্তা বিষয়ক চিহ্নসমূহ |
চিহ্ন |
চিহ্নের নাম – চিহ্নের অর্থ |
|
Prohibition – কোন কাজ বা কোন কিছুর ব্যব হার নিষিদ্ধকরনের সাধারণ চিহ্ন
|
|
Corrosive – ক্ষয়কারী বস্তু যেমন: এসিড বা ক্ষার জাতীয় দ্রব্য যা সরাসরি স্পর্শ করা উচিত নয়
|
|
Flammable – দাহ্যবস্তু বা রাসায়নিক যার থেকে সহজেই আগুনের সুত্রপাত হয়
|
|
Explosive – বিস্ফোরক পদার্থ যা খুব সহজেই বিস্ফোরিত হয়
|
|
Harmful – স্বাস্থের জন্য ক্ষতিকর বা অস্বস্থিকর কোন পদার্থ বা রাসায়নিক
|
|
Radioactive – তেজস্ক্রিয় পদার্থ যা জীবজন্তুর জন্য খুবই ক্ষতিকর
|
|
Radiation – বিকীর্ন তাপ, আলো বা রশ্নি যা জীবজন্তুর জন্য খুবই ক্ষতিকর
|
|
Do Not Touch – স্পর্শ করা নিষেধ
|
|
No Open Flames – আগুন জ্বালানো নিষেধ
|
|
Nuclear Weapon – পারমাণবিক অস্ত্র
|
|
Do Not Enter – প্রবেশ নিষেধ
|
চলবে…