চিহ্ন ও প্রতীক – অর্থ

প্রাত্যহিক জীবনে বিভিন্ন চিহ্ন ও প্রতীক আমাদের চোখে পড়ে। যেমন রাস্তায় ট্রাফিক চিহ্ন। এছাড়াও রয়েছে ধর্ম, রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার নিজস্ব চিহ্ন। আবার জনসাধারণকে বিভিন্ন তথ্য জানানোর জন্য ব্যবহার হয় বিভিন্ন ধরনের চিহ্ন। সর্বস্তরে ব্যবহৃত হয় এধরনের চিহ্নগুলি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ক্যাটাগরি হিসেবে ভাগ করে বিভিন্ন চিহ্নের নাম ও অর্থ দেওয়া হল। চর্চার সুবিধার্থে চিহ্নের নাম ও অর্থ গোপন রাখা হল। চিহ্নটিতে (show/Hide) ক্লিক করলে নাম ও অর্থ দেখা যাবে:

ধর্মীয় চিহ্নসমূহ
চিহ্ন চিহ্নের নাম – চিহ্নের অর্থ
Sign of Christianity Christian Cross – যীশুকে ক্রসে বেঁধে হত্যা করা হয়েছিল বলেই এই চিহ্নটি ক্রীস্টানদের পবিত্র চিহ্ন।
Sign of Islam
Sign of Judaism
Sign of Sikhism
Yin and Yang
Wheel of Dharma
Oum
Ahimsa Hand
নিরাপত্তা বিষয়ক চিহ্নসমূহ
চিহ্ন চিহ্নের নাম – চিহ্নের অর্থ
Prohibition
Corrosive
Flammable
Explosive
Harmful
Radioactive
Radiation
Do Not Touch
No Open Flames
Nuclear Weapon
Do Not Enter

চলবে…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।