কুইজ আজকের কুইজ Monday, 30th December, 2024 (১) কোন সাগরের দু’পাশেই মরুভূমি? Barents Sea Ross Sea Red Sea Baltic Sea North Sea ২। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির ছবি কোনটি এবং তাঁর নাম কী? A. সৈয়দ নজরুল ইসলাম A. আবু সাঈদ চৌধুরী B. এ. এস. এম. সায়েম B. খোন্দকার মোশতাক আহমেদ C. তাজউদ্দীন আহমদ C. সৈয়দ নজরুল ইসলাম D. মনসুর আলী D. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান (৩) কোন দেশকে “মৌসুমী বায়ুর ক্রীড়াভূমি” বলা হয়? নেপাল মিয়ানমার ভারত বাংলাদেশ (৪) সমুদ্রজলের গড় লবণাক্ততা শতকরা কতভাগ? ৩.৫ ভাগ ৪.০ ভাগ ৪.৫ ভাগ ৫.০ ভাগ (৫) রোমের ঐতিহাসিক এই সিঁড়িটি ১৯২৩–১৭২৫ সালে নির্মিত হয়েছিল। ইতিহাসে সিঁড়িটি কী নামে পরিচিত? Roman Stairs 135 steps Spanish Steps Keats-Shelley Stairs (৬) নিচের পংক্তিটি কার লেখা? “আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। কড়কড়ে রৌদ্র আর গোলগাল পূর্ণিমার চাঁদ নদীরে পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে।”নির্মলেন্দু গুন শামসুর রাহমান হুমায়ুন আজাদ সুনীল গঙ্গোপাধ্যায় (৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি? A B C D E (৮) বর্তমানে মায়ের বয়স ২৩ ও মেয়ের বয়স ৫। কত বছর আগে মা ও মেয়ের বয়সের গুণফল ছিল ১৯? Write the answer in numbers. (123) (৯) সতীদাহ প্রথা রহিত হয় কত সালে? ১৭৮১ ১৮২৯ ১৮৩১ ১৮৬০ (১০) নিচের বাম পাশের চিত্রটি ডান পাশের কোন চিত্রটির মধ্যে লুকিয়ে আছে? A B C D (১১) Choose the best synonym for “fragile”: mild bulky precise delicate (১২) কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন? A B C D (১৩) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? ½ ⅓ ⅔ ¼ (১৪) X > 0 I is greater than II II is greater than I I is equal to II I – II = 0 II – I = 0 (১৫) What is the name of the queen of the underworld and wife of Hades in Greek mythology? Hera Demeter Aphrodite Persephone (১৬) কোন বক্তব্যটি সঠিক নয়? বান্দরবানসহ পার্বত্যাঞ্চলের আদিবাসীদের অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার “বাঁশ কোড়ল”। ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলোয়াড় পেলে তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার। তেলাপিয়া মাছ হলুদ ও ভিনিগার (লেবুর রস) মাখিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে নিলে গন্ধ থাকেনা। নাউরু প্রজাতন্ত্র বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ রাষ্ট্র (আয়তন মাত্র মাত্র ২১০ বর্গ কিলোমিটার) এবং একমাত্র দেশ যার কোন রাজধানী নাই।