কুইজ

আজকের কুইজ
Tuesday, 8th April, 2025

(১) ভারতের রাজস্থানের করনি মাতা মন্দিরে কাকে পুজা করা হয়?
বানরকে
ইঁদুরকে
হনুমানকে
সাপকে


(২) মেয়েদের চুলের কোন স্টাইলটির নাম “Bun”?

A  B  C  D


(৩) প্রাচীন রোমে যেসব পেশাদার মল্লযোদ্ধা মানুষ বা হিংস্র পশুর সঙ্গে প্রাণপণ লড়াই করত তাদেরকে কী বলা হত?
রেসলিংম্যান
গ্ল্যাডিয়েটর
সুপারম্যান
ভাইকিং


(৪)মানবদেহে যকৃতের (Liver)অবস্থান হৃদপিন্ডের (Heart)কোন পার্শ্বে?
বাম পার্শ্বে
ডান পার্শ্বে
উভয় পার্শ্বে
বাম অথবা ডান পার্শ্বে


(৫) ১৮১৫ সালের ১৮ জুন ওয়াটার লু নামক স্থানে সংগঠিত যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিলেন। ওয়াটার লু বর্তমান কোন দেশে অবস্থিত?
বেলজিয়ামে
বৃটেনে
ফ্রান্সে
হল্যান্ডে


(6) “My mother cooked dinner while I was doing my homework.”–এটি কোন ধরনের বাক্য?
Simple
Complex
Compound
Compound-complex
None of these


(৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?

1  2  3  4  5  6


(৮) 20. Start with a number y, add 7, multiply the result by 3, and then subtract 8. – Write this as an algebraic expression.
3(y + 7 − 8)
3y + 7 − 8
3(y + 7) − 8
y + 21 − 8


(৯) কোন যুগে পশ্চিম বঙ্গ “গৌড়” এবং পূর্ববঙ্গ “বঙ্গ” নামে চিহ্নিত হত?
পাল যুগে
বৈদিক যুগে
পাঠান যুগে
মোগল যুগে


(১০) F is the brother of A; C is the daughter of A; K is the sister of F; G is the brother of C. Who is the uncle of G?
A   F  C   K  G


(১১) বর্তমানে বৌদ্ধ ধর্ম কোন দুটি প্রধান মতবাদে বিভক্ত?
থেরবাদ ও জৈন
হীনযান ও মহাযান
মহাযান ও বজ্রযান
অনির্বাণ


(১২) কোন বক্তব্যটি সঠিক নয়?
সুইডেনে ৯০% বর্জ্য-আবর্জনা প্রক্রিয়াজাত করে পুনর্ব্যবহারোপযোগী করা হয়।
অসাধারণ গণন ক্ষমতার জন্য ভারতীয় লেখিকা শকুন্তলা দেবীকে মানব ক্যালকুলেটর বলা হয়।
গলাব্যথা, রক্তস্বল্পতা, মাইগ্রেনসহ নানা শারীরিক সমস্যায় মধু বিশেষভাবে কার্যকর।
খ্যাতনামা গায়িকা ও অভিনেত্রী ম্যাডোনা কমলা রং মোটেই পছন্দ করেন না, তাই তিনি কখনো কমলা রংয়ের পোশাক পড়ে না।