ফটোগ্রাফি টিউটোরিয়েল

Photography Tutorial

আগের পোস্টগুলোতে ডিজিটাল ক্যামেরার বিভিন্ন পার্টস, বাটন ও ফিচার/ফাংশন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এখন সে ধারণাকে কাজে লাগিয়ে কিভাবে ভালো ছবি তোলা যায় তার কিছু বেসিক কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। ক্যামেরার অটোমুড/সীনমুড দিয়ে বিভিন্ন টেকনিক্যাল সেটিংয়ের সিদ্ধান্ত ক্যামেরার উপর ছেড়ে দেয়া গেলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে যা ফটোগ্রাফারকেই সিদ্ধান্ত নিতে হয়। সঠিক সিদ্ধান্ত নির্ভর করে ফটোগ্রাফারের ধারণা, পছন্দ, রুচি, ফ্যান্টাসি ও অভিজ্ঞতার উপর। যেমন ফটোর কম্পোজ, দূরত্ব, এঙ্গেল, পজিশন, ভিউপয়েন্ট, পোস, ওরিয়েন্টেশন, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি নির্বাচন। তাই সবক্ষেত্রে নিশ্চিতভাবে বলা কঠিন কোনটি সঠিক কোনটি ভুল। এটি একান্তই ফটোগ্রাফারের নিজস্ব সিদ্ধান্ত।

কম্পোজিশন +
এক্সপোজার +
গ্রাফিক্স সফটওয়্যার – ফটো এডিট +
শেষ কথা +

এই সাইটে প্রকাশিত ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফ সম্পর্কিত সবগুলো পোস্টের সংযোগ এখানে দেওয়া হল:

  1. ডিজিটাল ক্যামেরা: বেসিক ফিচার ও ফাংশন
  2. ডিজিটাল ক্যামেরা ম্যানুয়েল
  3. ফটোগ্রাফি টিউটোরিয়েল
  4. ফটোগ্রাফির ১২০ টিপস্

তথ্যসূত্র:
ইন্টারনেট ও পত্রপত্রিকা,
Digital Photography For Dummies,
Digital Camera Techniques by John Kim

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।