ইংরেজি ভাষায় মোট ২৬টি বর্ণ – The English alphabet consists of 26 letters: Uppercase or capital letters (বড় হাতের বর্ণ): A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z; Lowercase or sentence case letters (ছোটো হাতের বর্ণ): a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z.
Vowels & Consonants – স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ
The alphabet has 26 letters and of these there are 5 vowels, with the rest 21 being consonants.
ইংরেজি ২৬টি বর্ণমালার মধ্যে ৫টি স্বরবর্ণ এবং বাকী ২১টি ব্যঞ্জনবর্ণ।
Vowels – স্বরবর্ণ : A E I O U
Consonants – ব্যঞ্জনবর্ণ : B C D F G H J K L M N P Q R S T V W X Y Z
Pronunciation & Phonetic transcriptions উচ্চারণ ও প্রতিবর্ণীকরণ
ইংরেজি ভাষায় বর্ণ ২৬টি হলেও ৪৪টি মূল ধ্বনির ব্যবহার হয়। যদিও সূক্ষ্ম ধ্বনিতাত্ত্বিক বিচারে এদের প্রত্যেকেরই একাধিক সহধ্বনি রয়েছে। ইংরেজি ৪৪টি ধ্বনি আর ২৬টি বর্ণ এক বিষয় নয়। বর্ণ বা Letter লিখন পদ্ধতির অংশ, প্রতীকচিহ্ন মাত্র। ইংরেজি শব্দের বানান অনেক ক্ষেত্রেই উচ্চারণ নির্দেশ করে না। বর্ণ স্বতন্ত্র অবস্থায় যেভাবে উচ্চারণ হয় শব্দের মধ্যে সবসময় সেভাবে নাও হতে পারে। তাই শব্দের উচ্চারণকে সঠিকভাবে ভাষায় লিখে প্রকাশ করার জন্য বিশেষ পদ্ধতি (ধ্বনিলিপি) তথা আই পি এ (International Phonetic Alphabet) চিহ্ন ব্যবহার করা হয়। একেই বলা হয় Phonetic transcriptions বা প্রতিবর্ণীকরণ।
সাধারণত সব ধরনের মানসন্মত ইংরেজি অভিধানে শব্দের পাশাপাশি আন্তর্জাতিক ধ্বনি-চিহ্নের সহায়তায় / / বা [ ] ব্র্যাকেটের মধ্যে শব্দটির উচ্চারণের প্রতিবর্ণীকৃতরূপ দেওয়া থাকে। এতে শব্দের শুদ্ধ উচ্চারণ জানতে সুবিধা হয়। যেমন: love /lʌv/। (বাংলা একাডেমি প্রকাশিত ইংরেজি অভিধানে প্রতিবর্ণীকরণে IPA-র পরিবর্তে বাংলা বর্ণমালা ব্যবহার করা হয়েছে। কারণ আমাদের দেশের বেশোভাগ শিক্ষার্থীর IPA ফনেটিক ট্রান্সক্রিপশন সম্পর্কে তেমন ধারণা নেই!)
প্রতিবর্ণীকরণ বা ফনেটিক ট্রান্সক্রিপশনের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য কয়েকটি উদাহরণ:
Home-এর উচ্চারণ যদি হোম হয় তবে Come-এর উচ্চারণ চোম হওয়ার কথা, put-এর উচ্চারণ পুট হলে sun-এর উচ্চারণ সুন হবে! বাস্তবে কিন্তু তা নয়। যেমন:
Home vs come: HOME /hoʊm/ — COME /kʌm/ Put vs sun: PUT /pʊt/ — SUN /sʌn/
সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দের বানান দিয়ে উচ্চারণের পার্থক্য সব সময় বোঝা যায় না। প্রতিবর্ণীকরণ দেখে তা বোঝা যায়।
প্রসঙ্গত, বর্তমানে অনলাইন বা ডিজিটাল অভিধানে শব্দের উচ্চারণ শোনা যায়। অনলাইনে ইংলিশ অভিধানের কয়েকটি লিঙ্ক:
K = [keɪ] (k-a-n-g-a-r-o-o, k-o-a-l-a, k-a-r-a-t-e)
L = [ɛl] (l-o-w, l-e-v-e-l, l-i-o-n)
M = [ɛm] (m-o-t-h-e-r, m-o-m-e-n-t, m-e-s-s)
N = [ɛn] (n-o, n-i-g-h-t, n-o-o-n)
O = [oʊ] (o-l-d, o-b-j-e-c-t, o-a-t)
P = [piː] (p-e-n-g-u-i-n-e, p-i-a-n-o, p-a-c-k-e-t)
Q = [kjuː] (q-u-i-e-t, Q-u-e-e-n, q-u-o-t-e)
R = [ɑr] (r-e-d, r-i-g-h-t, r-a-b-b-i-t)
S = [ɛs] (s-t-r-o-n-g, s-e-v-e-n, s-i-l-v-e-r)
T = [tiː] (t-e-a, t-h-o-u-s-a-n-d, t-w-o)
U = [juː] (u-s-e, u-n-f-a-i-r, u-n-d-e-r)
V = [viː] (v-a-c-a-t-i-o-n, v-e-r-y, v-a-m-p-i-r-e)
W = [ˈdʌbəl juː] say: double-ju (w-e-s-t, w-o-r-m, w-h-i-t-e)
X = [ɛks] (X-r-a-y, x-y-l-o-p-h-o-n-e, X-m-a-s)
Y = [waɪ] (y-a-r-d, y-e-l-l-o-w, y-e-a-h)
Z = [zɛd] in British English, [ziː] in American English (z-e-r-o, z-e-b-r-a, z-i-l-l-i-o-n)
Syllable & Accent/Stress সিলেবল ও শ্বাসাঘাত বা প্রস্বর
Syllable বলতে মুখের ভাষার ন্যূনতম ছান্দস একক বোঝায়। অর্থাৎ একটি দীর্ঘ শব্দে একাধিক ন্যূনতম ছান্দস বা সিলেবল থাকতে পারে। একাধিক সিলেবলকে অভিধানে সাধারণত শব্দে ‘·’ ও প্রতিবর্ণীকৃতরূপে ‘-‘ চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন: become → be·come \bi-ˈkəm\, international → in·ter·na·tion·al \ˌin-tər-ˈnash-nəl\ ইত্যাদি।
ধ্বনিতত্ত্বের পরিভাষায় শ্বাসাঘাত বা প্রস্বর (Accent বা Stress) বলতে কোনো শব্দে বা শব্দের অংশবিশেষ তথা সিলেবলে স্বাভাবিকভাবে খানিকটা জোর দিয়ে উচ্চারণ করার ঘটনাকে বোঝায়। শ্বাসাঘাতের সময় বক্তার উচ্চারণের শক্তি বা বল বেশি হয়, বহির্গামী বায়ুপ্রবাহের পরিমাণ বৃদ্ধি পায় এবং বাগযন্ত্রের পেশীগুলি টানটান হয়। ধ্বনিগতভাবে পার্শ্ববর্তী সিলেবলগুলির তুলনায় শ্বাসাঘাতবিশিষ্ট সিলেবলের শব্দপ্রাবল্য তুলনামূলকভাবে বেশি হয়। শ্বাসাঘাত পড়া সিলেবলটি উঁচু সুরে এবং সাধারণের চেয়ে দীর্ঘ সময় ধরে উচ্চারিত হতে পারে। এই stress বা শ্বাসাঘাতকে উচ্চারণের প্রতিবর্ণীকৃতরূপে (phonetic transcriptions) শ্বাসাঘাতযুক্ত সিলেবলটির পূর্বে (ˈ) উত্তেলিত তিলকচিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন: become → be·come \bi-ˈkəm\। এখন come-এর পরিবর্তে যদি be-র ওপর শ্বাসাঘাত করা হয় \ˈbi-kəm\উচ্চারণ হবে BECOME (ভুল উচ্চারণ!)।
শ্বাসাঘাতের বিভিন্ন মাত্রা নির্ধারণ করা সম্ভব। সাধারণত প্রাথমিক, গৌণ এবং দুর্বল— এই তিন ধরনের শ্বাসাঘাতকে চিহ্নিত করা হয়। যেমন de·moc·ra·cy শব্দটিতে দ্বিতীয় সিলেবলটিতে শ্বাসাঘাত পড়ে, কিন্তু dem·o·crat·ic শব্দটিতে তৃতীয় সিলেবলে শ্বাসাঘাত পড়ে। যেসব সিলেবলে এই জোর পরিলক্ষিত হয় না, বলা হয় তারা প্রস্বরহীন বা শ্বাসাঘাতহীন (unaccented বা unstressed)। আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালাতে সিলেবলের আগে উপরে একটি উল্লম্ব রেখাংশ (ˈ) বসিয়ে প্রাথমিক শ্বাসাঘাত, এবং আগে নিচে একটি উল্লম্ব রেখাংশ ‘ˌ’ বসিয়ে গৌণ শ্বাসাঘাত বোঝানো হয়। যদি কোনো শব্দে একাধিক সিলেবল থাকে তবে একটি সিলেবলে অবশ্যই শ্বাসাঘাত হবে। অর্থাৎ একটি সিলেবল অন্য সিলেবলের চেয়ে বেশি আওয়াজ, দৈর্ঘ্য ও স্বরোচ্চতা পেয়ে থাকে। যেমন: become \bi-ˈkəm\ । একটি দীর্ঘ শব্দে একাধিক শ্বাসাঘাতযুক্ত সিলেবল থাকতে পারে। যার মধ্যে কোনোটি প্রাথমিক, আবার কোনোটি গৌণ। যেমন: ac·com·mo·da·tion \ə-ˌkä-mə-ˈdā-shən\ – এখানে ৫টি সিলেবল যার মধ্যে da প্রাথমিক শ্বাসাঘাতযুক্ত (primary stress), কারণ এর আগে উত্তেলিত তিলকচিহ্ন (ˈ) রয়েছে। com গৌণ শ্বাসাঘাতযুক্ত (secondary stress), কারণ এর আগে অবধমিত তিলকচিহ্ন ‘ˌ’ রয়েছে।
যদি কোনো শব্দে শুধুমাত্র একটি সিলেবল থাকে তখন অভিধানে কোনো শ্বাসাঘাত চিহ্ন ব্যবহার করা হয় না। যেমন: pen-এর প্রতিবর্ণীকৃতরূপ /ˈpen/র পরিবর্তে /pen/ লেখা হয়।
Vowel Sounds স্বরধ্বনিসমূহ
ইংরেজি স্বরবর্ণ খোলা মুখ দিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় জিহবা, ঠোঁট বা মুখের অন্য কোন অংশ দ্বারা ব্যাহত হয় না। ধ্বনিতাত্ত্বিক বিচারে ইংরেজি ভাষায় ২০টি স্বরধ্বনি রয়েছে। এগুলোর মধ্যে ৮টি দ্বৈতস্বর (diphthongs) অর্থাৎ এরা প্রত্যেকে দুটো স্বরধ্বনির যোগফল। স্বরধ্বনির উদাহরণ নিচে দেওয়া হলো।
Vowels and Diphthongs স্বরধ্বনি ও দ্বৈতস্বর
ইংরেজি স্বরধ্বনিকে আবার দুই ভাগে ভাগ করা হয়: Short (হ্রস্ব) and Long (দীর্ঘ) Vowels. দীর্ঘ স্বরধ্বনি হ্রস্ব স্বরধ্বনি থেকে বেশিক্ষণ উচ্চারিত হয়। শুধু তাই নয় একই স্বরবর্ণের হ্রস্ব ও দীর্ঘ স্বরধ্বনির মধ্যে উচ্চারণেরও পার্থক্য রয়েছে।
Short and Long English Vowels
Short A, pronounced /æ/ as in apple, pan, or mat.
Long A, pronounced /eɪ/ as in ate or mate.
Short E, pronounced /ɛ/ as in elephant, pen, or met.
Long E, pronounced /iː/ as in eat or meat.
Short I, pronounced /ɪ/ as in insect, pin, or mitt.
Long I, pronounced /aɪ/ as in mite or might.
Short O, pronounced /ɒ/ as in octopus, ostrich, upon, or motto.
Long O, pronounced /oʊ/ as in oats, mote or moat.
Short U, pronounced /ʌ/ as in umbrella, pun, or mutt.
Long U, pronounced /juː/ in mute.
Short and Long Vowels Video Lesson
দ্বৈতস্বর দুটো স্বরধ্বনির যোগফল। দ্বিস্বরের ক্ষেত্রে দ্বিতীয় উপাদানটি প্রথমটির তুলনায় অনেক হ্রস্ব হয়ে থাকে। তাই দ্বি-স্বরের দ্বিতীয় উপাদানটি হালকাভাবে উচ্চারণ হবে।
Diphthongs Video Lesson
Minimal pairs – Similar Sounds স্বর ও ব্যঞ্জনধ্বনির উচ্চারণ সদৃশ শব্দ
দুটি শব্দের মধ্যে শুধুমাত্র একটি ধ্বনির পার্থক্য হলে শব্দ দুটিকে Minimal pairs বলে। দুটি শব্দের মধ্যে ধ্বনির পার্থক্য যাচাইয়ের জন্য আক্ষরিক বানানের পরিবর্তে শব্দ দুটির প্রতিবর্ণীকরণ (phonetic transcription) দেখতে হবে। এ ধরনের শব্দগুলোর উচ্চারণ শুনতে অনেক সময় প্রায় একই মনে হয়।
Example:
cat – bat, Pronunciation: /kæt/ – /bæt/ উচ্চারণের পার্থক্য শুধু K ও B.
ride – road, Pronunciation: /raɪd/ – /rəʊd/ উচ্চারণের পার্থক্য শুধু aɪ ও əʊ.
wise ও rice – /waɪz/ – /raɪs/ এর মধ্যে দুটি ধ্বনির পার্থক্য, not a minimal pair!
maid – made, Pronunciation: /meɪd/ – /meɪd/ উচ্চারণের কোনো পার্থক্য নেই, not a minimal pair!
Similar Sounds Video Lesson
Minimal Pairs শব্দসমূহের উল্লেখযোগ্য কিছু উদাহরণ:
Vowel Sounds
Minimal Pairs /ɪ/ and /i:/ (sit – seat)
/ɪ/
–
/i:/
বিট্ /bɪt/ bit
–
beat /bi:t/ বীট্
চিট্ /tʃɪt/ chit
–
cheat /tʃi:t/ চীট্
ফিল্ /fɪl/ fill
–
feel /fi:l/ ফীল্
টিট্ /tɪt/ tit
–
teat /ti:t/ টীট্
মিল্ /mɪl/ mill
–
meal /mi:l/ মীল্
বিচ্ /bɪtʃ/ bitch
–
beach /biːtʃ/ বীচ্
শিপ্ /bɪt/ ship
–
sheep /bi:t/ শীপ্
উইল্ /wɪl/ will
–
weal /wi:l/ উঈল্
Minimal Pairs /e/ and /ɪ/ (desk – disk)
/e/
–
/ɪ/
ডেস্ক্ /desk/ desk
–
disk /dɪsk/ ডিস্ক্
ফেল্ /fel/ fell
–
fill /fɪl/ ফিল্
বেড্ /bed/ bed
–
bid /bɪd/ বিড্
চেক্ /tʃek/ check
–
chick /tʃɪk/ চিক্
Minimal Pairs /e/ and /eɪ/ (wet – wait)
/e/
–
/eɪ/
ওএট্ /wet/ wet
–
wait /weɪt/ ওয়েইট্
বেড্ /bed/ bed
–
bade /beɪd/ ব্যাড্
সেল্ /sel/ sell
–
sale /seɪl/ সেইল্
টেস্ট /test/ test
–
taste /teɪst/ টেইস্ট্
টেল্ /tel/ tell
–
tale /teɪl/ টেইল্
Minimal Pairs /æ/ and /ʌ/ (bat – but)
/æ/
–
/ʌ/
ব্যাট্ /bæt/ bat
–
but /bət/ বাট্
ড্রাঙক্ /dræŋk/ drank
–
drunk /drʌŋk/ ড্রাঙ্ক্
অ্যাঙ্ক্ল্ /ˈæŋkl/ ankle
–
uncle /ˈʌŋkl/ আঙক্ল্
ব্র্যাশ /bræʃ/ brash
–
brush /brʌʃ/ ব্রাশ
র্যাশ্ /ræʃ/ rash
–
rush /rʌʃ/ রাশ্
Minimal Pairs /əʊ/ and /ɔ:/ (so – saw)
/əʊ/
–
/ɔ:/
সৌ /səʊ/ so
–
saw /sɔː/ সো
বৌট /bəʊt/ boat
–
bought /bɔːt/ বো´ট্
লৌ /ləʊ/ low
–
law /lɔː/ লো
Minimal Pairs /ɒ/ and /əʊ/ (not – note)
/ɒ/
–
/əʊ/
নট্ /nɒt/ not
–
note /nəʊt/ নৌট্
গট্ /ɡɒt/ got
–
goat /ɡəʊt/ গৌট্
কপ্ /kɒp/ cop
–
cope /kəʊp/ কৌপ্
Minimal Pairs /æ/ and /e/ (bad – bed)
/æ/
–
/e/
ব্যাড্ /bæd/ bad
–
bed /bed/ বেড্
অ্যান্ড্ /ænd/ and
–
end /end/ এন্ড্
হ্যাড্ /hæd/ had
–
head /hed/ হেড্
ফ্ল্যাশ্ /flæʃ/ flash
–
flesh /fleʃ/ ফ্লেশ্
Minimal Pairs /ɑ:/ and /ɜ:/ (fast – first)
/ɑ:/
–
/ɜ:/
ফা:স্ট্ /fɑːst/ fast
–
first /fɜːst/ ফাস্ট্
হাঃট্ /hɑːt/ heart
–
hurt /hɜːt/ হাট্
বাঃড্ /fɪl/ bard
–
bird /fi:l/ বাড্
Minimal Pairs /əʊ/ and /uː/ (coat – cot)
/əʊ/
–
/uː/
কৌট্ /kəʊt/ coat
–
coot /kuːt/ কুট্
হৌপ্ /həʊp/ hope
–
hoop /huːp/ হূপ্
গ্লৌ /ɡləʊ/ glow
–
glue /ɡluː/ গ্লূ
Consonant Sounds
Minimal Pairs /b/ and /v/ (berry – very)
/b/
–
/v/
বেরি /ˈberi/ berry
–
very /ˈveri/ ভেরি
বেস্ট্ /best/ best
–
vest /vest/ ভেস্ট্
Minimal Pairs /n/ and /ŋ/ (thin – thing)
/n/
–
/ŋ/
থিন্ /θɪn/ thin
–
thing /θɪŋ/ থিঙ্
প্যান্ /pæn/ pan
–
pang /pæŋ/ প্যাঙ্
Minimal Pairs /f/ and /v/ (fan – van)
/f/
–
/v/
ফ্যান্ /fæn/ fan
–
van /væn/ ভ্যান্
সার্ফ্ /sɜːf/ surf
–
serve /sɜːv/ সার্ভ্
Minimal Pairs /f/ and /p/ (fast – past)
/f/
–
/p/
ফাস্ট /fɑːst/ fast
–
past /pɑːst/ পাস্ট
ফূল /fuːl/ fool
–
pool /puːl/ পূল
Minimal Pairs /t/ and /d/ (hat – had)
/t/
–
/d/
ব্যাট্ /bæt/ bat
–
bad /bæd/ ব্যাড্
স্পেন্ট্ /spent/ spent
–
spend /spend/ স্পেন্ড্
American vs. British English – Vowel Sounds স্বরধ্বনির আমেরিকান ও ব্রিটিশ উচ্চারণ
স্বরধ্বনির আমেরিকান ও ব্রিটিশ উচ্চারণের মধ্যে পার্থক্য
Consonant Sounds ব্যঞ্জনধ্বনিসমূহ
ইংরেজি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহবা, ঠোঁট বা মুখের অন্য কোন অংশ দ্বারা ব্যাহত হয়। ইংরেজি ভাষায় ব্যঞ্জন মূলধ্বনির সংখ্যা ২৪।
IPA
examples
listen
IPA
examples
listen
b
bad, lab
r
red, try
d
did, lady
s
sun, miss
f
find, if
ʃ
she, crash
g
give, flag
t
tea, getting
h
how, hello
tʃ
check, church
j
yes, yellow
θ
think, both
k
cat, back
ð
this, mother
l
leg, little
v
voice, five
m
man, lemon
w
wet, window
n
no, ten
z
zoo, lazy
ŋ
sing, finger
ʒ
pleasure, vision
p
pet, map
dʒ
just, large
British vs American English Pronunciation আমেরিকান ও ব্রিটিশ উচ্চারণের মধ্যে পার্থক্য
Silent Letter Words অনুচ্চারিত বর্ণের শব্দসমূহ
ইংরেজি শব্দের মধ্যে বর্ণের অবস্থান ও অন্য বর্ণের সাথে বিন্যাসের ওপর ভিত্তি করে অনেক বর্ণের উচ্চারণ হয় না। ইংরেজিতে প্রায় ৬০ ভাগ শব্দের মধ্যে অনুচ্চারিত বর্ণ রয়েছে। তাই ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণের জন্য অনুচ্চারিত বর্ণ সম্পর্কে ধারণা থাকা জরুরি।
ইংরেজি শব্দের কোন অবস্থানে কোন বর্ণের উচ্চারণ হবে না – এ ধরনের কিছু নিয়মকানুন এখানে দেওয়া হলো। এছাড়া নিয়মের বাইরেও ব্যতিক্রমধর্মী কিছু শব্দ আছে যেখানে এক বা একাধিক বর্ণ অনুচ্চারিত থাকে।
Silent B
Rule 1: The letter B is usually not pronounced after M at the end of a word.
কোনো শব্দের শেষ বর্ণ B এবং তার আগের বর্ণ যদি M হয় তাহলে শেষ বর্ণ B উচ্চারিত হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
comb
কৌম্
চিরুনি
bomb
বম্
বোমা
thumb
থাম্
বৃদ্ধাঙ্গুলি
climb
ক্লাইম্
আরোহণ করা
tomb
টূম্
সমাধি
lamb
ল্যাম্
মেষমাংস
dumb
ডাম্
বোবা
Rule 2: B is usually not pronounced before the letter T. কোনো শব্দে যদি T-এর আগে B থাকে তবে সেই B-এর উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
debt
ডেট্
দেনা
doubt
ডাউট্
সন্দেহ
subtle
সাট্ল্
সুক্ষ্ম
Silent C
Rule 1: The letter C is usually not pronounced in the combination of SC. কোনো শব্দে যদি পাশাপাশি SC থাকে তাহলে C-এর উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
fascinate
ফ্যাসিনেইট্
মুগ্ধ করা
muscle
মাসল্
পেশি
science
সাইনস্
বিজ্ঞান
ascent
অ্যাসেন্ট্
আরোহণ
conscious
কন্∙শাস
সচেতন
Rule 2: C is usually mute before the letters K and Q.
কোনো শব্দে K ও Q-এর পূর্বে C থাকলে সেই C-এর উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
lock
লক্
তালা
block
ব্লক্
কাঠের টুকরা; পাথর
acquit
আ∙কোয়িট্
খালাস দেওয়া
Silent D
The letter D is silent when it appears before the letters N and G. কোনো শব্দে যদি N ও G-এর পূর্বে D থাকে D-এর উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
cadge
ক্যাজ্
ভিক্ষা করা
grudge
গ্রাজ্
অনিচ্ছুক হওয়া
Wednesday
ওএন্জ্ডি
বুধবার
pledge
প্লেজ্
জামানত
Silent E
Rule 1: If the letter E comes at the ends of words, it is generally not pronounced.
শব্দের শেষ বর্ণ E এর উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
fore
ফো(র্)
সন্মুখে
table
টেবল্
টেবিল
write
রাইট্
লেখা
hide
হাইড্
লুকানো
Rule 2: If E occurs before the letter D in the second and third form of the verbs, E may sometimes not to be pronounced.
Bored, fixed, smuggled, begged.
Silent G
The G letter is not pronounced when it comes before N in a word. কোনো শব্দে যদি G-এর পরে N থাকে তখন G-এর উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
design
ডিজাইন্
নকশা
foreign
ফরিন্
বিদেশি
sign
সাইন্
প্রতীকী চিহ্ন
gnash
ন্যাশ্
দাঁত কড়মড় করা
Exceptions – ব্যতিক্রম
magnet
ম্যাগনেট্
চুম্বক
igneous
ইগ্নিয়াস্
আগ্নেয়
cognitive
কগনিটিভ্
মানসিক ক্রিয়া
signature
সিগ্ন্যাচা(র্)
স্বাক্ষর
Silent GH
GH is not pronounced when it comes after a vowel in a word. কোনো শব্দে স্বরবর্ণের পরে GH থাকলে তার উচ্চরণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
high
হাই
উঁচু
light
লাইট্
আলোক, হালকা
thought
থোট্
চিন্তা
through
থ্রূ
এক পাশ থেকে অন্য পাশ
Exceptions – ব্যতিক্রম
cough
কফ্
জোরে কাশা
laugh
লাফ্
শব্দ করে হাসা
draught
টাফ্
শক্তিশালী, দৃঢ়
Silent K
Rule: The letter K is always silent when it precedes the letter N in a word. কোনো শব্দে K-র পরে N থাকলে K-র উচ্চরণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
know
নৌ
জানা, অবগত হওয়া
knock
নক্
আঘাত; টোকা
knight
নাইট্
বীরযোদ্ধা
knife
নাইফ্
ছুরি
knowledge
নলিজ্
জ্ঞান; অবগতি
Silent L
Rule: The letter L is usually not pronounced after the vowels: A, O and U. কোনো শব্দে L-র পূর্বে স্বরবর্ণ A, O ও U থাকলে L-র উচ্চরণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
calf
কা:ফ্
বাছুর
half
হা:ফ্
অর্ধেক
palm
পা:ম্
হাতের তালু
would
য্যুড্
will-র অতীত
folk
ফৌক্
মানুষ; লোক
Silent N
Rule: The letter N is not pronounced when it comes after M at the end of a word. শব্দের শেষের বর্ণ যদি N হয় এবং সেই N-র পূর্বে যদি M থাকে তাহলে শেষের N উচ্চরণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
autumn
ও:টাম্
শরৎকাল
column
কলাম্
স্তম্ভ; খাম
damn
ড্যাম্
মূল্যহীন ঘোষণা করা
solemn
সলম্
আনুষ্ঠানিক
Silent P
Rule 1: The letter P is not pronounced at the he beginning of many words using the combinations PS, PT and PN. শব্দের শুরুতে PS, PT বা PN থাকলে P-র উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
psalm
সা:ম্
স্তুতিগান
pseudo
সিউডৌ
কপট; কৃত্রিম
pneumonia
নিউমোনিয়া
ফুসফুসপ্রদাহ
psephology
সেফলোজি
নির্বাচনতত্ত্ব
psychology
সাইকোলজি
মনোবিদ্যা
pterodactyl
ট্যারোড্যাকটিল্
ডাইনোসার (পাখি)
receipt
রিসীট্
প্রাপ্তি
Rule 2: PH is sometimes pronounced like F. শব্দের মধ্যে P ও H পাশাপাশি থাকলে অনেক সময় এটি F-এর মত উচ্চারিত হয়। যেমন: Sophia, paragraph, elephant, telephone.
Silent S
Rule: The letter S is not pronounced before L in the following words: কোনো শব্দে L-এর পূর্বে S থাকলে Lটির উচ্চারণ উহ্য থাকে।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
aisle
আইল্
সংকীর্ন চলাচল পথ
island
আইল্যান্ড
দ্বীপ
islet
আইলিট্
ক্ষুদ্রদ্বীপ
Silent T
Rule: The letter T is not pronounced in the following common English words: নিম্নলিখিত শব্দগুলোতে T-র উচ্চারণ হয় না।
Rule: The letter U is not pronounced when it comes after G and before a vowel in a word. যদি কোনো শব্দের মধ্যে U-এর পূর্বে G এবং পরে স্বরবর্ণ থাকে তবে সেই U-র উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
guide
গাইড্
পথপ্রদর্শক
guest
গেসট্
অতিথি
guard
গাঃড্
প্রহরা
Silent W
Rule 1: The letter W is not pronounced at the beginning of a word when it is before the letter R. যদি কোনো শব্দের প্রথম বর্ণ W এবং দ্বিতীয় বর্ণ R হয় তবে প্রথম বর্ণ W উচ্চারণ হয় না।
অডিও
শব্দ
উচ্চারণ
অর্থ
write
রাইট্
লেখা
wrong
রং
ভুল; অযৌক্তিক
wrap
রেপ্
কোনো কিছু ঢেকে ফেলা
Rule 2: W is silent in the following words: নিম্নলিখিত শব্দগুলোতে W উচ্চারণ হয় না। who, whose, whole, whom, whole, whoever, answer, sword, two.
বানানের বর্ণকে সঠিকভাবে নির্দেশ করার জন্য বিশেষ করে দুরআলাপনীতে কোন ইংরেজি শব্দের বানান বর্ণনার সময় প্রায় একই উচ্চারণের (ex. P/B S/F T/D) বর্ণের পার্থক্য বোঝাতে International Radiotelephony Spelling Alphabet অনুসরণ করা হয়। যেমন: Prove বানানের জন্য বলা যায় P – Peter, r – Roger, o – Ocean, v – Victor, e – Easy.
NATO phonetic alphabet
A
Alpha
B
Bravo
C
Charlie
D
Delta
E
Echo
F
Foxtrot
G
Golf
H
Hotel
I
India
J
Juliet
K
Kilo
L
Lima
M
Mike
N
November
O
Oscar
P
Papa
Q
Quebec
R
Romeo
S
Sierra
T
Tango
U
Uniform
V
Victor
W
Whiskey
X
X-ray
Y
Yankee
Z
Zulu
Western Union Phonetic Alphabet
A
Adams
B
Boston
C
Chicago
D
Denver
E
Easy
F
Frank
G
George
H
Henry
I
Ida
J
John
K
King
L
Lincoln
M
Mary
N
New York
O
Ocean
P
Peter
Q
Queen
R
Roger
S
Sugar
T
Thomas
U
Union
V
Victor
W
William
X
X-ray
Y
Young
Z
Zero
Common Symbols সাধারণ চিহ্নসমূহ
Symbol
In Word
Symbol
In Word
.
fullstop
,
comma
?
question mark
!
exclamation mark
:
colon
;
semicolon
–
hyphen (dash)
&
ampersand
/
virgule>(forward slash)
\
reversed virgule (backward slash)
@
at
#
hash
£
pound symbol
€
euro symbol
$
dollar symbol
‘
apostrophe
~
tilde
*
asterisk
´
acute accent
`
grave accent
"
quotation
( )
parentheses
[]
left / right square bracket
{}
left / right brace
< >
left / right angle bracket
English Pronunciation Tips ইংরেজি শুদ্ধ উচ্চারণ টিপস
Spoken English – Voice & Accent
8 Tips for British English Pronunciation
How To Speak American English Like a Native Speaker
At a glance এক নজরে
ইংরেজি ২৬টি বর্ণমালার মধ্যে ৫টি স্বরবর্ণ এবং বাকী ২১টি ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ : A E I O U; ব্যঞ্জনবর্ণ : B C D F G H J K L M N P Q R S T V W X Y Z
ইংরেজি ভাষায় বর্ণ ২৬টি হলেও ৪৪টি মূল ধ্বনির ব্যবহার হয়। ধ্বনি আর বর্ণ এক বিষয় নয়। বর্ণ বা Letter লিখন পদ্ধতির অংশ, প্রতীকচিহ্ন মাত্র। শব্দের উচ্চারণকে সঠিকভাবে ভাষায় লিখে প্রকাশ করার জন্য বিশেষ পদ্ধতি (ধ্বনিলিপি) তথা আই পি এ (International Phonetic Alphabet) চিহ্ন ব্যবহার করা হয়। যাকে বলা হয় Phonetic transcriptions বা প্রতিবর্ণীকরণ।
Syllable বলতে মুখের ভাষার ন্যূনতম ছান্দস একক বোঝায়। অর্থাৎ একটি দীর্ঘ শব্দে একাধিক ন্যূনতম ছান্দস বা সিলেবল থাকতে পারে।
ধ্বনিতত্ত্বের পরিভাষায় শ্বাসাঘাত বা প্রস্বর (Accent বা Stress) বলতে কোনো শব্দে বা শব্দের অংশবিশেষ তথা সিলেবলে স্বাভাবিকভাবে খানিকটা জোর দিয়ে উচ্চারণ করার ঘটনাকে বোঝায়। শ্বাসাঘাতের বিভিন্ন মাত্রা নির্ধারণ করা সম্ভব। সাধারণত প্রাথমিক, গৌণ এবং দুর্বল— এই তিন ধরনের শ্বাসাঘাতকে চিহ্নিত করা হয়।
ইংরেজি স্বরবর্ণ খোলা মুখ দিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় জিহবা, ঠোঁট বা মুখের অন্য কোন অংশ দ্বারা ব্যাহত হয় না। ধ্বনিতাত্ত্বিক বিচারে ইংরেজি ভাষায় ২০টি স্বরধ্বনি রয়েছে। এগুলোর মধ্যে ৮টি দ্বৈতস্বর (diphthongs) অর্থাৎ এরা প্রত্যেকে দুটো স্বরধ্বনির যোগফল।
ইংরেজি ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহবা, ঠোঁট বা মুখের অন্য কোন অংশ দ্বারা ব্যাহত হয়। ইংরেজি ভাষায় ব্যঞ্জন মূলধ্বনি ২৪টি।
দুটি শব্দের মধ্যে শুধুমাত্র একটি ধ্বনির পার্থক্য হলে শব্দ দুটিকে Minimal pairs বলে। দুটি শব্দের মধ্যে ধ্বনির পার্থক্য যাচাইয়ের জন্য আক্ষরিক বানানের পরিবর্তে শব্দ দুটির প্রতিবর্ণীকরণ (phonetic transcription) দেখতে হবে। এ ধরনের শব্দগুলোর উচ্চারণ শুনতে অনেক সময় প্রায় একই মনে হয়। Example: cat – bat, Pronunciation: /kæt/ – /bæt/ উচ্চারণের পার্থক্য শুধু K ও B.
Silent letters – অনুচ্চারিত বর্ণ
ইংরেজি শব্দের মধ্যে বর্ণের অবস্থান ও অন্য বর্ণের সাথে বিন্যাসের ওপর ভিত্তি করে অনেক বর্ণের উচ্চারণ হয় না।
কোন শব্দের শেষে যদি B থাকে এবং তার পূর্বের বর্ণটি যদি M হয় তাহলে সে শব্দের শেষের B-এর উচ্চারণ হয় না। যেমন: comb, bomb
কোনো শব্দে যদি T-এর আগে B থাকে তবে সেই B-এর উচ্চারণ হয় না। যেমন: debt, doubt
কোন শব্দে যদি পাশাপাশি SC থাকে তাহলে C-এর উচ্চারণ হয় না। যেমন: muscle, science
কোনো শব্দে K ও Q-এর পূর্বে C থাকলে সেই C-এর উচ্চারণ হয় না। যেমন: lock, block
কোনো শব্দে যদি N ও G-এর পূর্বে D থাকে, D-এর উচ্চারণ হয় না। যেমন: cadge, Wednesday
শব্দের শেষ বর্ণ E এর উচ্চারণ হয় না। যেমনঃ fore, table
কোনো শব্দে যদি G-এর পরে N থাকে তখন সেই G-এর উচ্চারণ হয় না। যেমন: design, foreign
কোনো শব্দে স্বরবর্ণের পরে GH থাকলে তার উচ্চরণ হয় না। যেমন: high, light
কোনো শব্দে K-র পরে N থাকলে K-র উচ্চরণ হয় না। যেমনঃ know, knight
কোনো শব্দে L-র পূর্বে স্বরবর্ণ A, O ও U থাকলে L-র উচ্চরণ হয় না। যেমন: calf, half
কোনো শব্দের শেষের বর্ণ যদি N হয় এবং সেই N-র পূর্বে যদি M থাকে তাহলে শেষের N উচ্চরণ হয় না। যেমন: autumn, column
কোনো শব্দের শুরুতে PS, PT বা PN থাকলে P-র উচ্চারণ হয় না। যেমন: psalm, psychology
কোনো শব্দের মধ্যে P ও H পাশাপাশি থাকলে অনেকসময় এটি F-এর মত উচ্চারিত হয়। যেমন: Sophia, paragraph
L-এর পূর্বে S থাকলে L-র উচ্চারণ উহ্য থাকে। যেমন: aisle, island
যদি কোনো শব্দের প্রথম বর্ণ W এবং দ্বিতীয় বর্ণ R হয় তবে প্রথম বর্ণ W উচ্চারণ হয় না। যেমন: write, wrong
কিছু শব্দে W উচ্চারণ হয় না। যেমন: who, answer
কিছু শব্দে T-র উচ্চারণ হয় না। যেমন: castle, listen
বিশেষ করে দুরআলাপনীতে কোন ইংরেজি শব্দের বানান বর্ণনার সময় প্রায় একই উচ্চারণের (ex. P/B S/F T/D) বর্ণের পার্থক্য বোঝাতে International Radiotelephony Spelling Alphabet অনুসরণ করা হয়। যেমন: Prove বানানের জন্য বলা যায় P as Peter, r as Roger, o as Ocean, v as Victor, e as Easy.
Exercise অনুশীলনী
১।
নিম্নোল্লিখিত কোন শব্দটির এক বা একাধিক consonant উচ্চারিত হয় না?
প্রথম লাইনে কিছু স্বরধ্বনির চিহ্ন দেওয়া আছে এবং দ্বিতীয় লাইনে স্বরবর্ণ নির্দিষ্ট (আন্ডারলাইন) করে কিছু শব্দ দেওয়া হয়েছে। শব্দের আন্ডারলাইন করা স্বরবর্ণের উচ্চারণের সাথে ধ্বনিলিপির সমন্বয় করে সাজান। Example: /ɪ/→pin
প্রথম লাইনে কিছু স্বরধ্বনির চিহ্ন দেওয়া আছে এবং দ্বিতীয় লাইনে স্বরবর্ণ নির্দিষ্ট (আন্ডারলাইন) করে কিছু শব্দ দেওয়া হয়েছে। শব্দের আন্ডারলাইন করা স্বরবর্ণের উচ্চারণের সাথে ধ্বনিলিপির সমন্বয় করে সাজান। Example: /ʌ/→cut
প্রথম লাইনে কিছু দ্বৈত-স্বরধ্বনির (diphthong) চিহ্ন দেওয়া আছে এবং দ্বিতীয় লাইনে স্বরবর্ণ নির্দিষ্ট (আন্ডারলাইন) করে কিছু শব্দ দেওয়া হয়েছে। শব্দের আন্ডারলাইন করা স্বরবর্ণের উচ্চারণের সাথে ধ্বনিলিপির সমন্বয় করে শব্দগুলোকে দ্বৈত-স্বরধ্বনির চিহ্নের সাথে সাজান। Example: /eɪ/→take.
প্রথম লাইনে কিছু ব্যঞ্জনধ্বনির চিহ্ন দেওয়া আছে এবং দ্বিতীয় লাইনে স্বরবর্ণ নির্দিষ্ট (আন্ডারলাইন) করে কিছু শব্দ দেওয়া হয়েছে। শব্দের আন্ডারলাইন করা ব্যঞ্জনবর্ণের উচ্চারণের সাথে ধ্বনিলিপির সমন্বয় করে শব্দগুলোকে সাজান। Example: /p/→ play