ডায়রিয়া হলে খাওয়ার স্যালাইন খাওয়াতে হয়। এ ধরনের স্যালাইনের প্যাকেট যে কোন ঔষধের দোকানে পাওয়া যায়। কোন কারণে স্যালাইনের প্যাকেট পাওয়া না গেলে ঘরেও খাওয়ার স্যালাইন বানানো যায়।
খাওয়ার স্যালাইন (oral rehydration solution) বানাতে হলে প্রয়োজন হবে চিনি, লবণ ও বিশুদ্ধ পানি।
ভালো করে সিদ্ধ করা এক লিটার (প্রায় ৫ কাপ) পানিতে ৬ চা চামচ চিনি ও আধা চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে তৈরি করা যায় লবণ জলের শরবত বা খাওয়ার স্যালাইন।
ডায়রিয়া কী
পায়খানায় শুধু মল ও পানি থাকলে তাকে ডায়রিয়া বা পাতলা পায়খানা এবং পাতলা পায়খানার সাথে রক্ত গেলে তাকে আমাশয় বলে। অধিকাংশ ডায়রিয়ায় ওষুধ প্রয়োজন পড়ে না। শুধু খাবার স্যালাইনেই সারে। ডায়রিয়া হলে শরীর থেকে পানি ও লবণ জাতীয় পদার্থ বেরিয়ে গিয়ে পানি স্বল্পতা দেখা দেয়। ডায়রিয়ার সঙ্গে কখনো কখনো জ্বর, বমি কিংবা পেটের ব্যথাও হতে পারে।
ডায়রিয়ার কারণ
● দূষিত খাবার
● দূষিত পানি
● রোগ জীবানু
● কৃমি
প্যাকেট স্যালাইন বানানো ও খাওয়ার নিয়ম
- পুরো এক প্যাকেট স্যালাইন আধা লিটার পানিতে একবারেই ঢেলে দিতে হবে।
- স্যালাইন পানিতে পুরোপুরি না মিশে যাওয়া পর্যন্ত নাড়তে হবে।
- ২ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রতি বার পায়খানার পর ১০-২০ চা চামচ পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে।
- ২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য প্রতি বার পাতলা পায়খানার পর ২০-৪০ চা চামচ পরিমান স্যালাইন খাওয়াতে হবে বা যতটুকু খেতে চায় সেই পরিমাণ খাওয়াতে হবে।
- প্যাকেট থেকে বানানো স্যালাইন ১২ ঘন্টা পর্যন্ত খাওয়ানো যায়।
সূত্র: ইনফোকোষ, ইন্টারনেট, ইউটিউব