সংখ্যা, সময়, সাপ্তাহিক দিন, তারিখ, মাস, ঋতু ইত্যাদি সম্পর্কিত যাবতীয় Vocabulary (শব্দভান্ডার) বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলা উচ্চারণসহ দেওয়া হলো। ইংরেজিতে সময় প্রকাশের নিয়ম-কানুন, adverb, conjunction এবং preposition-এর সঠিক ব্যবহার, সংখ্যা প্রকাশের অঙ্কবাচক ও অবস্থানসূচক রীতি, তারিখ লেখা ও বলার বৃটিশ ও আমেরিকান পদ্ধতি, শব্দ সংক্ষেপ ইত্যাদি নিয়েও আলোচনা করা হয়েছে। Self-test হিসাবে যোগ করা হয়েছে ইন্টার-অ্যাকটিভ অনুশীলনী। Date, Numbers and Time – Vocabulary Exercises-এর জন্য external link-র তালিকা দেওয়া হলো। আশা করি লেখাটি ইংরেজির নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে।
Vocabulary (English – Bengali) শব্দভান্ডার (ইংরেজি – বাংলা)
সবগুলো ইংরেজি শব্দের বাংলা অর্থ দেখতে সব উত্তর+, লুকাতে সব উত্তর– বাটনে এবং নির্দিষ্ট কোন শব্দের অর্থ দেখতে/লুকাতে পাশের +/– চিহ্নে ক্লিক করুন।
সবগুলো বাংলা শব্দের ইংরেজি দেখতে ‘সব উত্তর+‘, লুকাতে ‘সব উত্তর–‘ বাটনে, নির্দিষ্ট কোন শব্দের ইংরেজি দেখতে/লুকাতে পাশের ‘+/–‘ চিহ্নে এবং অভিধান দেখতে ‘dic‘ ক্লিক করুন।
21 to 100
Note that forty does not have a ‘u’ but four does! Example: 4 = four; 40 = forty; 44 = forty-four
21 twenty- one
22 twenty- two
23 twenty- three
24 twenty- four
25 twenty- five
26 twenty- six
27 twenty- seven
28 twenty- eight
29 twenty- nine
30 thirty
31 thirty- one
32 thirty- two
33 thirty- three
34 thirty- four
35 thirty- five
36 thirty- six
37 thirty- seven
38 thirty- eight
39 thirty- nine
40 forty
41 forty- one
42 forty- two
43 forty- three
44 forty- four
45 forty- five
46 forty- six
47 forty- seven
48 forty- eight
49 forty- nine
50 fifty
51 fifty- one
52 fifty- two
53 fifty- three
54 fifty- four
55 fifty- five
56 fifty- six
57 fifty- seven
58 fifty- eight
59 fifty- nine
60 sixty
61 sixty- one
62 sixty- two
63 sixty- three
64 sixty- four
65 sixty- five
66 sixty- six
67 sixty- seven
68 sixty- eight
69 sixty- nine
70 seventy
71 seventy- one
72 seventy- two
73 seventy- three
74 seventy- four
75 seventy- five
76 seventy- six
77 seventy- seven
78 seventy- eight
79 seventy- nine
80 eighty
81 eighty- one
82 eighty- two
83 eighty- three
84 eighty- four
85 eighty- five
86 eighty- six
87 eighty- seven
88 eighty- eight
89 eighty- nine
90 ninety
91 ninety- one
92 ninety- two
93 ninety- three
94 ninety- four
95 ninety- five
96 ninety- six
97 ninety- seven
98 ninety- eight
99 ninety- nine
100 one hundred
Numbers are usually written in singular.
Three hundred English pound.
Several thousand fans were are the football game. How to use plural:
Hundreds of Dollars
Thousands of Pounds
100 to 999 Write how many hundreds (“one hundred”, “two hundred”, etc), then the rest of the number as above. In UK English use “and“.
US
UK
101
one hundred one
one hundred and one
116
one hundred sixteen
one hundred and sixteen
144
one hundred forty-four
one hundred and forty-four
212
two hundred twelve
two hundred and twelve
271
two hundred seventy-one
two hundred and seventy-one
621
six hundred twenty-one
six hundred and twenty-one
999
nine hundred ninety-nine
nine hundred and ninety-nine
1,000 to 999,999 Write how many thousands (“one thousand”, “two thousand”, etc), then the rest of the number as above.
US
UK
1,101
one thousand, one hundred one
one thousand, one hundred and one
15,016
fifteen thousand, sixteen
fifteen thousand, and sixteen
(No hundreds? Don’t write them!
but the and is still needed in the UK)
112,621
one hundred twelve thousand, six hundred twenty-one
one hundred and twelve thousand, six hundred and twenty-one
999,999
nine hundred ninety-nine thousand, nine hundred ninety-nine
nine hundred and ninety-nine thousand, nine hundred and ninety-nine
Millions and More Write how many millions then the rest of the number like above.
US
UK
1,006,101
one million, six thousand, one hundred one
one million, six thousand, one hundred and one
191,232,891
one hundred ninety-one million, two hundred thirty-two thousand, eight hundred ninety-one
one hundred and ninety-one million, two hundred and thirty-two thousand, eight hundred and ninety-one
999,999,999
nine hundred ninety-nine million, nine hundred ninety-nine thousand, nine hundred ninety-nine
nine hundred and ninety-nine million, nine hundred and ninety-nine thousand, nine hundred and ninety-nine
Use the same method for:
Billion
1,000,000,000
Trillion
1,000,000,000,000
Quadrillion
1,000,000,000,000,000
Quintillion
etc …
Commas
When writing the number put commas every three digits like this: 1,006,101
Cardinal, Ordinal and Nominal Format অঙ্কবাচক, অবস্থানসূচক ও নামসংক্রান্ত রীতি
A cardinal number tells “how many.” Cardinal numbers are also known as “counting numbers,” because they show quantity. Examples: 8 puppies; 14 friends.
সংখ্যা গণনার ক্ষেত্রে দু-ধরনের শব্দ ব্যবহার করা হয়। কোনো কিছুর পরিমাণ প্রকাশের জন্য সংখ্যাবাচক শব্দ (Cardinal), যেমন: 1, one, 2, two ১, এক, ২, দুই ইত্যাদি।
Ordinal numbers tell the order of things in a set—first, second, third, etc. Ordinal numbers do not show quantity. They only show rank or position. Examples: 3rd fastest; 6th in line.
কোনো তালিকায় কোনো কিছুর অবস্থানগত ক্রম প্রকাশের জন্য পূরণবাচক বা অবস্থানসূচক শব্দ (Ordinal) ব্যবহার করা হয়। যেমন: 1st, First, ১ম, প্রথম, 2nd, Second, ২য়, দ্বিতীয়।
A nominal number names something—a telephone number, a player on a team. Nominal numbers do not show quantity or rank. They are used only to identify something. Examples: jersey number 4; zip code 02116.
কোন ব্যক্তি, বস্তু বা স্থানকে সনাক্ত করার জন্য যখন সংখ্যা ব্যবহার হয় তখন এটি নামসংক্রান্ত সংখ্যা। যেমন: টেলিফোন নাম্বার, খেলোয়াড় নাম্বার ইত্যাদি।
ইংরেজি ও বাংলায় তারিখ প্রকাশের ক্ষেত্রেও অবস্থানসূচক সংখ্যার (Ordinal) ব্যবহার হয়। উদাহরণ:
Day/month/year (British Format), 1/3/16 তারিখকে the 1st March 2016;
Month/day/year (American Format), 3/1/16 তারিখকে March 1st 2016.
সাধারণত ইংরেজিতে অবস্থানসূচক সংখ্যা পুরো শব্দের পরিবর্তে সংখ্যার শেষে st, nd, rd বা th যোগ করে সংক্ষেপে লেখা হয়। কিন্তু বলার সময় পুরোটাই বলতে হবে। যেমন 1st-কে পড়তে হবে ‘First’; 15th-কে পড়তে হবে fifteenth; ‘১লা’-কে পড়তে হবে ‘পয়লা’; ‘১৫ই’-কে পড়তে হবে ‘পনেরোই’।
One = 1st = First.
Two = 2nd = Second.
Three = 3rd = Third.
Four = 4th = Fourth.
1 = One = 1st
2 = Two = 2nd
3 = Three = 3rd
ইংরেজিতে ওপরের তিনটি ছাড়া বাকী সংখ্যাগুলোর শেষে -th যোগ হয়। যেমন: Twenty-six (26) = Twenty-sixth or 26th.
বাংলা তারিখ লেখার নিয়ম
বাংলায় তারিখ প্রকাশের অবস্থানসূচক শব্দ পূরণবাচক শব্দ থেকে আলাদা। বাংলায় 1/3/16 তারিখকে ১ মার্চ ২০১৬ লেখা হয়। ১ম, ২য়, ৪র্থ ইত্যাদির পরিবর্তে পয়লা, দোসরা, তেসরা এবং চৌঠা পড়তে হয়।
তারিখ লিখতে হবে অঙ্কে (সংখ্যায়)। যেমন: ১ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি, ৩ মার্চ, ৪ এপ্রিল, ৫ মে, ৬ জুন, ৩১ ডিসেম্বর। অর্থাৎ প্রথমে তারিখ (অঙ্ক/সংখ্যা) এবং পরে মাসের নাম। কিন্তু পড়তে হবে পয়লা (পহেলা) জানুয়ারি, দোসরা ফেব্রুয়ারি, তেসরা মার্চ, চৌঠা এপ্রিল, পাঁচই মে ∙∙∙ একত্রিশে ডিসেম্বর (এক জানুয়ারি, দুই ফেব্রুয়ারি, তিন মার্চ, চার এপ্রিল, পাঁচ মে, ছয় জুন ∙∙∙ একত্রিশ ডিসেম্বর এভাবে পড়া ভুল!)। তবে লেখার সময় ১ থেকে ৪ তারিখ পর্যন্ত পয়লা, দোসরা, তেসরা এবং চৌঠা এভাবেও (অর্থাৎ শব্দ/কথায়) লেখা যেতে পারে। ১লা, ২রা, ৩রা, ৪ঠা লেখা বর্জনীয়। এভাবে লিখলে ভুলভাবে (একলা!, দুইরা!) পড়ার আশঙ্কা থেকে যায়।
ইংরেজি ও বাংলায় ১ থেকে ৩১ পর্যন্ত অবস্থানসূচক সংখ্যার তালিকা (Ordinal) নিম্নে দেওয়া হলো।
Cordinal পরিমাণবাচক
পূরণবাচক লেখা (বলা)
Ordinal Write-Audio-Read
বাংলা তারিখ লেখা (বলা)
১
এক
1
One
১ম (প্রথম)
1st
First
১লা (পয়লা)
২
দুই
2
Two
২য় (দ্বিতীয়)
2nd
Second
২রা (দোসরা)
৩
তিন
3
Three
৩য় (তৃতীয়)
3rd
Third
৩রা (তেশোরা)
৪
চার
4
Four
৪র্থ (চতুর্থ)
4th
Fourth
৪ঠা (চৌঠা)
৫
পাঁচ
5
Five
৫ম (পঞ্চম)
5th
Fifth
৫ই (পাঁচই)
৬
ছয়
6
Six
৬ষ্ঠ (ষষ্ঠ)
6th
Sixth
৬ই (ছউই)
৭
সাত
1
Seven
৭ম (সপ্তম)
7th
Seventh
৭ই (শাতোই)
৮
আট
8
Eight
৮ম (অষ্টম)
8th
Eighth
৮ই ((আটোই)
৯
এক
9
Nine
৯ম (নবম)
9th
Ninth
৯ই (নউই)
১০
দুই
10
Ten
১০ম (দশম)
10th
Tenth
১০ই (দশোই)
১১
এগার
11
Eleven
১১শ (একাদশ)
11th
Eleventh
১১ই (এগারোই)
১২
বারো
12
twelve
১২শ (দ্বাদশ)
12th
Twelfth
১২ই (বারোই)
১৩
তেরো
13
Thirteen
১৩শ (ত্রয়োদশ)
13th
Thirteenth
১৩ই (ত্যারোই)
১৪
চৌদ্দ
14
Fourteen
১৪শ (চতুর্দশ)
14th
Fourteenth
১৪ই (চৌদ্দই)
১৫
পনর
15
Fifteen
১৫শ (পঞ্চদশ)
15th
Fifteenth
১৫ই (পনোরোই)
১৬
ষোল
16
Sixteen
১৬শ (ষোড়শ)
16th
Sixteenth
১৬ই (ষোলোই)
১৭
সতের
17
Seventeen
১৭শ (সপ্তদশ)
17th
Seventeenth
১৭ই (শতেরোই)
১৮
আঠার
18
Eighteen
১৮শ (অষ্টাদশ)
18th
Eighteenth
১৮ই (আঠারোই)
১৯
উনিশ
19
Nineteen
১৯শ (উনবিংশ)
19th
Nineteenth
১৯শে (উনিশে)
২০
বিশ
20
Twenty
২০শ (বিংশ)
20th
Twentieth
২০শে (বিশে)
২১
একুশ
21
Twenty one
২১শ (একবিংশ)
21st
Twenty-first
২১শে (একুশে)
২২
বাইশ
22
Twenty two
২২শ (দ্বাবিংশ)
22nd
Twenty-second
২২শে (বাইশে)
২৩
তেইশ
23
Twenty three
২৩শ (ত্রয়োবিংশ)
23rd
Twenty-third
২৩শে (তেইশে)
২৪
চব্বিশ
24
Twenty four
২৪শ (চতুর্বিংশ)
24th
Twenty-fourth
২৪শে (চোব্বিশে)
২৫
পঁচিশ
25
Twenty five
২৫শ (পঞ্চবিংশ)
25th
Twenty-fifth
২৫শে (পোঁচিশে)
২৬
ছাব্বিশ
26
Twenty six
২৬শ (ষড়বিংশ)
26th
Twenty-sixth
২৬শে (ছাব্বিশে)
২৭
সাতাশ
27
Twenty seven
২৭শ (সপ্তবিংশ)
27th
Twenty-seventh
২৭শে (সাতাশে)
২৮
আটাশ
28
Twenty eight
২৮শ (অষ্ঠাবিংশ)
28th
Twenty-eighth
২৮শে (আটাশে)
২৯
ঊনত্রিশ
29
Twenty nine
২৯শ (উনত্রিংশ)
29th
Twenty-ninth
২৯শে (উনোত্রিশে)
৩০
ত্রিশ
30
Thirty
৩০শ (ত্রিংশ)
30th
Thirtieth
৩০শে (তিরিশে)
৩১
একত্রিশ
31
Thirty one
৩১শ (একত্রিংশ)
31st
Thirty-first
৩১শে (একোত্রিশে)
৩২
বত্রিশ
32
Thirty-second
৩২শ (দ্বাত্রিংশ)
32nd
Twenty-second
৩২শে (বোতত্রিশে)
Fractions
Use the ordinal number for the denominator:
1/3 → one third
2 3/5 → two and three fifths
Exceptions:
1/2 → one half
1/4 → one quarter
Decimals
Use the cardinal number for decimals:
3.8 → three point eight
4.25 → four point two five
Roman numbers
Roman numbers are seldom used. They are used for the names of kings and queens. Use the ordinal number:
Elisabeth II → Elisabeth the Second
Louis XIV → Louis the Fourteenth
Word/Abbreviation শব্দ/শব্দসংক্ষেপ
ঘড়ির সময়কে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় : 12 hours এবং 24 hours. দিনের ২৪ ঘন্টাকে প্রতি ভাগে ১২ ঘন্টা করে দু-ভাগে ভাগ করা হয়। প্রথম অংশ মধ্যরাত থেকে মধ্যদুপুর (AM), দ্বিতীয় অংশ মধ্যদুপুর থেকে মধ্যরাত (PM)। 24 hours পদ্ধতিতে পুরো দিনকে ২৪ ঘন্টায় প্রকাশ করা হয়। যেমন: বিকাল ৫টাকে অর্থাৎ 5 p.m. কে লেখা হবে 17:00 , অর্থাৎ ১৭ ঘন্টা শূন্য মিনিট। সাধারণত রেলওয়ে, বিমানে এভাবে সময় লেখা হয়।
AM: Ante meridiem: Before noon – দুপুরের আগে; দিনের প্রথমার্ধ Between midnight (0:00) & noon (12:00) -মধ্যরাত থেকে দুপুর ১২টা পর্যন্ত। (AM, am, a.m. or A.M.)
PM: Post meridiem: After noon – দুপুরের পরে; দিনের দ্বিতীয়ার্ধ Between noon (12:00) & midnight (0:00) – দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত। (PM, pm, p.m. or P.M.)
12 pm or Noon / 12 am or midnight?
12 pm ও 12 am কিছুটা অস্বচ্ছ! যেহেতু ঠিক সেই মুহুর্তে সময় pm বা am কোনোটাতেই পড়ে না। তাই এ দুটির পরিবর্তে noon (দুপর) ও midnight (মধ্যরাত) বলা হয়।
Word/Abbreviation Relating To The Specific Time বিশেষ সময় প্রকাশে কিছু শব্দ/শব্দসংক্ষেপ
Early Morning (খুব সকালে): is from about 2 hours before the sun raises to about 0600/6:00AM. সূর্য্য উঠার দুই ঘন্টা আগে থেকে শুরু করে ভোর ছয়টা পর্ক্যন্ত সময়।
Noon (দুপুর): 1200/12:00PM – দিনের ১২টা
Afternoon (বিকেল/অপরাহ্ন): is from 12:00 till about 17:00. দুপুর ১২টা থেকে ৫টা।
Dusk (সন্ধ্যার প্রাক্কাল; গোধূলি): around the time when the sun goes down. / সূর্য্যাস্তের সময়
Evening (সন্ধ্যাকাল): is from 17:00 till about 23:00/11:00PM. বিকাল ৫টা থেকে ১১টা।
Night (রাত; রাত্রি): is from 23:00/11:00PM till sunrises. বিকাল ১১টা থেকে সূর্য্যোদয় পর্যন্ত।
AD: Anno Domini. (Latin) – খ্রিষ্টাব্দ 1060 AD – ১০৬০ খ্রিষ্টাব্দ (যীশুর জন্মের ১০৬০ বৎসর পর)
BC: Before Christ) – খ্রিষ্টপূর্বাব্দ 1060 BC – ১০৬০ খ্রিষ্টপূর্বাব্দ (যীশুর জন্মের ১০৬০ বৎসর পূর্বে)
Prepositions of Time সময় ও প্রসর্গ
ইংরেজিতে নির্দিষ্ট নিয়ম অনুসারে সময়, তারিখ, বৎসর ইত্যাদির আগে Prepositions (প্রসর্গ) বসে। শুদ্ধ ইংরেজি চর্চা করতে এইসব নিয়মকানুন জানা জরুরি।
on / in / at
months/মাস, seasons/ঋতু, years/বছর, decades/শতক, centuries/শতাব্দী -এর পূর্বে in বসে।
In the 18th century
In the 1960s
In 2001
In the summer
In October
date/তারিখ, day/বার -এর পূর্বে on বসে।
On Friday
On March 15th.
On my birthday
On the weekend
time/সময়-এর পূর্বে at বসে।
At 3:30.
At noon.
At quarter past four.
morning/প্রভাত, afternoon/বিকেল, evening/সন্ধ্যাকাল এর পূর্বে in বসে।, night/রাত-এর পূর্বে at বসে।
In the morning
In the afternoon
In the evening
At night
যখন সময়ের আগে last, next, every ইত্যাদি ব্যবহার হয় তখন at, in, on কোনোটাই বসে না।
I went to London last June. (not in last June)
He’s coming back next Tuesday. (not on next Tuesday)
I go home every Easter. (not at every Easter)
We’ll call you this evening. (not in this evening)
after / later
বাক্যাংশের আগে after ব্যবহৃত হবে এবং বাক্য বা বাক্যাংশের পরে later ব্যবহৃত হবে।
I’ll call you later.
I’ll call you afterI get home from work.
First he bought a new car. Two weeks later, he bought a new motorcycle.
He bought a new motorcycle two weeks after he bought a car.
ভবিষ্যতের কোন কোনো অনির্দিষ্ট সময় বুঝাতে ‘later+time period’ ব্যবহৃত হবে।
I’ll finish the project later this week.
We’ll go on vacation later this year.
কোনো বাক্য কখনো after দিয়ে শেষ হয় না, বিকল্প হিসাবে afterward ব্যবহৃত হবে।
“Did you go straight home after the baseball game?”
“No, we went out for drinks after.”
“No, we went out for drinks afterwards.“
ago / before
সাম্প্রতিক সময়কে সূত্র ধরে অতীতের কোনো কথা বলতে ago ব্যবহৃত হবে। অতীতের কোনো সময়কে সূত্র ধরে অতীত কালের কোনো কথা বলতে before ব্যবহৃত হবে।
by (before) / until
কোনো বিশেষ ঘটনা বা কাজ ভবিষ্যতে সুনির্দিষ্ট কোনো সময়ের আগে ঘটবে বা হবে বোঝালে by/before ব্যবহৃত হয়। চলমান কোনো ঘটনা বা কাজ যা ভবিষ্যতেও চলতে থাকবে এবং তারপর ভবিষ্যতের কোনো সুনির্দিষ্ট সময়ে থেমে বা বন্ধ হয়ে যাবে বুঝালে until ব্যবহৃত হয়।
Please send me the information by/before Monday.
He’s staying in London until the 30th.
in / within
একটি নির্দিষ্ট সময়ের শেষ মুহুর্তে বুঝালে in ব্যবহৃত হয়।
He will come in a week. (সপ্তাহের শেষ মুহুর্তে)
একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝালে within ব্যবহৃত হয়।
He will come within a week. (সপ্তাহের মধ্যে যে কোনো সময়ে)
during / while
একই সময়ে দুটি ঘটনা ঘটেছে বুঝাতে during এবং while ব্যবহৃত হয়।
Use during + noun.
She cried during the movie.
Use while + subject + verb, or while + gerund.
She cried while she was watching the movie.
She cried while watching the movie.
from… to / till / until
একটি নির্দিষ্ট সময়ের শুরু ও শেষ বুঝাতে from + to / till / until ব্যবহৃত হয়।
The museum is open from 8 AM to 4 PM.
Jack will be on vacation from tomorrow until next Friday.
I studied English from 2001 till 2004.
past / to
ঘন্টা ও মিনিটের মধ্যে সম্পর্ক বুঝাতে past / to ব্যবহৃত হয়।
3:50 = Ten to four
6:15 = Quarter past six
for / since
কোনো নির্দিষ্ট মুহুর্ত থেকে (ঘন্টা, তারিখ, মাস, সাল ইত্যাদি) কোনো কাজ শুরু হয়, হবে ইত্যাদি বুঝাতে since ব্যবহৃত হয়। কিন্তু কোনো নির্দিষ্ট মুহুর্ত না বুঝিয়ে যদি সময়ের মোট পরিমাণ বুঝায় তাহলে for ব্যবহৃত হয়।
I’ve been waiting for three hours. I’ve been waiting since ten o’clock.
We’ve lived here for four years.
We’ve lived here since 2008.
She’s been working there for six months.
She’s been working there since she graduated from college.
as soon as / as long as
অন্য কোনো ঘটনার তাৎক্ষণিক পরে বুঝালে as soon as ব্যবহৃত হয়।
We’ll call you as soon as we arrive.
(if we arrive at 8:00, we’ll call you at 8:05)
একটি সময়কাল বুঝালে বা শর্ত সাপেক্ষে একটি সময়কাল ব্যাপী বুঝালে As long as ব্যবহৃত হয়।
I stayed awake for as long as I could. (period of time)
I’ll take the job as long as I have the freedom to work from home a few days a week. (condition)
A full list of prepositions of time
Writing Time সময় লেখা
Writing Dates in British English
বৃটিশ ইংরেজিতে প্রথমে দিন, তারপরে মাস এবং সবশেষে বৎসর উল্লেখ করা হয় (date/month/year)। যেমন ১৩ এপ্রিলকে নিম্নলিখিত যে কোনো ভাবে লিখা যায়:
13 April
13 April 2014
13th April 2014
the 13th of April 2014
the 13th of April, 2014,
In the later examples, the and of are optional, but if you do use them you must add both the and of; it would be incorrect to say only 13th or April or the 13th April.
In British English, commas are not necessary (although can be used to separate month an year, as a matter of style).
If you wish to add the name of the day, it should come before the date, and should either be separated by a comma or joined by the and of
Sunday, 13 April 2014
Sunday the 13th of April, 2014
Abbreviated Dates In British English
Basic rule: day–month–year
13/04/14, 13.04.14, 13-04-14
13/04/2014, 13.04.2014, 13-04-2014
13Apr2014, 13-Apr-14
Writing Dates in American English
আমেরিকান ইংরেজিতে প্রথমে মাস, তারপরে দিন এবং সবশেষে বৎসর উল্লেখ করা হয় (month/date/year)। যেমন ১৩ এপ্রিলকে নিম্নলিখিত যে কোনো ভাবে লিখা যায়:
April 13
April 13, 2014
Sunday, April 13, 2014
আমেরিকান ইংরেজিতে অর্ডিনাল ফরমাটে (-st, nd, rd, th) তারিখ কদাচিৎ লেখা হয়। April the 13thor April 13thare not incorrect, but are much less common now.
Abbreviated Dates In American English
Basic rule: month–day–year
04/13/14, 04.13.14, 04-13-14
04/13/2014, 04.13.2014, 04-13-2014
Apr. 13, 2014
How to write and say years
সাধারণত বৎসরকে দুইভাগে ভাগ করে বলা হয়। 1985 is split up in 19 and 85. (You say: nineteen eighty-five).
২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুইভাগে ভাগ করে বলা হয় না।
2000 = two thousand
2001 = two thousand (and) one
The word and is often left out. From 2010 on the year is split up again.
২০১০ থেকে আবার দুইভাগে ভাগ করে বলা হয়। 2010 is split up in 20 and 10. (You say: twenty ten). write – say
1900 – nineteen hundred
1901 – nineteen hundred (and) one or nineteen oh-one
1995 – nineteen ninety-five
2000 – two thousand twenty hundred
2002 – two thousand (and) two or twenty oh-two
2010 – two thousand (and) ten or twenty ten
Which style to choose?
Choosing which style you write the date in depends on how formal you wish the document to be, and how much space you have. However, there are only two things that are really important, whichever style you choose:
Write the date in the correct format for that style
Be consistent
Do not use different styles within the same document, unless you have a good reason to.
If you write 4/8/2011, it is the 4th August 2011 in Britain, but it is April 8th, 2011 in the USA.
Telling Time সময় বলা
There are two common ways of telling the time. ঘড়ির সময় বলার সাধারণ নিয়ম দুটি।
1) Say the hour first and then the minutes. (Hour + Minutes)
6:25 – It’s six twenty-five. (৬টা ২৫)
8:05 – It’s eight O-five (the O is said like the letter O)
9:11 – It’s nine eleven. (৯টা ১১)
2) (Minutes + PAST / TO + Hour)
For minutes 1-30 we use PAST after the minutes.
For minutes 31-59 we use TO after the minutes.
11:20 – It’s twenty past eleven ১১টা ২০
2:35 – It’s twenty-five to three ৩টা বাজতে ২৫ মিনিট বাকী
When it is 15 minutes past the hour we normally say: (a) quarter past
7:15 – It’s (a) quarter past seven
When it is 15 minutes before the hour we normally say: a quarter to
12:45 – It’s (a) quarter to one
When it is 30 minutes past the hour we normally say: half past
3:30 – It’s half past three (but we can also say three-thirty)
O'clock
We use o'clock when there are NO minutes.
10:00 – It’s ten o'clock
5:00 – It’s five o'clock
1:00 – It’s one o'clock
Sometimes it is written as 9 o'clock (the number + o'clock)
12:00
For 12:00 there are four expressions in English.
twelve o'clock
midday = noon
midnight
Asking for the Time সময় জিজ্ঞাসা
The common question forms we use to ask for the time right now are:
What time is it?
What is the time?
A more polite way to ask for the time, especially from a stranger is:
Could you tell me the time please?
The common question forms we use to ask at what time a specific event will happen are:
What time…?
When…?
What time does the flight to New York leave?
When does the bus arrive from London?
When does the concert begin?
Giving the Time সময় জিজ্ঞাসার উত্তর
We use It is or It's to respond to the questions that ask
for the time right now.
It is half past five (5:30).
It's ten to twelve (11:50)
We use the structure AT + time when giving the time of a specific event.
The bus arrives at midday (12:00).
The flight leaves at a quarter to two (1:45).
The concert begins at ten o'clock. (10:00)
We can also use subject pronouns in these responses.
It arrives at midday (12:00).
It leaves at a quarter to two (1:45).
It begins at ten o'clock. (10:00)
AM vs. PM পূর্বাহ্ন ও অপরাহ্ন
We don't normally use the 24-hour clock in English.
We use a.m. (am) for the morning and p.m. (pm) for the
afternoon and night.
3am = Three o'clock in the morning.
3pm = Three o'clock in the afternoon.
Exercise অনুশীলনী
Prepositions of Time – Exercise 1
নিম্নলিখিত ৩০টি প্রশ্নে সঠিক উত্তরটি খালি বক্সে লিখে উত্তর চেক করুন।
A. 12/2/1914, B. 1/5/1968
C. 2/23/2005 D. 3/21/2000
A. December second, nineteen fourteen B. January fifth, nineteen sixty-eight C. February twenty-third, two thousand and five D. March twenty-first, two thousand
Which is the correct reading for 01/01/99 in British English?
A. the first January twenty fifteen B. first of January twenty fifteen
C. January the first of two thousand fifteen D. the first of January two thousand fifteen
good