জানা-অজানা

Saturday, 21st December, 2024

Red Junglefowl
বন মোরগ বা বন মুরগি

ইংরেজি নামঃ Red Junglefowl
বৈজ্ঞানিক নামঃ Gallus Gallus, (Linnaeus, 1758)
বাংলাদেশের স্থানীয় বাসিন্দা বন মোরগ/মুরগি, বনে থাকে। বন মোরগ দেখতে দেশীয় মোরগের মতো হলেও আকারে ছোট ও ওজনে অনেক কম। এটি এক গাছ থেকে অন্য গাছে, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উড়ে বেড়ায়। দেখতে দেশীয় মোরগের মতো হলেও আকারে ছোট ও ওজনে অনেক কম। সুন্দরবনে সবচেয়ে বেশি, শালবনে প্রায় শেষ, চিরসবুজ বনে কিছু দেখা যায়; ধরে নেয়া হয় পৃথিবীর সব মোরগ-মুরগি আবির্ভূত হয়েছে এই প্রজাতির কিছু কিছু নমুনার গৃহপালনের মাধ্যমে, তাতে লেগেছে প্রায় আড়াই হাজার বছর।

বন মোরগ খুব সুন্দর ঝালরাবৃত লালছে, সোনালি ও কালো পালক জড়িত পিঠ ও ডানা; কপোল থেকে পালকহীন মাংসল মণি বা কোম্ব, ঠোঁটের নিচে ও কানের সামনে থেকে বের হয় দুটি লাল লতিকা বা পর্দা। পালকহীন চোখের চারদিকে লালচে চামড়া; নিচের দিক কালচে; প্রলম্বিত লেজের পালক নিচ দিকে বাঁকানো। বন মুরগি সোনালি আভাযুক্ত বাদামি তার সাথে সামান্য গাঢ় দাগ, মণি, লতিকা এবং চোখের কোল তেমন দর্শনীয় নয়। অনেক ছোট ও লেজে বাহারি পালক নেই। দৈর্ঘ্য ৬৫-৭৫ সে. মি., মোরগ ৪২-৪৬ সে. মি. বন মোরগের রঙ লাল আর বন মুরগীর রঙ হালকা লাল। বন মুরগী ১০-১২টি ডিম পাড়ে। শিকারীরা পোষা মোরগকে নিয়ে বন মোরগের কাছাকাছি নিয়ে বেঁধে রাখেন। পোষা মোরগ ডাক দিলে বন মোরগ মারতে আসে। মারামারির এক পর্যায়ে শিকারী দৌঁড়ে গিয়ে বন মোরগটিকে ধরে ফেলে। একসময় প্রায় সব ধরনের বন-জঙ্গলেই এদের দেখা যেত। কিন্তু ব্যাপক শিকারের কারণে আশঙ্কাজনকভাবে এরা কমে গেছে। আদিবাসীদের কারণে পাহাড়ি বনেও এরা প্রায় বিলুপ্তির পথে।


বাণী

জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই।
পবিত্র গীতা
সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মাথায় মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।
কলটন


QUOTES

I am very interested and fascinated how everyone loves each other, but no one really likes each other.
Stephen Chbosky
But I know, somehow, that only when it is dark enough can you see the stars.
Martin Luther King, Jr.


বাংলা

অংহ বিশেষ্য
১ পাপ; অধর্ম; ২ অধঃপতন।
সমার্থক শব্দাবলি: অংহ, অক, পাপ।
ইংরেজি: sin, sinning।

উদাহরণ:
১। অংহেতে অঙ্কিত অঙ্গ।


ENGLISH

abolish [আবলিশ্] verb transitive
(যুদ্ধ, দাসপ্রথা, প্রাচীনপ্রথা) লোপ করা; উচ্ছেদ করা। abolition [অ্যাবালিশ্‌ন্] (noun) [Uncountable noun] বিলোপসাধন; বিশেষত ১৮ ও ১৯ শতকে যুক্তরাষ্ট্রে দাসপ্রথার উচ্ছেদ। abolitionist [অ্যাবালিশানিস্‌ট্‌] noun (বিশেষত) নিগ্রো দাসপ্রথা বিলোপের পক্ষপাতী।
Example:
1. At the beginning of this year the global quota system for textiles was abolished.
2. The movements to abolish the trade and emancipate the slaves gathered momentum.
 
Act of God idioms
নিয়ন্ত্রণের অতীত প্রাকৃতিক শক্তিনিচয়ের পরিণামস্বরূপ কোনো কিছু (যেমন ঝড়, বন্যা, ভূমিকম্প); দৈবদুর্বিপাক।
an occurrence of out of control natural forces in action
Example:
1. No matter how strong you are but you can’t stop the acts of God.
2. Jack is an evil man now only an act of God can change him.


বিচিত্র তথ্য

হরিণের কোনো পিত্তাশয় (গল ব্লাডার) নেই।


তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত