
আইফেল টাওয়ার
আইফেল টাওয়ার (ফরাসি: La Tour Eiffel লা তুর্ ইফেল্) প্যারিস শহরে অবস্থিত সুউচ্চ একটি লৌহ কাঠামো যা ফ্রান্সের সর্বাধিক পরিচিত প্রতীক। গুস্তাভো আইফেল নির্মিত ৩২০ মিটার তথা ১০৫০ ফুট উচ্চতার এই টাওয়ারটি ছিল ১৮৮৯ খ্রিস্টাব্দ থেকে পরবর্তী ৪০ বছর যাবৎ পৃথিবীর উচ্চতম টাওয়ার। গুস্তাভো ইফেল রেলের জন্য সেতুর নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। ১৮,০৩৮ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোট-বড় কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল। ৩০০ শ্রমিক এই নির্মাণ যজ্ঞে অংশ নিয়েছিল। আইফেল টাওয়ার (ল্য ট্যূর আইফেল) বিশ্বের সবচেয়ে এক অন্যতম দৃষ্টান্তমূলক পরিকাঠামো। স্থানীয় ও বিদেশি মিলে বার্ষিক প্রায় সত্তর লক্ষ পর্যটক আইফেল টাওয়ার পরিদর্শন করতে আসে। ইঞ্জিনীয়ার (প্রাকৌশলিক) গাসটেভ্ আইফেল-এর নামানুসারে এটির নামকরণ করা হয়, যাঁর প্রতিষ্ঠান এই টাওয়ারটির পরিকল্পনা ও নির্মাণ করেছিলেন। তিনি অন্য আরেকটি জনপ্রিয় স্মৃতিস্তম্ভের পরিকাঠামোর পরিকল্পনা বা ডিজাইন্ তৈরি করেছিলেন, যেটি হল – দ্য স্ট্যাচু অফ লিবার্টি। প্যারিস শহরকে আকাশ থেকে পাখির চোখে অবলোকনের জন্য দর্শকেরা সিঁড়ি বেয়ে বা লিফটের সাহায্যে টাওয়ারটির পর্যবেক্ষণ মঞ্চ উঠেন। টাওয়ারটির ভিতরে অবস্থিত দুটি রেস্তোঁরা হল লে 58 ট্যূর আইফেল এবং লে জুলে ভার্ন। আইফেল টাওয়ার একটি বিশ্ববিখ্যাত ল্যান্ডমার্ক, যেটি প্যারিসের প্রায় সমগ্র জায়গা থেকে দেখা যেতে পারে। টাওয়ারটির একেবারে শীর্ষে ওঠার জন্য প্রায় 1,665-টি ধাপ রয়েছে। অন্যথায়, শীর্ষে ওঠার জন্য, টাওয়ারটির মধ্যে স্হাপিত লিফট বা এলিভেটারও ব্যবহার করা যেতে পারে।
একজন সৎলোকই অন্য একজনকে সৎলোক হিসেবে গড়ে তুলতে পারে।
– মেনেন্ডার
সবচে’ জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।
– জে এবট
I would rather walk with a friend in the dark, than alone in the light.
― Helen Keller
As a child my family’s menu consisted of two choices: take it or leave it.
― Buddy Hackett
অগম্য বিশেষণ
যে নারী যৌনসম্ভোগের পক্ষে অবৈধ, যে নারীকে সম্ভোগ করা শাস্ত্রবিরুদ্ধ। [সং. ন+গম্যা]। ~গমন বি. অগম্যা নারীকে সম্ভোগ। ~গামী (-মিন্) বি. বিণ. অগম্যা নারীর সঙ্গে সংগমকারী।
উদাহরণ:
১। নায়ক শুনিয়া সব কহে রাম রাম। অগম্যা গমন করে বিধি যারে বাম।
abominable [আবমিনাব্ল্] adjevtive
১ জঘন্য; ঘৃণ্য; ন্যক্কারজনক।
২ (কথ্য) অপ্রীতিকর; খারাপ; বিশ্রী: in abominable conditions; For God’s sake, stop these abominable things.
abominable snowman ইয়েতি বা হিমালয়ের তুষারমানব।
abominably [আবমিনাব্লি] (adverb) জঘন্যভাবে।
abominate Bengali definition [আবমিনেইট্] (verb transitive)
Example:
1. what an abominable mess!
2. This was a horrifying and abominable thing to do.
being vs. been common mistakes
The word been is the past participle form of be. It is used after have.
Example:
1. I have been to Australia.
2. The postman has already been.
The word being is the present participle form of the verb be. It is not used after have. As a rule, being is used after a form of be (is, am, are, was, were).
Example:
1. He is being sick. (NOT He has being sick.)
2. I was being careful.
1.1 million people died during the four and a half years of Auschwitz’s existence.
তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত