বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা। বিদ্যা ও বুদ্ধি দুটিই যাচাইয়ের জন্য ৩০টি প্রশ্ন দেওয়া হল। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হবে বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান। সরাসরি কোন প্রশ্নের উত্তর দেখার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত উত্তর/সমাধান বের করা যায় কিনা। এতে সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ হবে।
১। | প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে? | |
উত্তর+ | ||
২। | নিম্নের সংখ্যাগুলি দিয়ে মোট কয়টি পাঁচ অঙ্কের জোড়া সংখ্যা বানানো সম্ভব? ২, ৩, ৪, ৫, ৬ |
|
A. ১২০ B. ১১৬ C. ১৪৪ D. ৭২ |
||
উত্তর+ | ||
৩। | ভারত যদি হয় পদ্ম, তবে ইরান হবে ___। | |
A. শাপলা B. গোলাপ C. ডালিয়া D. ক্যামেলিয়া |
||
উত্তর+ | ||
৪। | যে খাদ্যে সমস্ত খাদ্য উপাদান উপযুক্ত পরিমাণে উপস্থিত থাকে তাকে কী বলে? | |
A. সুষম খাদ্য B. সুস্বাদু খাদ্য C. আদর্শ খাদ্য D. পুষ্টিকর খাদ্য |
||
উত্তর+ | ||
৫। | নিম্নের কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন? | |
উত্তর+ | ||
৬। | বায়ুমন্ডলের চাপ নির্ণয়ক যন্ত্রকে বলে | |
A. হাইগ্রোমিটার B. ওডোমিটার C. রেডিওমিটার D. ব্যারোমিটার |
||
উত্তর+ | ||
৭। | What is the meaning of GIGA? | |
A. 106 B. 107 C. 108 D. 109 |
||
উত্তর+ | ||
৮। | হারানো সংখ্যা দুটি কী কী? | |
উত্তর+ | ||
৯। | জর্জ ইলিয়ট একজন বিখ্যাত ……….. | |
A. ঔপন্যাসিক B. দার্শনিক C. নাট্যকার D. কবি |
||
উত্তর+ | ||
১০। | যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী? | |
A. জজ ওয়াশিংটন B. থমাস জেফারসন C. আব্রাহাম লিংকন D. জেমস গারফিল্ড |
||
উত্তর+ | ||
১১। | Country : Enclave :: Book : ? | |
A. Chapter B. Volume C. Bet D. Treatise |
||
উত্তর+ | ||
১২। | আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কী হয়? | |
A. খালা B. ফুফু C. ভাগ্নী D. বোন |
||
উত্তর+ | ||
১৩। | What time should replace the question mark? | |
উত্তর+ | ||
১৪। | What are the three primary colors? | |
A. Yellow, blue, red B. Orange, red, green C. Yellow, orange, blue D. Grey, black, white |
||
উত্তর+ | ||
১৫। | He is out of luck –এর অর্থ কী? | |
A. সে ভাগ্য থেকে দূরে। B. সে ভাগ্যহীন। C. তার পোড়া কপাল। D.তার অবস্থান ভাগ্যের বাহিরে। |
||
উত্তর+ | ||
১৬। | The answers to the problems are _____ page 227. | |
A. at B. in C. to D. on |
||
উত্তর+ | ||
১৭। | Which sentence is correct? | |
A. She’s married with a dentist. B. Every student like the teacher. C. I look forward to meet you. D. I like very much ice cream. |
||
উত্তর+ | ||
১৮। | সিল্কের সাথে রাজশাহীর যেরূপ সম্পর্ক, তেমনি জামদানীর সাথে সম্পর্ক – | |
A. বরিশালের B. নোয়াখালীর C. ময়মনসিংহের D. ঢাকার |
||
উত্তর+ | ||
১৯। | ‘গরল’-এর বিপরীথার্তক শব্দ কোনটি? | |
A. তরল B. সরল C. অমৃত D. বিষ |
||
উত্তর+ | ||
২০। | একটি ৫০০ মিটার লম্বা মালবাহী ট্রেনের গতি ঘন্টায় ৬০ কিলোমিটার হলে ৫০০ মিটার লম্বা একটি সেতু পাড়ি দিতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে? | |
উত্তর+ | ||
২১। | Anglo- : England :: Sino- : ? | |
A. Japan B. Vietnam C. China D. Korea |
||
উত্তর+ | ||
২২। | Insert the missing letters. | |
উত্তর+ | ||
২৩। | 420+420=2x হলে x-এর মান কত? | |
উত্তর+ | ||
২৪। | যদি দুইজন লোক দুই ঘন্টায় দুই বর্গমিটার মাটি খনন করতে পারে, তবে তিনজন লোক তিন ঘন্টায় কত বর্গমিটার মাটি খনন করতে পারবে? | |
A. তিন বর্গমিটার B. চার বর্গমিটার C. সাড়ে চার বর্গমিটার D. পাঁচ বর্গমিটার |
||
উত্তর+ | ||
২৫। | প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত? | |
উত্তর+ | ||
২৬। | অসামাঞ্জস্য শব্দ কোনটি? | |
A. দেবদাস B. পার্বতী C. গফুর D. আমেনা |
||
উত্তর+ | ||
২৭। | কোন বানানটি সঠিক? | |
A. কল্যান B. কলমি C. আচরন D. আমূল |
||
উত্তর+ | ||
২৮। | ‘তামার বিষ’ বলতে কী বুঝায়? | |
A. তীব্র বেদনা B. অসম্ভব বস্তু C. ক্ষণস্থায়ী ব্যাথা D. অর্থের কুপ্রভাব |
||
উত্তর+ | ||
২৯। | বিখ্যাত পেইন্ট ‘মোনালিসা’ কার সৃষ্টি? | |
উত্তর+ | ||
৩০। | কোনটি সঠিক নয়? | |
A. ইউরোপ মহাদেশে কোনো মরুভূমি নেই। B. জলবসন্ত একটি ছোয়াঁচে রোগ। C. চেঙ্গিস খান মাত্র ১৩ বছর বয়সে মোঙ্গল জাতির নেতা হন। D. সবুজ পাতা দিনের আলোয় সবুজ, কিন্তু লাল আলোয় লাল দেখায়। |
||
উত্তর+ | ||
I like this page so much