বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান – ২

বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা। বিদ্যা ও বুদ্ধি দুটিই যাচাইয়ের জন্য ১৫টি প্রশ্ন দেওয়া হল। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হবে বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান। সরাসরি কোন প্রশ্নের উত্তর দেখার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত উত্তর/সমাধান বের করা যায় কিনা। এতে সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ হবে।

১। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
IQ-02-01
উত্তর+
২। জনির পছন্দের সংখ্যা যদি ৪০০, ১০০ এবং ৩৬০০ হয় ও অপছন্দের সংখ্যা ৩০০, ৯৯ এবং ৩৭০০ হয়, তবে সে ১২০০ ও ৯০০ সংখ্যা দুটির কোনটি পছন্দ করবে?
A. 1200    B. 900
উত্তর+
৩। 1 liter = ?
A. 1 gallon     B. 1 pint
C. 1 cubic centimeter
D. 1 pound    E. 100 oz
F. 1 cubic decimeter
উত্তর+
৪। পরিবেশের সাথে জীবের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞানকে কী বলে?
A. বায়োলজি   B. এথনোলজি
C. ইকোলজি    D. জিওলজি
উত্তর+
৫। নিম্নের কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন?
IQ-02-05
উত্তর+
৬। 30/½ + 10 = ?
উত্তর+
৭। i) All cats are dogs.
ii) All dogs are mice.
Which of the statements below can be logically concluded from the above statements?
A) All jockeys are dead
B) All mice are cats
C) All cats are mice
D) B and C
উত্তর+
৮। শেষের সংখ্যাটি কত?
IQ-02-08
উত্তর+
৯। ‘Something is better than nothing’––এর প্রচলিত অর্থ কোনটি?
A. সামান্য থাকার চেয়ে না থাকাই ভাল।
B. একেবারে না থাকার চেয়ে কিছুটা থাকা ভাল।
C. নাই মামার চেয়ে কানা মামা ভাল।
D. কানা মামার চেয়ে মামা না থাকাই ভাল।
উত্তর+
১০। ইবনে বতুতা একজন বিখ্যাত ______
A. সাংবাদিক    B. দার্শনিক
C. পর্যটক       D. সাহিত্যিক
উত্তর+
১১। Year : Month : : Week : ?
A. Second    B. Hour
C. Minute     D. Day
উত্তর+
১২। অপু, মন্টু, রুবা ও জলি সারিবদ্ধভাবে বসল। অপু মন্টুর ডানে এবং রুবা মন্টুর বামে ও জলির ডানে বসল। যদি অপু রুবার বাঁমে বসে তাহলে সর্ববাঁমে কে বসেছে?
A. অপু      B. মন্টু
C. রুবা     D. জলি
উত্তর+
১৩। এখানে একই কিউবের তিনটি ছবি। 3-এর বিপরীত পাশের সংখ্যাটি কত?
IQ-02-03
উত্তর+
১৪। Which word means the fear of MARRIAGE?
A. Genophobia     B. Monophobia
C. Macrophobia    D. Gamophobia
উত্তর+
১৫। যদি পাঁচটি বিড়াল পাঁচ মিনিটে পাঁচটি ইঁদুর মারে তাহলে দশটি বিড়াল দশ মিনিটে কয়টি ইঁদুর মারবে?
উত্তর+

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।