বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান – ১

বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা। বিদ্যা ও বুদ্ধি দুটিই যাচাইয়ের জন্য ১০টি প্রশ্ন দেওয়া হল। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হবে বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান। সরাসরি কোন প্রশ্নের উত্তর দেখার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত উত্তর/সমাধান বের করা যায় কিনা। এতে সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ হবে।

১। প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি?
iq-1-1
উত্তর+
২। ধারার পরবর্তী সংখ্যাটি কত?
-৩, ১, ৬, ১২, ১৯, ?
উত্তর+
৩। আলো যদি হয় আঁধার, তবে জীবন হবে —
ক) বিচিত্র, খ) মৃত, গ) মৃত্যু, ঘ) বিপন্ন
উত্তর+
৪। অসামাঞ্জস্য শব্দ কোনটি?
ক) বেগুন, খ) টমেটো, গ) ঢেঁড়স, ঘ) আলু
উত্তর+
৫। নিম্নের কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন?
iq-1-5
উত্তর+
৬। দুটি সংখ্যার গুণফল ২১৬ এবং তাদের ল. সা. গু. ৩৬। সংখ্যা দুটির গ. সা. গু. কত?
উত্তর+
৭। কোন দুটি শব্দ সমার্থক?
ক) শশধর, শশাঙ্ক
খ) প্রভাকর, মহীধর
গ) পুলিন, দিনমান
ঘ) দংশ, কপোত
উত্তর+
৮। শেষের বর্ণটি কী?
iq-1-8
উত্তর+
৯। চাঁদে কোন প্রাণী নেই, কারণ
ক) চাঁদে বায়ু নেই।
খ) চাঁদের পানি ও বায়ু বিষাক্ত।
গ) চাঁদে পানি নেই।
ঘ) চাঁদে বায়ু ও পানি কোনটাই নেই।
উত্তর+
১০। ধারার পরবর্তী শব্দটি কী?
তওরাত, যবুর, ইঞ্জিল, ______
উত্তর+

বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান – ১” তে 3টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।