|
১। |
ভূগোল শব্দের অর্থ কী? |
ভূ=পৃথিবী, গোল=গোলাকার। ভূগোল শব্দের অর্থ পৃথিবী গোলাকার।
|
উত্তর+ |
|
২। |
ভূগোলের প্রধান বিষয় কি কি? |
পৃথিবী, মানুষ ও পরিবেশ।
|
উত্তর+ |
|
৩। |
সার্বিক অর্থে পৃথিবী বলতে কী বোঝায়? |
পৃথিবীর জল, স্থল ও বায়ুমন্ডল।
|
উত্তর+ |
|
৪। |
পরিবেশ বলতে কী বোঝায় এবং পরিবেশ কয়প্রকার ও কী কী?? |
জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। পরিবেশ দুই প্রকার: ১)প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ
|
উত্তর+ |
|
৫। |
মহাবিশ্ব কী নিয়ে গঠিত? |
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি সবকিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব।
|
উত্তর+ |
|
৬। |
ভূগর্ভের স্তর কয়টি ও কী কী? |
তিনটি: অশ্মমন্ডল (Lithosphere, গুরুমন্ডল (Barysphere) ও কেন্দ্রমন্ডল (Centrosphere।
|
উত্তর+ |
|
৭। |
ভূ-প্রকৃতি হিসেবে পৃথিবীকে কয়ভাগে ভাগ করা হয় ও কি কি? |
চারভাগে: পার্বত্য ভূমি, মালভূমি, সমভূমি ও উপকূলীয় সমভূমি।
|
উত্তর+ |
|
৮। |
শিলা (Rock) কী ও কয় প্রকার? |
শিলা হচ্ছে বিভিন্ন প্রকার খনিজ সমন্বয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট ভূত্বক গঠনকারী কঠিন অথবা কোমল পদার্থ। উৎপত্তি ও গঠন অনুসারে শিলাসমূহকে তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়: আগ্নেয় শিলা (Igneous rocks), পাললিক শিলা (Sedimentary rocks) ও রূপান্তরিত শিলা (Metamorphic rocks)।
|
উত্তর+ |
|
৯। |
মৃত্তিকা (Soil) কী? |
মৃত্তিকা পৃথিবীর পৃষ্ঠস্থ অপুরু মূল্যবান স্থর যার উপর জীব জগতের অস্তিত্ব নির্ভরশীল। এটি একটি তিন দশা বিশিষ্ট অসমসত্ত্ব প্রাকৃতিক বস্তু। মৃত্তিকার উদ্ভব ধাপে ধাপে অগ্রসর হয়। ভৌত, রাসায়নিক ও জৈব স্বতন্ত্র সত্তা দিয়ে মৃত্তিকা তৈরি হয়।
|
উত্তর+ |
|
১০। |
পৃথিবীকে মোট কয়টি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে এবং এগুলো কি কি? |
১) নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
২) সমুদ্র উপকূলীয় অঞ্চল
৩) ক্রান্তীয় সমুদ্র উপকুলীয় অঞ্চল
৪) পূর্ব উপকূলীয় অঞ্চল
৫) মহাদেশীয় অঞ্চল
৬) ক্রান্তীয় মহাদেশীয় অঞ্চল
৭) শীতল মহাদেশীয় অঞ্চল
৮) ক্রান্তীয় মরু অঞ্চল
৯) মৌসুমী অঞ্চল
১০) ভূ-মধ্যসাগরীয় অঞ্চল
১১) সামুদ্রিক জলবা্যু অঞ্চল
১২) মরুদেশীয় অঞ্চল
১৩) ক্রান্তীয় উচ্চভূমি
১৪) তুন্দ্রা অঞ্চল
১৫) চির তুষারবৃত অঞ্চল
১৬) মধ্য অক্ষাংশীয় উচ্চভূমি
|
উত্তর+ |
|
১১। |
ভূ-আকৃতি বিদ্যা (Geodesy) কী? |
ভূ-আকৃতি বিদ্যা (Geodesy) – পৃথিবীপৃষ্ঠের মানচিত্রায়ন এবং জরিপ সংক্রান্ত বিজ্ঞান যার মাধ্যমে অবস্থান, দিক, দূরত্ব, উচ্ছতা এবং অভিকর্ষীয় তথ্যাদি জানা যায়।
|
উত্তর+ |
|
১২। |
খনিজ (mineral) ও শিলার (rock) মধ্যে পার্থক্য কী? |
খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত আর শিলা দুই বা ততোধিক খনিজ দ্রব্যের
সংমিশ্রণে গঠিত। খনিজ সমসত্ত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ত্ব পদার্থ।
|
উত্তর+ |
|
১৩। |
উৎপত্তিগত বৈশিষ্ট্য ও গঠনপ্রকৃতির ভিত্তিতে পর্বত প্রধানত কয় প্রকার ও কী কী? |
চার প্রকার: ১) ভঙ্গিল পর্বত (Fold Mountain), ২) আগ্নেয় পর্বত (Volcanic Mountain), ৩) স্তূপ পর্বত (Block Mountain) ও ৪) ল্যাকোলিথ পর্বত (Lacolith Mountain)
|
উত্তর+ |
|
১৪। |
পৃথিবীর সমগ্র ভূমিরূপকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো কি কি? |
(১) পর্বত, (২) মালভূমি, (৩) সমভূমি।
|
উত্তর+ |
|
১৫। |
আগ্নেয়গিরি (Volcano) কাকে বলে? |
ভূ-পৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভস্থ গরম বাতাস, জলীয় বাষ্প, গলিত শিলা, কাদা, ছাই, গ্যাস প্রবল বেগে বেরিয়ে আসে। নির্গত এই সকল পদার্থ ভূপৃষ্ঠের শীতল বায়ুর সংস্পর্শে এসে দ্রুত ঠান্ডা হয়ে ফাটলের চারপাশে এসে ধীরে ধীরে জমা হয়ে মোচাকৃতি আকার ধারন করে। তখন একে আগ্নেয়গিরি বলে। আগ্নেয়গিরি হতে ভূগর্ভস্থ পদার্থের নির্গমনকে বলা হয় অগ্ন্যুৎপাত।
|
উত্তর+ |
|
১৬। |
মোহনা (Estuary) কাকে বলে? |
নদী যখন কোনো হ্রদ বা সাগরে এসে পতিত হয়, তখন সেই পতিত স্থানকে মোহনা বলে। মোহনা সমুদ্র, স্থলভূমি ও স্বাদুপানির সমন্বয়ে গঠিত একটি উর্বর স্থান।
|
উত্তর+ |
|
১৭। |
উপনদীর (tributary) সংজ্ঞা কী? |
পর্বত বা হ্রদ থেকে যেসব ছোট নদী উৎপন্ন হয়ে কোনো বড় নদীতে পতিত হয় তাকে সেই বড় নদীর উপনদী
বলে। বাংলাদেশের তিস্তা ও করতোয়া হলো যমুনা নদীর উপনদী।
|
উত্তর+ |
|
১৮। |
শাখানদী (feeder) কাকে বলে? |
মূল নদী থেকে যে সকল নদী বের হয় তাকে শাখানদী বলে। বাংলাদেশের আড়িয়াল খাঁ হলো পদ্মা নদীর শাখানদী।
|
উত্তর+ |
|
১৯। |
পর্বত (mountain) ও পাহাড়ের (hill) মধ্যে পার্থক্য কী? |
সমুদ্রতল থেকে অন্তত ১০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে। সাধারণত ৬০০ থেকে ১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তুপকে পাহাড় বলে।
|
উত্তর+ |
|
২০। |
মালভূমি (plateau) কাকে বলে? |
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
|
উত্তর+ |
|
২১। |
সমভূমি (plains) বলতে কী বোঝায়? |
সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তত ভূমিকে সমভূমি বলে।
|
উত্তর+ |
|
২২। |
দোয়াব (Doab) কী? |
প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে দোয়াব বলে। সাধারণত একই দিকে প্রবহমান দুটি পাশাপাশি নদী উপত্যকার মধ্যবর্তী উঁচু ভৃমির ভারত উপমহাদেশীয় নাম।
|
উত্তর+ |
|
২৩। |
নদীর উপত্যকা (valley) বলতে কী বোঝায়? |
যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সে খাতকে উক্ত নদীর উপত্যকা বলে।
|
উত্তর+ |
|
২৪। |
সৃষ্টির সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল? |
(১) পর্বত, (২) মালভূমি, (৩) সমভূমি।
|
উত্তর+ |
|
২৫। |
বদ্বীপ (delta) কাকে বলে? |
সমুদ্রের নিকটবর্তী নদীর মোহনায় পলি দিয়ে সৃষ্ট মাত্রাহীন ‘ব’ অক্ষররে মতো জলবেষ্টিত ত্রিকোণ ভূভাগ। মোহনায় নদীর স্রোতরে বেগ এতই হ্রাস পায় যে, নদীবাহিত তলানী আর পরিবাহিত হতে না পেরে নদীর মোহনায় সঞ্চিত হয় এবং চর জেগে ওঠার ফলে নদীস্রোত বাধাপ্রাপ্ত হয়ে চরের দুই পাশ দিয়ে প্রবাহিত হয়। এতে চরের দুই প্রান্ত ক্ষয়প্রাপ্ত হয়ে ত্রিকোণাকার আকৃতি প্রাপ্ত হয়।
|
উত্তর+ |
|
দারুন সব তথ্য ্্
ধন্যবাদ
Good
Good