ফল সম্পর্কে সম্যক ধারণা এবং পরিচিত ও অপরিচিত বিভিন্ন ফলের নাম বাংলা ও ইংরেজিতে শুদ্ধ উচ্চারণে শেখার সুবিধার্থে ছবি ও ইংরেজি উচ্চারণসহ এখানে দেওয়া হল। আশা করি এটি ইংরেজির নতুন শিক্ষার্থীদের কাজে লাগবে।
ফলের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ
সব রকম ফল একমাত্র গুপ্তবীজী উদ্ভিদেই তৈরি হয়। এসব উদ্ভিদে ফুল থাকে এবং তাতে সাধারণত বৃতি, দল, পুংকেশর ও গর্ভকেশর থাকে। পুংকেশরে পরাগরেণু ও গর্ভকেশরে ডিম্বক তৈরি হয় এবং পরিণত হলে পরাগায়ণ ঘটে। এরপর গর্ভাশয়ের পরিবর্তন ও পরিবর্ধন ঘটে যার পরিণতিতে একটি পূর্ণাঙ্গ ফলের সৃষ্টি হয়। এই ফলের ভিতরে এক বা একাধিক বীজ থাকতে পারে। কোনো কোনো উদ্ভিদে নিষিক্তকরণ প্রক্রিয়া ছাড়াই ফলের সৃষ্টি হয় এবং এসব ফলে কোনো বীজ হয় না। ফলের উৎপত্তির উপর ভিত্তি করে প্রধানত তিনভাগে ভাগ করা যায়।
- সরল ফল (Simple Fruits): একটি ফুলের একক বা একাধিক সংযুক্ত গর্ভাশয় হতে সৃষ্ট ফল। যেমন—আম, জাম, লিচু ইত্যাদি। সরল ফল সরস ও নীরস হয়ে থাকে।
- গুচ্ছফল (Multiple Fruits) : একটি ফুলের একাধিক মুক্ত গর্ভাশয় নিষেকের পরে সব একত্র হয়ে যে ফল সৃষ্টি হয়। যেমন—আতা, দেবদারু, স্ট্রবেরি ইত্যাদি।
- যৌগিক ফল (Aggregate Fruits): যখন একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরির সব ফুল নিষেকের পর একটি ফলে পরিণত হয়। যেমন—কাঁঠাল, আনারস, ডুমুর ইত্যাদি।
Fruits name : Bengali – English ফলের নাম : বাংলা – ইংরেজি |
সবগুলো ফলের ইংরেজি নাম দেখতে সব উত্তর+, লুকাতে সব উত্তর– বাটনে এবং নির্দিষ্ট কোন ফলের ইংরেজি নাম দেখতে/লুকাতে পাশের +/– চিহ্নে ক্লিক করুন। |
![]() ১ আপেল
![]() |
![]() ২ খুবানি
![]() |
![]() ৩ আভোকাদো
![]() |
![]() ৪ আপেল কুমড়া
![]() |
![]() ৫ সবুজ তরমুজ
![]() |
![]() ৬ বাবাকো
![]() |
![]() ৭ আটেমইয়া
![]() |
![]() ৮ কলা
![]() |
![]() ৯ বেরবেরি
![]() |
![]() ১০ ব্ল্যাক-কুরান্ট
![]() |
![]() ১১ ব্ল্যাকবেরি
![]() |
![]() ১২ ব্লুবেরি
![]() |
![]() ১৩ বয়সেনবেরি
![]() |
![]() ১৪ ব্রেডফ্রুট
![]() |
![]() ১৫ খরমুজ
![]() |
![]() ১৬ কামরাঙা
![]() |
![]() ১৭ চায়োট
![]() |
![]() ১৮ শরিফা/আতা
![]() |
![]() ১৯ চেরি
![]() |
![]() ২০ চেরি বাদাম
![]() |
![]() ২১ ক্র্যন চেরি
![]() |
![]() ২২ এ্যালডার চেরি
![]() |
![]() ২৩ গালিয়া মেলন
![]() |
![]() ২৪ গজি চেরি
![]() |
![]() ২৫ গুস বেরি
![]() |
![]() ২৬ আঙ্গুর
![]() |
![]() ২৭ হানিডিউ মেলন
![]() |
![]() ২৮ কাঠাল
![]() |
![]() ২৯ জুনিপার বেরি
![]() |
![]() ৩০ কাঠলিচু (অাঁশফল)
![]() |
![]() ৩১ লিচু
![]() |
![]() ৩২ আম
![]() |
![]() ৩৩ নেকটারিন
![]() |
![]() ৩৪ পেঁপে
![]() |
![]() ৩৫ পীচ
![]() |
![]() ৩৬ নাশপতি
![]() |
![]() ৩৭ জাম
![]() |
![]() ৩৮ আনারস
![]() |
![]() ৩৯ আলুবোখারা
![]() |
![]() ৪০ রামবুটান
![]() |
![]() ৪১ কন্টকগুল্মফল
![]() |
![]() ৪২ রেড কুরান্ট
![]() |
![]() ৪৩ বিলিম্বি
![]() |
![]() ৪৪ সফেদা
![]() |
![]() ৪৫ সীবেরি
![]() |
![]() ৪৬ গাব
![]() |
![]() ৪৭ স্ট্রবেরি
![]() |
![]() ৪৮ উমবু
![]() |
![]() ৪৯ জামরুল
![]() |
![]() ৫০ তরমুজ
![]() |
![]() ৫১ বেল (ফল)
![]() |
![]() ৫২ গ্রেপফ্রুট
![]() |
![]() ৫৩ লেবু
![]() |
![]() ৫৪ কাগজি লেবু
![]() |
![]() ৫৫ মান্ডারিন
![]() |
![]() ৫৬ মিন্নিওলা
![]() |
![]() ৫৭ কমলা লেবু
![]() |
![]() ৫৮ অরেঞ্জ আগলি
![]() |
![]() ৫৯ বাতাবি লেবু
![]() |
![]() ৬০ সাটসুমা
![]() |
![]() ৬১ মিষ্টি লেবু
![]() |
![]() ৬২ টানগেরিন
![]() |
![]() ৬৩ সাতকরা
![]() |
![]() ৬৪ দুরিয়ান
![]() |
![]() ৬৫ চেস্টনাট
![]() |
![]() ৬৬ আখরোট
![]() |
![]() ৬৭ হাযেলনাট
![]() |
![]() ৬৮ চীনাবাদাম
![]() |
![]() ৬৯ পেস্তা বাদাম
![]() |
![]() ৭০ কাজু বাদাম
![]() |
![]() ৭১ কাঠবাদাম
![]() |
![]() ৭২ মাকাডামিয়া
![]() |
![]() ৭৩ কুল/বরই
![]() |
![]() ৭৪ লাল পেয়ারা
![]() |
![]() ৭৫ ফুটি/বাঙ্গী
![]() |
![]() ৭৬ পানিফল বা শিংড়া
![]() |
![]() ৭৭ খেজুর
![]() |
![]() ৭৮ ড্রাগন ফল
![]() |
![]() ৭৯ ডুমুর
![]() |
![]() ৮০ ফেইজো
![]() |
![]() ৮১ গ্রানডিল্লা
![]() |
![]() ৮২ ডাব / নারিকেল
![]() |
![]() ৮৩ জলপাই
![]() |
![]() ৮৪ পেয়ারা
![]() |
![]() ৮৫ আমড়া
![]() |
![]() ৮৬ কিওয়ানো
![]() |
![]() ৮৭ কিভি
![]() |
![]() ৮৮ ডেউয়া
![]() |
![]() ৮৯ ম্যানগোস্টিন
![]() |
![]() ৯০ তাল
![]() |
![]() ৯১ প্যাশন ফল
![]() |
![]() ৯২ নাশপতি
![]() |
![]() ৯৩ কাকাও
![]() |
![]() ৯৪ এক্কি
![]() |
![]() ৯৫ বেদানা, আনার বা ডালিম
![]() |
![]() ৯৬ ফণিমনসা ফল
![]() |
![]() ৯৭ পউপউ
![]() |
![]() ৯৮ মেডলার
![]() |
![]() ৯৯ কুইন্স
![]() |
![]() ১০০ কিসমিস
![]() |
![]() ১০১ ফলসা
![]() |
![]() ১০২ রোস হিপ
![]() |
![]() ১০৩ শসা
![]() |
![]() ১০৪ চালতা
![]() |
![]() ১০৫ কৎবেল বা কদবেল
![]() |
![]() ১০৬ তেঁতুল
![]() |
![]() ১০৭ করমচা
![]() |
![]() ১০৮ মাম্মি আপেল
![]() |
![]() ১০৯ হর্নড মেলোন
![]() |
![]() ১১০ তমাল/বনগাব
![]() |
![]() ১১১ আমলকী
![]() |
![]() ১১২ অরবরই
![]() |
![]() ১১৩ টামারিল্লো
![]() |
![]() ১১৪ বৈঁচি
![]() |
![]() ১১৫ বুদ্ধের হাত
![]() |
![]() ১১৬ খইয়া বাবলা
![]() |
Pic ref: Internet