পৃথিবীতে রয়েছে বিচিত্র ধরনের জীবজন্তু যার অনেকগুলোর সাথে আমরা পরিচিত নই। এমনকি যেসব জীবজন্তুর সাথে আমরা পরিচিত সেগুলো সম্পর্কেও অনেক বিচিত্র তথ্য আমরা জানি না। বিভিন্ন জীবজন্তুর দৈহিক গঠন, অভ্যাস, আচার-আচরণ ইত্যাদির ওপর বিচিত্র ও বিস্ময়কর তথ্যের সংগ্রহশালা এই পোস্ট। সরাসরি তথ্যগুলো উপস্থাপন না করে প্রশ্নোত্তরে দেওয়া হল যাতে পাঠকের জানার আগ্রহ সৃষ্টি হয়।
১। | কুকুরের পায়ে সাধারণত কয়টি আঙ্গুল থাকে? | |
উত্তর+ | ||
২। | পিঁপড়া নিজের ওজনের চেয়ে কত গুণ ভারী বস্তু বহন করতে পারে? | |
উত্তর+ | ||
৩। | পিঁপড়া নিজের ওজনের চেয়ে কত গুণ ভারী বস্তু টানতে পারে? | |
উত্তর+ | ||
৪। | প্রজাপতি কোন অঙ্গ দিয়ে স্বাদ গ্রহণ করে? | |
উত্তর+ | ||
৫। | শুধুমাত্র একটি স্তন্যপ্রায়ী প্রাণী লাফ দিতে পারে না, এটির নাম কী? | |
উত্তর+ | ||
৬। | স্টারফিশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নেই – এটি কী? | |
উত্তর+ | ||
৭। | শামুক কোন আহার না খেয়ে এক নাগাড়ে কত দিন ঘুমাতে পারে? | |
উত্তর+ | ||
৮। | কোন পাখি ঘোড়া থেকেও দ্রুত দৌঁড়াতে পারে? | |
উত্তর+ | ||
৯। | উড়তে পারে একমাত্র স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কী? | |
উত্তর+ | ||
১০। | প্রজাপতি চোখ দিয়ে কয়টি রঙ দেখতে পায়? | |
উত্তর+ | ||
১১। | পিঁপড়া দিনে কয় ঘন্টা ঘুমায়? | |
উত্তর+ | ||
১২। | পিঁপড়ার শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নেই – এটি কী? | |
উত্তর+ | ||
১৩। | গরুর পাকস্থলী কয়টি? | |
উত্তর+ | ||
১৪। | একটি বৃহৎকার নীল তিমির ওজন কয়টি হাতির চেয়েও বেশি? | |
উত্তর+ | ||
১৫। | একটি গাভী দৈনিক কত লিটার মিথেন গ্যাস ত্যাগ করে যা পরিবেশের জন্য ক্ষতিকর? | |
উত্তর+ | ||
১৬। | কাঠঠোকরা সেকেন্ডে সর্বোচ্চ কয়বার কাঠ ঠোকতে পারে? | |
উত্তর+ | ||
১৭। | বাদুর হাঁটতে পারে না কেন? | |
উত্তর+ | ||
১৮। | দেয়ালি পোকার পাকস্থলি কয়টি? | |
উত্তর+ | ||
১৯। | কোন প্রাণী প্রয়োজনে লিঙ্গ পরিবর্তন করতে পারে? | |
উত্তর+ | ||
২০। | পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি? | |
উত্তর+ | ||
২১। | কত বছর আগে থেকে মানুষ ছাগলকে গৃহপালিত পশু হিসেবে গ্রহন করেছিল? | |
উত্তর+ | ||
২২। | চতুষ্পদ জন্তু দেখে ভয় পাওয়ার মানসিক রোগের নাম কী? | |
উত্তর+ | ||
২৩। | এক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি কুকুরের মালিক ছিলেন কোবলা খান। তার কয়টি কুকুর ছিল? | |
উত্তর+ | ||
২৪। | “Raining cats and dogs” বাক্যাংশটি কোথায়, কখন, কিভাবে উৎপত্তি হয়েছিল? | |
উত্তর+ | ||
২৫। | হরিণের পিত্তাশয় কয়টি? | |
উত্তর+ | ||