বেসিক ইংলিশ [০২] : ধাতুরূপ – Conjugation

eng-lang
ইংরেজি ভাষা শুদ্ধরূপে শিখতে হলে ধাতুরূপ (conjugation) সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। ইংরেজি গ্রামার বই ও ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগ্রহীত ধাতুরূপের তালিকা বাংলাভাষী শিক্ষার্থীদের উপযোগি করে এখানে প্রকাশ করা হল। ইংরেজি বাক্যে কর্তা নামপুরুষ একবচন হলে verb-এর সাথে s বা es যোগ হয়। সব ভাষায় কাল (Tense) অনুসারে ক্রিয়ামূল বা ধাতুর (base form) রূপ বদল হয়। ক্রিয়ামূলের এই পরিবর্তনকে conjugation বা ধাতুরূপ বলা হয়। এখানে বর্ণক্রমানুসারে বাংলা অর্থসহ প্রায় এক হাজার ইংরেজি ক্রিয়ামূলের (base form) উচ্চারণ এবং Past Simple, Past Participle, Gerund (‘ing’ form) ইত্যাদি ধাতুরূপ দেওয়া হল। ধাতুরূপের বিভিন্ন বাক্যগঠনের পূর্ণ তালিকা দেখার জন্য মূল ক্রিয়াপদের (base) সাথে বহিঃসংযোগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাক্যের মূল ভাবের ওপর ভিত্তি করে verb-এর অর্থের তারতম্য হতে পারে। উদাহরণ: টেবিলের ওপর বইটি রাখ – Put the book on the table. দরজাটিতে একটি হাতল যুক্ত কর – Put a knob on the door. এই বাড়ির একটি মূল্য নির্ধারণ কর – Put a price on this house.
তাছাড়া adverb, preposition ইত্যাদির সাথে verb বিভিন্ন combination-এ ব্যবহৃত হয়ে নিজস্ব অর্থ থেকে সম্পূর্ণ আলাদা অর্থ প্রকাশ করে। উদাহরণ:
Put down (লিখে রাখা) – I put down the telephone number.
Put on (পরিধান করা) – Put on your dress.
Put off (স্থগিত রাখা) – He put off the work.
Put in (দাবী করা) – Zakir put in a claim for compensation.
Verb Forms and Conjugation Rules
ক্রিয়ার রূপ এবং ধাতুরূপের নিয়ম
Verb words : abash – buzz
A ও B দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দসমূহ
Verb words : calculate – cycle
C দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দসমূহ
Verb words : damage – eye
D এবং E দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দসমূহ
Verb words : face – hyponotize
F, G এবং H দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দসমূহ
Verb words : idealize – love
I, J, K এবং L দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দ
Verb words : magnify – own
M, N, এবং O দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দ
Verb words : pacify – rush
P, Q, এবং R দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দ
Verb words : sabotage – swot
S দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দ
Verb words : take – zoom
T, U, V, W, X, Y এবং Z দিয়ে শুরু ক্রিয়ামূল শব্দসমূহ
Verb words – Irregular
ব্যতিক্রমধর্মী ক্রিয়ামূল শব্দসমূহ
Execise & Test
Verbs & MCQ!
Download PDF version
1000 verbs Conjugation!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।