প্রাত্যহিক জীবনে আমাদের আশেপাশে সাধারণ অনেক বস্তু ও বিষয় রয়েছে যেগুলো বিজ্ঞানের রসায়ন শাখার অন্তর্ভুক্ত। সাধারণ বিজ্ঞানের যেসব বিষয় রসায়নের অন্তর্ভুক্ত তার ওপর ভিত্তি করে সবার জানা থাকা প্রয়োজন এমন কিছু প্রশ্ন ও উত্তর কুইজ আকারে এখানে দেওয়া হল।
১। | আমরা জানি যে কোন বস্তু অনেকগুলো ক্ষুদ্রতম কণিকার সমন্বয়ে গঠিত। বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম কী? | |
A) অণু B) পরমাণু C) ইলেকট্রন D) প্রোটন | ||
উত্তর+ | ||
২। | কোন বস্তুর ভেতরের পদার্থের পরিমাণকে কী বলা হয়? | |
A) ওজন B) মৌল C) ভর D) শক্তি | ||
উত্তর+ | ||
৩। | নিম্নোক্ত কোন কথাটি সঠিক? | |
A) কঠিন পদার্থের নির্দিষ্ট আকৃতি ও আয়তন থাকে। | ||
B) তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না, নির্দিষ্ট আয়তন থাকে। | ||
C) গ্যাসীয় পদার্থের আকৃতি ও আয়তন কোনটাই থাকে না। | ||
D) উপরের সবগুলো (A, B, C) | ||
উত্তর+ | ||
৪। | যে তাপমাত্রায় কোন বিশুদ্ধ তরল পদার্থ কঠিন পদার্থে রূপান্তরিত হয়, সে তাপমাত্রাকে উক্ত পদার্থের __?__ বলা হয়। | |
A) হিমাঙ্ক B) স্ফুনটাঙ্ক C) গলনাঙ্ক D) চরম তাপমাত্রা | ||
উত্তর+ | ||
৫। | নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তন? | |
A) চিনির সরবত B) বরফ গলা পানি | ||
C) লোহায় মরিচা পড়া D) পানি থেকে বরফ তৈরি | ||
উত্তর+ | ||
৬। | খাদ্য হিসাবে ব্যবহৃত চিনি কোন শ্রেণীর সুগার? | |
A) Fructose B) Galactose C) Glucose D) Sucrose | ||
উত্তর+ | ||
৭। | কোন জাতীয় পদার্থের ঘনত্ব অত্যন্ত কম? | |
A) কঠিন B) তরল C) গ্যাস D) প্লাজমা | ||
উত্তর+ | ||
৮। | বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের দীর্ঘস্থায়ীর জন্য বাল্বের ভিতরে কী গ্যাস ব্যবহৃত হয়? | |
A) নিয়ন B) অ্যারগন C) সোডিয়াম D) হিলিয়াম | ||
উত্তর+ | ||
৯। | যে কোন খাঁটি বস্তুকে কোন দুইটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়? | |
A) ধাতু ও অধাতু B) জৈব ও অজৈব | ||
C) সহজ ও জঠিল D) মৈলিক ও যৌগিক | ||
উত্তর+ | ||
১০। | কোন রঞ্জক পদার্থের কারণে উদ্ভিদের রং সবুজ হয়? | |
A) ক্যারোটিন B) অ্যালানাইন C) লিকোপেন D) ক্লোরোফিল | ||
উত্তর+ | ||
১১। | সালোকসংশ্লেষণ রাসায়নিক প্রক্রিয়া কিসের সাহায্যে হয়? | |
A) তাপের B) আলোর C) বিদ্যুতের D) বৃষ্টির | ||
উত্তর+ | ||
১২। | H2O দিয়ে কী বোঝায়? | |
A) পানি B) অক্সিজেন C) হিমোগ্লোবিন D) হিলিয়াম | ||
উত্তর+ | ||
১৩। | কোন গ্যাসকে নীরব ঘাতক গ্যাস বলা হয়? | |
A) হাইড্রোজেন B) কার্বন ডাইঅক্সাইড C) কার্বন মনোঅক্সাইড D) নিয়ন | ||
উত্তর+ | ||
১৪। | নিম্নোক্ত ধাতুগুলির কোনটি বিরল ধাতু? | |
A) ম্যাগনেসিয়াম B) রেডিয়াম C) স্বর্ণ D) সিলিকন | ||
উত্তর+ | ||
১৫। | বায়ুতে কয়লা পোড়ালে কী গ্যাস উৎপন্ন হয়? | |
A) কার্বন ডাইঅক্সাইড B) সালফার ডাইঅক্সাইড | ||
C) কার্বন মনোঅক্সাইড D) সবগুলো (A, B, C) | ||
উত্তর+ | ||
১৬। | মানবদেহের হাড়ে কোন ধাতুটি সবচেয়ে বেশি? | |
A) ম্যাগনেসিয়াম B) অ্যালুমিনিয়াম C) ক্যালসিয়াম D) পটাশিয়াম | ||
উত্তর+ | ||
১৭। | একাধিক ধাতুকে বিগলিত অবস্থায় মিশ্রিত করে শীতল করলে যে সমসত্ত্ব কঠিন পদার্থের সৃষ্টি হয়, তাকে কী বলে? | |
A) জঠিল ধাতু B) মিশ্র ধাতু C) ব্যাবিট ধাতু D) সংকর ধাতু | ||
উত্তর+ | ||
১৮। | জীবদেহের অভ্যন্তরের বস্তু ও রাসায়নিক বিক্রিয়াসমূহের অধ্যায়ায়নের বিজ্ঞানকে বলা হয় __?__ । | |
A) জৈব রসায়ন B) ভৌত রসায়ন | ||
C) প্রাণ রসায়ন D) ভেষজ রসায়ন | ||
উত্তর+ | ||
১৯। | শুষ্ক বায়ুর শতকরা কত ভাগ নাইট্রোজেন? | |
A) ২৮% B) ৭৮% C) ২১% D) ৬৮% | ||
উত্তর+ | ||
২০। | নিম্নোক্ত কোন গ্যাসের কারণে শ্বাসকষ্ঠ হয়ে মানুষের মৃত্যু ঘটে? | |
A) কার্বন ডাইঅক্সাইড B) নাইট্রোজেন | ||
C) কার্বন মনোঅক্সাইড D) হাইড্রোজেন | ||
উত্তর+ | ||
২১। | গাড়ির ব্যাটারিতে সাধারণত কোন এসিড ব্যাবহার হয়? | |
A) হাইড্রোক্লোরিক এসিড B) সালফিউরিক এসিড | ||
C) নাইট্রিক এসিড D) অ্যাসিটিক এসিড | ||
উত্তর+ | ||
২২। | কোন রঞ্জক পদার্থের কারণে টমেটোর রং সবুজ হয়? | |
A) অ্যালানাইন B) লিমোনেন | ||
C) ক্লোরোফিল D) লিকোপেন | ||
উত্তর+ | ||
২৩। | প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? | |
A) Ethane B) Propane | ||
C) Butane D) Methane | ||
উত্তর+ | ||
২৪। | দাঁত পরিষ্কারের জন্য টুথপেস্টে কোন যৌগটি বেশি ব্যবহার হয়? | |
A) ক্যালসিয়াম কার্বোনেট B) সোডিয়াম ক্লোরাইড | ||
C) সোডিয়াম কার্বোনেট D) ম্যাগনেসিয়াম সিলিকেট | ||
উত্তর+ | ||
২৫। | ‘গ্রীনহাউস’ এফেক্টের কারণ কোনটি? | |
A) ব্লিডিংয়ে প্রচুর পরিমাণে কাঁচের ব্যবহার | ||
B) চাষাবাদে কীটনাশকের ব্যবহার | ||
C) বায়ুমন্ডলে তাপশক্তির আটকে পড়া | ||
D) ফসলের জমিতে কৃত্রিম সারের ব্যবহার | ||
উত্তর+ | ||
good
Quiet useful! Thanks.
Evnreoye would benefit from reading this post
Tnx for this question and answer and also for this system
12 num ta to water howar kotha!!!