মানুষ জীবজগতের মধ্যে সবচেয়ে উন্নত প্রজাতি। উচ্চ শ্রেণীর মেরুদন্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জীব মানুষ। মানবদেহের গঠন, বিভিন্ন অংশের পারষ্পরিক সম্পর্ক এবং দেহের বিভিন্ন অঙ্গ ও যন্ত্রাদির কার্যপ্রণালী সম্বন্ধে স্বাস্থ্য সচেতন প্রতিটি মানুষের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন। এই পোস্টে মানবদেহের গঠন ও বিভিন্ন কার্যপ্রক্রিয়ার নাম সম্পর্কে প্রশ্নোত্তরে আলোচনা করা হল। সকল বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর দেহ কতগুলো সজীব কোষের সমষ্টি। কোষ জীবদেহের গঠন ও কাজের একক। এগোলো অতি আণুবীক্ষণিক। জীবন্ত কোন পদার্থের যা ধর্ম, তার সবই আছে এই কোষগুলির মধ্যে। অনেকগুলি কোষ পাশাপাশি যুক্ত হয়ে তৈরি হয় এক-একটি টিস্যু। বিভিন্ন টিস্যু দিয়ে সারা শরীর গঠিত হয়। প্রাণীদের নির্দিষ্ট তন্ত্রের ভিন্ন অঙ্গের কাজ বিভিন্ন ধরনের হয়। বিভিন্ন কলার কোষগুলো বিভিন্ন ধরনের হয়। কলার উপর ভিত্তি করে কোষগুলো পৃথক পৃথক ধরনের কাজ করে। কোষের বিভিন্ন ক্রিয়াচক্র:
- খাদ্যাদি গ্রহণ এবং হজম
- বৃদ্ধি ও মেরামত বা ক্ষয়পূরণ
- খাদ্য থকে শক্তি বা তাপ সৃষ্টি করা
- বায়ু পরিবর্তন
- দূষিত পদার্থ ত্যাগ
- উত্তেজনা ও সঞ্চালন
- প্রজনন
নিম্নে অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্ট একটি আদর্শ প্রাণিকোষর ছবি দেওয়া হল।
কোষঅঙ্গাণুসমূহের কার্যাবলী সংক্ষেপে দেওয়া হল, ‘উত্তর’ ক্লিক করলে কোষঅঙ্গাণুসমূহের নামগুলো দেখা যাবে।
১। | এটি প্রোটেন জমা, প্যাকেট, সরবরাহ এবং হরমোন নিঃসরণে ও ভিটামিন তৈরিতে সহায়তা করে। | |
উত্তর+ | ||
২। | দেহের যাবতীয় জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তির একমাত্র উৎস। | |
উত্তর+ | ||
৩। | কোষীয় খাদ্য পরিপাককারী সুক্ষ্ণ আবরণীবেষ্টিত ক্ষুদ্র অঙ্গাণু | |
উত্তর+ | ||
৪। | রাইবোজোম প্রস্তুত করে, DNA ধারণ করে এবং কোষ বিভাজনে অংশ নেয়। | |
উত্তর+ | ||
৫। | এগুলো প্রোটেন ও লিপিডকে কোষের অন্য অংশে বা কোষের বাহিরে নিয়ে যায়। | |
উত্তর+ | ||
৬। | কোষের সাইটোপ্লাজমের কাঠামো দান করে, নিউক্লিয়াসে সংশ্লেষিত RNA এই পথে প্রবাহিত হয়। | |
উত্তর+ | ||
৭। | কিছু কিছু জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে না, এদেরকে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা বলে। | |
উত্তর+ | ||
৮। | অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ঘন ও গোলাকার অংশ। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিউপ্লাজম এবং নিউক্লিওলাস নিয়ে গঠিত। | |
উত্তর+ | ||
৯। | কোষের সাইটোপ্লাজমের কাঠামো দান করে। | |
উত্তর+ | ||
১০। | এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রেখে বাইরের প্রতিকুল অবস্থা থেকে রক্ষা করে। এর মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর ও ব্যাপন নিয়ন্ত্রণ হয়। | |
উত্তর+ | ||
১১। | প্রোটোপ্লাজমের যে অংশ নিউক্লিয়াসের চারদিকে অবস্থান করে। | |
উত্তর+ | ||
১২। | প্রোটিন সংশ্লেষণে এবং স্নেহজাতীয় পদার্থ গঠনে সাহায্য করে। | |
উত্তর+ | ||
১৩। | এই দুটি mitosis ও meiosis প্রক্রিয়ায় কোষবিভাজনে সাহায্য করে। | |
উত্তর+ | ||
১৪। | অ্যানাটমি কী? | |
উত্তর+ | ||
১৫। | ফিজিওলজি কী? | |
উত্তর+ | ||
১৬। | Anatomical Position বলতে কী বোঝায়? | |
উত্তর+ | ||
১৭। | মানুষের অনুভূতির (special sence organs) অঙ্গগুলোর নাম কী? | |
উত্তর+ | ||
১৮। | নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার ও কী কী? | |
উত্তর+ | ||
১৯। | ডিএনএ কী? | |
উত্তর+ | ||
২০। | পরিবেশতাত্ত্বিকেরা চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক গঠন, ভৌগোলিক অবস্থান এবং পরিবেশগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানবজাতিকে কয় ভাগে (Race) ভাগ করেছেন? | |
উত্তর+ | ||
২১। | বাংলাদেশীরা কোন রেসের অন্তর্ভুক্ত? | |
উত্তর+ | ||
২২। | মানবজাতির শ্রেণীবিন্যাস কী? | |
উত্তর+ | ||
দেহের বিভিন্ন অঙ্গ-যন্ত্রাদির কার্যপ্রণালীকে প্রধানত দশ ভাগে ভাগ করা হয়। এগুলোর নাম কী?
উত্তর: A – B – C – D – E – F – G – H – I – J
কলার কার্যাবলী কি
গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে কলা (Tissue) চার প্রকার। সার্বিকভাবে বলা যায় – কলা দেহের বিভিন্ন অংশকে সংযুক্ত করে, দেহের কাঠামো গঠন করে এবং ঘাত নিরাময় ও রোগ প্রতিরোধ করে। তাছাড়া কলা দেহের ভারবহন, মেদ সঞ্চয় ও তাপমাত্রা নিয়ন্ত্রণেও অংশ নেয়।