প্রাগৈতিহাসিক যুগে হাজার হাজার বছর মানুষ প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে গিয়ে টিকে থাকার প্রয়োজনে পাথর ও গাছপালা দিয়ে হাতিয়ার তৈরি করেছে। এরপর ধাপে ধাপে জীবনযাত্রায় পরিবর্তন হয়েছে, গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতার। বিশ্বের বিভিন্ন এলাকায় কালের ব্যবধানে মানব সমাজের পরিবর্তন ও বিভিন্ন সভ্যতার ইতিহাস ভিত্তিক তথ্যের ওপর প্রশ্নোত্তরে লেখা এই পোস্ট।
১। | আজ থেকে আনুমানিক কত বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল? | |
ক) ৮.৫ বিলিয়ন বছর খ) ৬.৪ বিলিয়ন বছর গ) ৪.৬ বিলিয়ন বছর ঘ) ৪.৬ মিলিয়ন বছর |
||
উত্তর+ | ||
২। | আজ থেকে আনুমানিক কত বছর আগে পৃথিবীতে জীবের (ব্যাকটিরিয়া/জলজ উদ্ভিদ) সৃষ্টি হয়েছিল? | |
ক) ৩.৮ বিলিয়ন বছর খ) ২.৪ বিলিয়ন বছর গ) ১.৬ বিলিয়ন বছর ঘ) ১২ মিলিয়ন বছর |
||
উত্তর+ | ||
৩। | আজ থেকে আনুমানিক কত বছর আগে পৃথিবীতে ডাইনোসার বিকশিত হয়েছিল? | |
ক) ২৫ মিলিয়ন বছর খ) ৫২০ মিলিয়ন বছর গ) ১২ মিলিয়ন বছর ঘ) ২২৫ মিলিয়ন বছর |
||
উত্তর+ | ||
৪। | আজ থেকে আনুমানিক কত বছর আগে পৃথিবীতে স্তন্যপ্রায়ী প্রাণীর উদ্ভব হয়েছিল? | |
ক) ১০০ মিলিয়ন বছর খ) ২০০ মিলিয়ন বছর গ) ৩০০ মিলিয়ন বছর ঘ) ৪০০ মিলিয়ন বছর |
||
উত্তর+ | ||
৫। | আজ থেকে আনুমানিক কত বছর আগে পৃথিবীতে Primates-র (উচ্চ শ্রণীর স্তন্যপ্রায়ী প্রাণী) উদ্ভব হয়েছিল? | |
ক) ৭০ মিলিয়ন বছর খ) ২০ মিলিয়ন বছর গ) ১০ মিলিয়ন বছর ঘ) ৫ মিলিয়ন বছর |
||
উত্তর+ | ||
৬। | Primates-রা পূর্বপুরুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন প্রশাখায় বিভক্ত হতে শুরু করে – যার একটি পরিবার হোমিনিডে। এই হোমিনিডের পাঁচটি গণ (Genus)। মানব জাতি এর কোনটির অন্তর্ভুক্ত? | |
উত্তর+ | ||
৭। | মানব জাতির প্রাগৈতিহাসিক কালকে নৃতত্ত্ববিদগণ তিনটি প্রধান period/age-এ ভাগ করেছেন – এগুলোর নাম কী? | |
উত্তর+ | ||
৮। | পৃথিবী সৃষ্টির পর থেকে এপর্যন্ত কয়টি বরফ যুগের উদ্ভব ও অবসান হয়েছে? | |
উত্তর+ | ||
৯। | আজ থেকে কত বছর আগে সর্বশেষ বরফ যুগের অবসান হয়েছিল? | |
উত্তর+ | ||
১০। | প্রস্তর যুগ বলতে কী বোঝায় এবং এর ব্যাপ্তিকাল কত? | |
উত্তর+ | ||
১১। | পৃথিবীতে মানবজাতির প্রথম হাতিয়ার কী ছিল? | |
উত্তর+ | ||
১২। | হোমো ইরেক্টাস (Homo erectus) কাকে বলে? | |
উত্তর+ | ||
১৩। | হোমো স্যাপিয়েন্স (Homo sapiens) কাকে বলে এবং এদের আর্বিভাব হয়েছিল কত বছর আগে? | |
উত্তর+ | ||
১৪। | আদিম মানুষেরা প্রাকৃতিক ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করত? | |
উত্তর+ | ||
১৫। | ম্যাম্মোথ (Mammoth) কী? | |
উত্তর+ | ||
১৬। | পৃথিবীতে আজ থেকে আনুমানিক কত বছর পূর্বে শেষ তুষার যুগ শুরু হয়েছিল? | |
উত্তর+ | ||
১৭। | পৃথিবীতে আজ থেকে আনুমানিক কত বছর পূর্বে শেষ তুষার যুগের অবসান হয়েছিল? | |
উত্তর+ | ||
১৮। | মানব জাতির প্রথম গৃহপালিত পশু কী? | |
উত্তর+ | ||
১৯। | কৃষিবৃত্তির উদ্ভব হয়েছিল কবে? | |
উত্তর+ | ||
২০। | তাম্রযুগ কখন শুরু হয়েছিল? | |
উত্তর+ | ||