কম্পিউটার শিক্ষা

Digital-devices
হার্ডওয়ারউইন্ডোজ ১০ওয়ার্ডএক্সেলপাওয়ার পয়েন্টইন্টারনেটই-মেইলফেসবুকগুগল ফটো এডিটঅডিও-ভিডিওমোবাইল ফোন

আধুনিক মানসভ্যতার অন্যতম সর্বশ্রেষ্ঠ অবদান হল কম্পিউটার। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাবসা, পরিবহন, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, মহাকাশ গবেষণা প্রভৃতি ক্ষেত্রে এটির ব্যবহার মানুষের জীবনকে গতিময় ও সহজ করে দিয়েছে। বর্তমানে কম্পিউটারের সাহায্য ছাড়া জীবন অচল। বাড়ির ট্যাক্স, টেলিফোন বা ওয়াশার বিল, অনলাইনে কেনাকাটা, টিকেট বুকিং ইত্যাদি সবকিছুই বাড়িতে বসেই ইন্টারনেটের মাধ্যমে করা যায়। তাই সাধারণ মধ্যবিত্তের ঘরেও কমপিউটার এখন প্রয়োজনীয় সামগ্রী। তাই বর্তমান যুগকে ডিজিটাল বা তথ্যপ্রযুক্তির যুগ বলা হয়। বর্তমানে মানুষ যতই শিক্ষিত হউক না কেন কম্পিউটার সম্পর্কে জ্ঞান না থাকলে যে কোনো মানুষের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। তাই বর্তমান যুগে ঠিকে থাকতে হলে নিজেকে যোগ্যতাসম্পন্ন করার জন্য কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম।

কম্পিউটারের এখতিয়ার এখন ব্যাপক। তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে আমাদের প্রাত্যহিক জীবনে যেসব ডিজিটাল ডিভাইস, প্রোগ্রাম, অ্যাপ এবং অনলাইন সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ সেসব বিষয়ে বেসিক ধারণা দেওয়ার লক্ষেই এই কমপিউটার শিক্ষার অধ্যায়টি এখানে যোগ করা হলো। কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা গত দেড় দশকে বেড়েছে প্রতিটি বিষয়ের ওপর আলাদা আলাদা করে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যাতে যে কোনো ব্যক্তি নিজে নিজে শিখতে পারে। কম্পিউটার শিক্ষা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেড়েছে। কিন্তু অনেকেই ইচ্ছা থাকা সত্বেও সময় ও সুযোগের অভাবে কোনো প্রতিষ্ঠানে গিয়ে কম্পিউটার শিখতে পারছে না। এখানে কোর্সগুলোকে এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষিত-অশিক্ষিত ও সব বয়সের মানুষ ঘরে বসে কমপিউটার ও কমপিউটার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহজে বেসিক জ্ঞান লাভ করে নিজেকে বর্তমান ডিজিটাল বিশ্বের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে।

  1. হার্ডওয়ার:

  2. ওয়ার্ড:

  3. এক্সেল:

  4. পাওয়ার পয়েন্ট:

  5. ইন্টারনেট

  6. ই-মেইল

  7. ফেসবুক

  8. গুগল

  9. ফটো এডিট

  10. অডিও-ভিডিও

  11. মোবাইল ফোন