কুইজ আজকের কুইজ Thursday, 21st November, 2024 (১) Who is the father of Geometry? Euclid Kepler Aristotle Archimedes Pythagoras (২) পৃথিবীর বৃহত্তম ভালুক কোনটি এবং এর নাম কী? A. Spectacled bear A. Sloth Bear B. Brown bear B. Spectacled bear C. Polar bear C. White bear D. White Bear D. Sloth Bear (৩) জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কী বলে? অণু কোষ পরমাণু ডি এন এ (৪) কাপড় ধোয়ার সোডার রাসায়নিক নাম কী? Calcium carbonate Sodium bicarbonate Sodium carbonate Calcium bicarbonate (৫) সম্রাট আকবরের সমাধি কোন শহরে অবস্থিত? দিল্লী আগ্রা লাহোর ফতেহপুর সিক্রি (৬) নিচের পংক্তিটি কার লেখা? “প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল, অসুন্দর থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে।” মৈত্রী দেবী মিনাক্ষী দাস তসলিমা নাসরিন নবনীতা দেব সেন (৭) প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সঠিক চিত্র কোনটি? 1 2 3 4 5 6 (৮) স্থির পানিতে একটি নৌকা ঘন্টায় ১৩ কিলোমিটার গতিতে চলতে পারে। স্রোতের গতি যদি ঘন্টায় ৪ কিলোমিটার হয় তবে নৌকাটি স্রোতের অনুকুলে ৬৮ কিলোমিটার যেতে কত সময় লাগবে? ৩ ঘন্টা ৪ ঘন্টা ৫ ঘন্টা ৬ ঘন্টা (৯) আধুনিক যুগের দেশগুলোর মধ্যে কোন দেশের সংবিধান সবচেয়ে পুরনো? ফ্রান্স যুক্তরাষ্ট্র ইটালি নরওয়ে (১০) Cup is to coffee as bowl is to food dish soup spoon (১১) They …….. time for lunch. hadn’t didn’t have had not didn’t have got (১২) নিচের চিত্রগুলোর মধ্যে কোনটি অপর চারটি থেকে ভিন্ন?A B C D E (১৩) ২০০৬ সালের ১ জানুয়ারি যদি রবিবার হয়, ২০১০ সালের ১ জানুয়ারি সপ্তাহের কোন দিন ছিল? শুক্রবার শনিবার রবিবার সোমবার (১৪) 30 < 3x-6 < 63 x is greater than 10 10 is greater than x x is equal to 10 Uncertain (১৫) ভারত হকি খেলায় প্রথম অলিম্পিক পদক জয় করে কোন সালে? 1932 19361948 1928 (১৬) কোন বক্তব্যটি সঠিক নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী বাংলাদেশের খুলনার মেয়ে মৃণালিনী দেবী মাত্র ত্রিশ বছর বয়সে মারা যান। সুলতানি আমলে বাংলার রাজধানীর ছিল অধুনা ধ্বংসপ্রাপ্ত গৌড়। এটি লক্ষনাবতী নামেও পরিচিত। মাশরুমে প্রচুর পরিমাণে ফলিক এসিড থাকে, যা শরীরের রক্তশূন্যতা পূরণে সাহায্য করে। ব্রাহ্মধর্ম হল ১৯শ শতাব্দীর বাংলার একটি ধর্মীয় আন্দোলন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজ আন্দোলনের প্রথম প্রবক্তা।