জানা-অজানা

Monday, 31st March, 2025

Monkey Jack
ডেউফল বা ডেউয়া

ডেউয়া (ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল বা ঢেউফল) এক ধরনের অপ্রচলিত টক-মিষ্টি ফল। ডেউয়া গাছের বৈজ্ঞানিক নাম Artocarpus lacucha বা Artocarpus lakoocha Roxb. এবং ইংরেজি নাম Monkey Jack। এটি মোরাসিই পরিবারভুক্ত ক্রান্তীয় চিরসবুজ বৃক্ষ। এটি ভারতীয় উপমহাদেশের সর্বত্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রচুর জন্মে। এর কাঠ বেশ উন্নতমানের। এর ফল সুস্বাদু এবং উপকারী। গ্রামাঞ্চলে এটি অত্যন্ত পরিচিত একটি ফল হলেও শহরাঞ্চলে এটি একটি অপ্রচলিত ফল। বিশাল আকৃতির ডেউয়া গাছ চিরসবুজ বৃক্ষ। পাতাগুলো বড় এবং খসখসে, অনেকটা ডুমুরের পাতার মতো। এক একটি গাছ ২০-২৫ ফুট উঁচু হয়। গাছের ভেতর সাদাটে কষ বা আঠা থাকে। এর পাতা ৬-১২ ইঞ্চি লম্বা ও ৪-৭ ইঞ্চি চওড়া হয়। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। স্ত্রী ফুল আকারে বড়, বোঁটা ছোট ও মসৃণ। এ ফুলে পাঁপড়ি নেই, ছোট গুটির মত। স্ত্রী ফুল থেকে ফল হয়। এর কাঠ বেশ উন্নত মানের, বড় বড় জিনিসের কাঠামো তৈরিতে ব্যবহৃত হয়। গাছে ফেব্রুয়ারির শেষের দিকে ফুল আসে এবং জুন মাসের দিকে ফল পাকতে শুরু করে। ডেউয়া কাঁঠালের মতো গুচ্ছফল। বাইরের অংশটি থাকে অসমান। ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ হয়। ফলের কাঁঠালের মতো ছোট ছোট কোষ থাকে। পাকা ফলের কোষের রং হয় লালচে হলুদ বা লালচে কালো। এই ফল পুরোপুরি গোলাকার হয় না। ফলটির গায়ে উঁচু-নিচু হয়। কাঁচা টক টক স্বাদ। কিন্তু পাকলে সেটা তখন অন্য স্বাদ। সেটা টকও নয়, আবার মিষ্টিও নয়। দেখতে অদ্ভুত এবং ভিন্ন স্বাদের ডেউয়া ফল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি এর রয়েছে বেশ কিছু ভেষজ গুণ।


বাণী

স্ত্রীকে উপহার দিয়ে সন্তুুষ্ট করতে পারবে পৃথিবীতে এমন ধনী নেই।
হেনরি মিলার
অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি।
বাংলা প্রবাদ


QUOTES

Whatever you are, be a good one.
Abraham Lincoln
A pessimist is a person who has had to listen to too many optimists.
Don Marquis


বাংলা

অকমনীয় [অকমোনিয়ো] বিশেষণ
১ অবাঞ্ছনীয়; কাম্য নয় এমন। ২ অসুন্দর; কুৎসিত।
উদাহরণ:
তিনি বলেন, ঠিকমত পরতে পারলে হিজাব নারীকে অসুন্দর, রুক্ষ ও অকমনীয় করে না।
 
শুদ্ধ বানান – (অশুদ্ধ/বর্জনীয়)
অগ্রসর – (অগ্রসরমান)
অধীন – (অধীনস্থ)


ENGLISH

abdicate [অ্যাব্‌ডিকেইট্‌] verb
১ ছেড়ে দেওয়া; দাবি ত্যাগ করা।
২ (পদে, অধিকার, বিশেষত সিংহাসন ইত্যাদি) ত্যাগ করা।
1 Fail to fulfil or undertake (a responsibility or duty)
2 (of a monarch) renounce one’s throne.
Example:
1. The government should abdicate some of its responsibilities to the local bodies.
2. The queen should abdicate in favour of her eldest son.
 
as simple as that idioms
সহজ; সহজসাধ্য বা সহজবোধ্য
1 extremely easy to understand or comprehend
2 not complicated at all
3 so easy and not more difficult than that
Example:
1. Every new recruit has to undergo an orientation course, it’s as simple as that.
2. China’s rise to global power is not as simple as that.


বিচিত্র তথ্য

Every 13 minutes, a woman dies from breast cancer in the U.S.


তথ্য ও ছবির উৎস: এই পাতার সব তথ্য-উপাত্ত ও ছবি দেশ-বিদেশের বিভিন্ন বই-পুস্তক, অভিধান, পত্র-পত্রিকা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া এবং ইন্টারনেট থেকে সংগৃহীত