বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান – ৫

বুদ্ধি হলো সহজাত মানসিক ক্ষমতা আর জ্ঞান হলো অর্জিত বিদ্যা। বিদ্যা ও বুদ্ধি দুটিই যাচাইয়ের জন্য ৩০টি প্রশ্ন দেওয়া হল। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজন হবে বুদ্ধি, ধৈর্য্য এবং জ্ঞান। সরাসরি কোন প্রশ্নের উত্তর দেখার আগে নিজে চেষ্টা করে দেখা উচিত উত্তর/সমাধান বের করা যায় কিনা। এতে সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ হবে।

১। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন চিত্রটি বসবে?
iq-5_1
উত্তর+
২। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৬.০ সেন্টিমিটার ও একটি কোণ ৩০ ডিগ্রী হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
ক) ৭.৬
খ) ৬.৭
গ) ৭.৮
ঘ) ৮.৭
ঙ) ৮.০
উত্তর+
৩। মুসলমানদের জন্য যেরূপ কুরআন, তেমনি ইহুদীদের জন্য ___।
A. যাবুর
B. তওরাত
C. ইঞ্জিল
D. বাইবেল
উত্তর+
৪। শুন্যস্থানের যথার্থ শব্দ কোনটি?
গভীর —— ‘যেতে নাহি দিব’। হায়,
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
A. ক্রন্দন 
B. দুঃখ 
C. বেদনা 
D. আকুতি 
উত্তর+
৫। নিম্নের কোন চিত্রটি অপর চারটি থেকে ভিন্ন?
iq-5_5
উত্তর+
৬। গ্রীষ্মের রাতে শিশির পড়ে না, কারণ :
ক) ভূ-পৃষ্ট সংলগ্ন বায়ু সবসময় কমবেশি উষ্ণ থাকে।
খ) সুর্যের উত্তাপে ভূ-পৃষ্ট সবসময় শুষ্ক থাকে।
গ) গ্রীষ্মকালে সুর্য তির্যকভাবে কিরণ দেয় না।
ঘ) গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে।
উত্তর+
৭। In a rainbow one would never find
A. green
B. yellow
C. blue
D. white
উত্তর+
৮। হারানো সংখ্যাটি কী?
iq-5_8
উত্তর+
৯। সমাজতন্ত্র মতবাদের জনক কার্ল মার্কস কোন দেশের অধিবাসী?
A. পোলান্ডের
B. জার্মানীর
C. রাশিয়ার
D. রুমানিয়ার
উত্তর+
১০। যদি ৫ জন বালক ১২ মিনিটে ২টি পুতুল বানাতে পারে, তবে ১০ জন বালক ১৮ মিনিটে কয়টি পুতুল বানাতে পারবে?
A. ৫টি
B. ১০টি
C. ৬টি
D. ২টি
উত্তর+
১১। Agenda : Conference :: ? : ?
A) executive : employee
B) Agency : Assignment
C) Teacher : Class
D) Map : Trip
উত্তর+
১২। X and Y are the parents of Z, but Z is not the son of X. What is Z to X?
A) Father
B) Nephew
C) Aunt
D) Daughter
উত্তর+
১৩। Which symbol means dangerous radioactivity?
iq-5-13
উত্তর+
১৪। Which one of the five is least like the other four?
A. Sunflower
B. Cauliflower
C. Magnolia
D. Rose
উত্তর+
১৫। Which is NOT a synonym for SWELLING?
A. turgidity
B. tumefaction
C. dilation
D. flaccidity
উত্তর+
১৬। The trees here are really beautiful _____ the spring.
A. at   B. in
C. to   D. on
উত্তর+
১৭। Which sentence is correct?
A. That was sure a mistake.
B. His behavior seemed a little oddly.
C. Winning is not nearly as important as playing well.
D. He didn’t run good enough to qualify for the race.
উত্তর+
১৮। মহাত্মা গান্ধীর সাথে নাথুরাম গডসের যেরূপ সম্পর্ক, তেমনি আব্রহাম লিংকনের সাথে সম্পর্ক –
A. লী ওসওয়াল্ড
B. পিটারসন
C. জন বুথ
D. আমির
উত্তর+
১৯। ‘আয়েস’-এর বিপরীথার্তক শব্দ কোনটি?
A. কায়েস
B. সরল
C. অমৃত
D. কৃচ্ছ
উত্তর+
২০। একটি দোকানে দুই ধরনের সরবত বিক্রি হয়: লেবুর সরবত ও আমের সরবত। জরিপে দেখা যায় দোকানটিতে ৫ গ্লাস লেবুর সরবত বিক্রি হলে আমের সরবত বিক্রি হয় ২ গ্লাস। একদিন বিকালে দোকানটিতে ৪২ গ্লাস সরবত বিক্রি হল। তার মধ্যে কয় গ্লাস লেবুর সরবত ও কয় গ্লাস আমের সরবত?
উত্তর+
২১। ? : Knee :: Wrist : Elbow
A. Hand
B. Fingers
C. Foot
D. Ankle
উত্তর+
২২। Insert the missing letters.
iq-5_22
উত্তর+
২৩। If x and y are positive integers such 13x + 4y = 100, then x + y = ?
 
উত্তর+
২৪। একই হার সুদে ৩০০ টাকার ৪ বছরের সুদ এবং ৫০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১৪৮ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
A. ৩%
B.  ৪%
C. ৫%
D. ৬%
উত্তর+
২৫। প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত?
algebra
উত্তর+
২৬। অসামাঞ্জস্য শব্দ কোনটি?
A. চার
B. পঞ্চম
C. ষষ্ঠ
D. সপ্তম
উত্তর+
২৭। বৎসরের কোনদিন ভ্যালেন্টাইন ডে (ভালবাসার দিবস) উদ্যাপন করা হয়?
A. ১৪ ফেব্রুয়ারি
B. ১১ জুলাই
C. ২৬ নভেম্বর
D. ১৬ ডিসেম্বর
উত্তর+
২৮। আশীবিষ’ শব্দের অর্থ কী?
A. মার্তন্ড
B. হুতাশন
C. মাতঙ্গ
D. ভুজঙ্গ
উত্তর+
২৯। Pipe Wrench কোনটি?
iq-5_29
উত্তর+
৩০। Which statement is not true?
A. A gigabyte is 1,000 megabytes.
B. The peanut is not a nut, it is actually a legume.
C. Antarctica is the only land on our planet is not owned by any country.
D. The term ‘pH’ denotes the acidity or basicity of a solution.
উত্তর+

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।