ডিজিটাল ক্যামেরা ম্যানুয়্যাল


এই পোস্টে টিপিক্যাল ডিজিটাল ক্যামেরার বিবরণ বা ম্যানুয়েল দেওয়া হল। ক্যামেরার সব ফাংশন/ফিচার সম্পর্কে এবং প্রতিটি বাটন/অপশনের অবস্থান ও ব্যবহার পদ্ধতি আগে থেকেই জেনে রাখা ভালো। তাহলে সঠিক সময়ে সঠিক বাটনটি খুঁজে পেতে ও ব্যবহার করতে সমস্যা হয় না। ডিজিটাল কমপ্যাক্ট ও ডিএসএলআর ক্যামেরার বিভিন্ন পার্টস ও বাটনের পরিচিতি, গুরুত্বপূর্ণ বাটন ও ফিচারসমূহের ফাংশন ও ব্যবহার, ম্যানুয়েল ও অটো এক্সপোজার, কমপ্যাক্ট ও ডিএসএলআরের পার্থক্য, ক্যামেরার প্রয়োজনীয় ও অতিরিক্ত উপকরণসমূহ, গ্রাফিক্যাল সিম্বলের বর্ণনা, ক্যামেরা সেটিং, ক্যামেরা ধরার কৌশল, ক্যামেরার পরিচর্যা ও রক্ষণাবেক্ষন নিয়ে এই পর্বে আলোচনা করা হল।

কমপ্যাক্ট ডিজিটাল ক্যামেরার বেসিক পার্টস ও বাটন +
ম্যানুয়েল ও অটো এক্সপোজার +
এসএলআর ও কমপ্যাক্ট ক্যামেরার পার্থক্য +
ডিএসএলআর ক্যামেরার বেসিক পার্টস ও বাটন +
ক্যামেরার প্রয়োজনীয় ও অতিরিক্ত উপকরণ +
গ্রাফিক্যাল প্রতীক +
ক্যামেরা ধরার কৌশল +
ক্যামেরা-প্রিন্টার-কমপিউটার-টিভি সংযোগ +
ডিজিটাল ক্যামেরার রক্ষণাবেক্ষন ও নিরাপত্তা +
বহিঃসংযোগ +
এই সাইটে প্রকাশিত ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফ সম্পর্কিত সবগুলো পোস্টের সংযোগ এখানে দেওয়া হল:
  1. ডিজিটাল ক্যামেরা: বেসিক ফিচার ও ফাংশন
  2. ডিজিটাল ক্যামেরা ম্যানুয়েল
  3. ফটোগ্রাফি টিউটোরিয়েল
  4. ফটোগ্রাফির ১২০ টিপস্

———————-
তথ্যসূত্র:
ইন্টারনেট ও পত্রপত্রিকা,
Digital Photography For Dummies,
Digital Camera Techniques by John Kim

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।