ফুটবল (Soccer)

ফুটবল একটি জনপ্রিয় খেলা। অন্যান্য খেলার তুলনায় এর প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট ছাড়াও প্রতি বছর বিভিন্ন দেশের শীর্ষ স্থানীয় ফুটবল লীগের খেলায়ও এখন সারা বিশ্বের ফুটবল প্রেমীদের আগ্রহ। তথ্য প্রযুক্তি ও স্যাটেলাইট টিভির মাধ্যমে এখন দেশ-বিদেশের ফুটবল খেলা লাইভ উপভোগ করছেন অজ পাড়াগাঁয়ের মানুষও। ফুটবলের নিয়মকানুন, বিশ্বকাপ ফুটবল, আন্তর্জাতিক প্রতিযোগিতা, বিশ্বের শীর্ষস্থানীয় লীগ ও ক্লাব, ফুটবলের উল্লেখযোগ্য ঘটনা, রেকর্ড ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন ও উত্তরে সাজানো হয়েছে এই পোস্টটি।

Football field

Football field

১। ফিফা কী? কত সালে ফিফা প্রতিষ্ঠিত হয়?
উত্তর+
২। কোন সালে কোথায় প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং তাতে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর+
৩। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তর+
৪। ফুটবল মাঠের পাশের লম্বা লাইন (চিত্রে AB ও CD রেখা) এবং প্রস্থের লাইনকে (চিত্রে AC ও BD রেখা) কী বলে?
উত্তর+
৫। ফুটবল মাঠকে দূইভাগে ভাগ করার জন্য মাঝখানে যে লাইন টানা হয় (চিত্রে GH রেখা) তাকে কী বলে?
উত্তর+
৬। চিত্রের ফুটবল মাঠের E এবং F চিহ্নিত এরিয়ার নাম কী?
উত্তর+
৭। আন্তর্জাতিক মানের একটি ফুটবল মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
উত্তর+
৮। পেনাল্টি স্পট (চিত্রে I) থেকে গোল লাইনের দূরত্ব কত?
উত্তর+
৯। গোলপোস্টের প্রস্থ এবং উচ্চতা কত?
উত্তর+
১০। অফসাইড ধরা হয় কখন?
উত্তর+
১১। ইনডাইরেক্ট কিক বলতে কী বোঝায়?
উত্তর+
১২। ফুটবল ম্যাচের সমাপ্তি ঘোষণার জন্য রেফারী পরপর কয়বার হুইসেল দেয়?
উত্তর+
১৩। থ্রো-ইন -এর মাধ্যমে সরাসরি গোল করলে তা গ্রহণযোগ্য হবে কি?
উত্তর+
১৪। ব্রাজিল ২০১৪ সাল পর্যন্ত মোট কয়বার বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে?
উত্তর+
১৫। ২০১৪ বিশ্বকাপে ফুটবল খেলোয়াড় সুয়ারেজ ইটালির খেলোয়াড় বিয়েল্লীনির কাঁধে কামড় দিয়ে আলোড়ন সৃষ্টি করে! সুয়ারেজ কোন দেশের খেলোয়াড়?
উত্তর+
১৬। ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জার্মানী কত গোলে জয়লাভ করে?
উত্তর+
১৭। ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী খেলায় কোরেশিয়ার বিরুদ্ধে ব্রাজিল ৩-১ গোলে জয়লাভ করে। কোরেশিয়ার পক্ষে একমাত্র গোলটি কে করেছিলেন?
উত্তর+
১৮। ২০১৪ বিশ্বকাপে শীর্ষ গোলদাতার পুরষ্কার “গোল্ডেন বুট” পেয়েছিলেন কোন দেশের কোন খেলোয়াড়?
উত্তর+
১৯। ২০১৪ বিশ্বকাপে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে “গোল্ডেন বল” পুরস্কার পেয়েছিলেন কে?
উত্তর+
২০। কোন দেশ বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে কাপ জয় করতে পারেনি?
উত্তর+
২১। বিশ্বকাপের একটি ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড কত?
উত্তর+
২২। বিশ্বকাপের দ্রুততম গোল কোনটি?
উত্তর+
২৩। বিশ্বকাপের শততম গোলটি করে কে এবং কত সালে?
উত্তর+
২৪। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক কোন ম্যাচে হয়েছিল?
উত্তর+
২৫। জুলে রিমে কী?
উত্তর+

চলবে…

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।