01. গোলাপ :: Rose
গ্রিক উপকথায় প্রেমের দেবী ভেনাসের পায়ের রক্ত থেকে গোলাপের জন্ম। সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ। গোলাপ এক প্রকার সুপরিচিত ফুল যা আধুনিক মানুষের কাছে সৌন্দর্য্য ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত। গোলাপ গাছের কাণ্ডে কাঁটা থাকে। এর পাতার কিনারাতেও ক্ষুদ্র কাঁটা রয়েছে। গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে। অল্প কিছু প্রজাতির আদি বাস ইউরোপ, উত্তর আমেরিকা, ও উত্তরপশ্চিম আফ্রিকা মহাদেশে। ফুলের সৌন্দর্য ও সুবাসের জন্য গোলাপ বিশ্বজুড়ে বিখ্যাত। গোলাপ Rosaceae গোত্রের অন্তর্ভুক্ত Rosa গণের দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ। সারা পৃথিবীতে গোলাপের প্রজাতি সংখ্যা প্রায় ১৫০। গোলাপ একটি সম্পূর্ণ ফুল অর্থাৎ এতে বৃতি, দল, পুংকেশর, গর্ভকেশর প্রভৃতি ফুলের সবকটি অংশই নির্দিষ্ট সংখ্যায় আছে। গোলাপ গাছ একদিকে যেমন সরু সরু ডালপালাসহ ছোট ঝোপ হতে পারে, অন্য দিকে পাহাড়ি এলাকায় পাইনজাতীয় গাছের ফাঁকে ফাঁকে বুনো লতাগোলাপ অনেক উঁচুতে উঠতেও পারে। গোলাপীবর্ণ ছাড়াও নানা বর্ণের গোলাপ জন্মে থাকে।
|
02. টিউলিপ :: Tulip
টিউলিপ বর্ষজীবি ও বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত। ইরানের জাতীয় ফুল টিউলিপ। পামির মালভূমি এবং হিন্দুকুশ পর্বতমালার এলাকা থেকে উদ্ভূত হয়ে কাজাখস্তানে স্থানান্তরিত হয় যা পরবর্তীতে মধ্যপ্রাচ্য, আফগানিস্তান, ইউরোপের দক্ষিণাংশ, উত্তর আমেরিকায় ছড়িয়ে পড়ে। এটি মুকুল থেকে জন্মায়। বিভিন্ন প্রজাতিতে এর উচ্চতা ভিন্নরূপ হয়। সচরাচর ৪ ইঞ্চি (১০ সে.মি.) থেকে শুরু করে সর্বোচ্চ ২৮ ইঞ্চি (৭১ সে.মি.) পর্যন্ত উচ্চতাসম্পন্ন হয়। অধিকাংশ টিউলিপই ডাঁটা থেকে একটিমাত্র মুকুলের মাধ্যমে বিকশিত হয়। কিন্তু কিছু প্রজাতিতে (যেমন – টিউলিপা তুর্কেস্টানিকা) কয়েকটি ফুল হতে পারে। বাণিজ্যিকভিত্তিতে অটোম্যান সাম্রাজ্যে চাষাবাদ শুরু হলেও পরবর্তীকালে নেদারল্যান্ডে বাণিজ্যধর্মী আবাদ শুরু হয়। হল্যান্ড বিশ্বের প্রধান টিউলিপ উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত।
|
03. ডালিয়া :: Dahlia
সুদৃশ্য ও বর্ণের প্রাচুর্যে মহিমান্বিত সুন্দর একটি শীতকালীন ফুল ডালিয়া। বৈজ্ঞানিক নাম Dahlia Variailis। ডালিয়া ফুলের আদি বাসস্থান মেক্সিকো ও গুয়াতেমালায়। লর্ডবুটি নামের এক ব্যক্তি স্পেন থেকে ডালিয়া ফুল প্রথমে ইংল্যান্ডে নিয়ে আসেন। সেই ফুল দেখে সুইডেনের উদ্ভিদতত্ত্ববিদ আন্দ্রিয়াস গুস্তাভ ডাল নিজের নামের অনুকরণে ফুলের নাম রাখেন ডালিয়া। ডালিয়ার ১১টি শ্রেণীর আওতায় এর প্রচুর জাত রয়েছে। খাটো থেকে লম্বা নানা রকমের জাত রয়েছে। ফুলের গড়ন আর রঙের শেষ নেই। পাতা সামান্য লতাযুক্ত, মূল অনেকটা শতমূলীর মতো মাংসল। ডালিয়া ফুলের নীল ও সবুজ রঙ ছাড়া প্রায় সব রঙেরই হয়ে থাকে। সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটি বা বেলে দোআঁশ প্রকৃতির ঈষৎকার মাটি ডালিয়া চাষের জন্য উত্তম। ডালিয়া বীজ, মূলজ কন্দ, ডাল কলম এবং ত্রেবিশেষে জোড় কলমের সাহায্যে বংশ বিস্তার করে।
|
04. অর্কিড :: Orchids
অর্কিড একটি পরাশ্রয়ী উদ্ভিদ, যা কিনা অন্যগাছের আশ্রয় নিয়ে বেচেঁ থাকে ও সেখান থেকে খাদ্য গ্রহন করে। অর্কিড হলো অর্কিডেসি পরিবারের ফুল। ধান, গমের মত এরাও এক বীজপত্রী, অথচ এরা দীর্ঘজীবী উদ্ভিদ। ফুল উৎপাদনকারী উদ্ভিদ জগতে এটি এক বিশাল পরিবার। এই পরিবারের গণের সংখ্যা এখন নয় শতে দাঁড়িয়েছে আর প্রজাতি সংখ্যা ত্রিশ হাজারেরও অধিক। গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এর আধিক্য পরিলক্ষিত হয়। বিশেষ করে এশিয়া, দক্ষিণ আমেরিকা আর মধ্য আমেরিকাতে এদের বেশি দেখা মেলে। পাহাড়ী অঞ্চলে প্রকৃতির আপন খেয়ালে এদের জন্ম। প্রকৃতির ইচ্ছেয় সকলের অলক্ষ্যে বন জঙ্গলে তৈরি হয়েছে হাজারো বৈচিত্র্যময় অর্কিড।
|
05. সূর্য্যমুখী ফুল :: Sunflower
সূর্যমুখী ফুল হলুদ রশ্মিপুষ্পিকাসহ মুন্ডকমঞ্জরি (head) ৩০ সেমি পর্যন্ত চওড়া হয়। এটি বীজ তেলপ্রদায়ী এবং হাঁস-মুরগির খাদ্য। বনস্পতি বা উদ্ভিজ্জ ঘি তৈরিতে বাদাম তেলের বিকল্প হিসেবে ব্যবহার্য। ভোজ্যতেলের মধ্যে সূর্যমুখী তেল পুষ্টিমানে সর্বোত্তম; হূদরোগীদের জন্য বিশেষ উপযোগী, কারণ এতে রক্তে কলেস্টেরল বাড়ে না। সম্ভবত সূর্যমুখীর প্রথম আবাদ হয় মেক্সিকোতে। বাংলাদেশে সূর্যমুখীর চাষ প্রথমে বাগানের বাহারি ফুল হিসেবে এবং পরে ১৯৮০-র দশকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রবি ও খরিফ ফসল হিসেবে এর চাষ শুরু হয়।
|
06. লিলিফুল :: Lilies
এই ফুলকে বিশুদ্ধতার প্রতীক হিসাবে গণ্য করা হয়। লিলিফুল বিভিন্ন আকার ও বর্ণের হয়ে থাকে এবং বিশ্বের প্রায় সব দেশে পাওয়া যায়। ফুলের জগতে লিলি নামে আরো কিছু ফুল রয়েছে, যেমন: day-lily, water-lily, arum-lily ইত্যাদি। নামের আংশিক মিল থাকলেও এগুলো লিলিফুল থেকে সম্পূর্ণ ভিন্ন জাতের। সাধারণত শরৎ ও বসন্তকালে লিলিফুলের চারা লাগানো হয়।
|
07. ডেফোডিল :: Daffodils
দীর্ঘ কান্ড বিশিষ্ট স্বর্ণালী হলুদ বর্ণের ডেফোডিল ফুল নবজীবন ও সজীবতার প্রতীক। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে বসন্তকালে সর্বত্র দৃশ্যমান এই ফুলকে বসন্তের সমার্থক শব্দ মনে করা হয়। ড্যাফোডিল এর বোটানিক্যাল নাম Narcissus এবং ইংল্যান্ডে এটি jonquils হিসাবে পরিচিত। শোকার্ত এবং অসুখী ব্যক্তিকে নতুন করে সুখী জীবন ফিরে পাওয়ার মানসে ড্যাফোডিল ফুলের তোড়া উপহার দেওয়া হয়। উল্লেখ্য, শুধুমাত্র একটি ড্যাফোডিল ফুল কাউকে উপহার হিসাবে দেওয়া হয় না। কারণ একে দূর্ভাগ্যের ভবিষ্যদ্বাণী মনে করা হয়! ডেফোডিল ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে। তবে স্বর্ণালী হলুদ ও সাদা রংয়ের ডেফোডিল সবচেয়ে বেশী পরিলক্ষিত হয়।
|
08. প্যারোট বীক :: Parrot Beak
Lotus berthelotii নামে এই ফুলটি দেখতে তোতা পাখীর ঠোঁটের মত, তাই একে Parrot’s Beak বলা হয়। ব্যতিক্রমী আকারের এই ফুলটি সহজেই সবার দৃষ্টি আকর্ষণ করে। লাল-হলুদ-কমলা রংয়ের বিন্যাসে বৈচিত্রময় ফুলটি সাধারণত সূর্য্যের আলোতে ও কম তাপমাত্রার আবহাওয়াতে ভালো জন্মে।
|
09. ব্লীডিং হার্ট :: Bleeding Heart
হৃৎপিন্ডের মত দেখতে আকর্ষণীয় এই ফুলটির নামকরণের যথেষ্ট সার্থকতা রয়েছে। এটি আদ্র ও ঠান্ডা আবহাওয়ায় ভালো জন্মে। এর উৎপত্তি সাইবেরিয়া, জাপান, কোরিয়া এবং চীন। একে “lyre flower” এবং “lady-in-a-bath” নামেও প্রকাশ করা হয়।
|
10. চেরি ফুল :: Cherry Blossom
‘ওগো বিদেশিনি তোমার চেরি ফুল দাও, আমার শিউলি নাও, এসো দুজনে প্রেমে হই ঋণী’। চেরি জাপানের ঐতিহ্যবাহী একটি ফুল। প্রতি বছর মার্চ-এপ্রিলে সাধারণত চেরি ফুল অতি অল্প সময়ের জন্য ফোটে। প্রায় ১৩ শ বছর ধরে জাপানিরা এই ফুলটিকে নিয়ে বিভিন্ন উৎসব পালন করে আসছে, যার মধ্যে ‘হানামি’ অন্যতম। হানামি জাপানি শব্দ, এর অর্থ ফুল দেখা বা ফুলের সৌন্দর্য উপভোগ করা। অনিন্দ্য সুন্দর এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে জাপানিরা এ উৎসবের আয়োজন করে। উৎসবের দিনটি জাপানিদের কাছে এক মিলনমেলায় পরিণত হয়। চেরি ফুল বিশ্বের সবখানে কমবেশি দেখা যায়।
|
11. স্বর্গীয় পাখি :: Bird Of Paradise
পাখির আকারের মত দেখতে এক ব্যতিক্রমধর্মী ফুলের নাম স্বর্গীয় পাখি। এটি উষ্ণমন্ডলীয় এলাকার ফুল। রং ও আকারের ওপর ভিত্তি করে স্বর্গীয় পাখি কয়েক রকমের হতে পারে।
|
12. কাদুপুল :: Kadupul Flower
এটি ফণিমনসা জাতীয় উদ্ভিদ থেকে জন্মায়। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। কাদুফুল শুধু রাতের বেলায় পরিস্ফুটিত হয়। তাই এটি জাপানে “Beauty under the Moon” নামে পরিচিত।
|
13. ওরিয়েন্টাল পপি :: Oriental Poppy
ওরিয়েন্টাল পপি আফিম তৈরির পপি Papaver bracteatum এর গোত্রভুক্ত হলেও এর থেকে কোন রকমের ড্রাগ উৎপন্ন হয় না। উষ্ণ মন্ডলীয় আবহাওয়ায় ওরিয়েন্টাল পপি ভালো জন্মে। এটি লাল, গোলাপি ও কমলা রংয়ের হয়।
|
14. লানটানা :: Lantana
লানটানা হচ্ছে লাল, গোলাপ ও হলুদ রংয়ের ছোট ছোট একাধিক ফুলের সমন্বয়ে সৃষ্ট একটি গুচ্ছ ফুল। গায়ে বুনো গন্ধ, রূপে অপরূপ, সময়ের সাথে রং ও রুপ বদলে ফেলা এই ফুলটির নাম লানটানা। মোটামুটি সব জায়গায় কম বেশি দেখা যায় এই ফুল। সবচেয়ে চমৎকার এই ফুলের রঙ। নতুন ফুলের এক রঙ একটু পুরানো ফুলের আরেক রঙ। একই থোকায় কয়েক রঙ। লাল, কমলা, বেগুনি, হলুদ ইত্যাদি।
|
15. সর্বজয়া বা কলাবতী :: Canna
(বৈজ্ঞানিক নাম: Canna indica) হচ্ছে কানাসি পরিবারভুক্ত এবং Canna গণভুক্ত একপ্রকার উদ্ভিদ। এদের আদিভূমি হচ্ছে ক্যারিবীয় অঞ্চল ও আমেরিকার ক্রান্তীয় অঞ্চল। এটি বাগানের সৌন্দর্য-ফুল হিসবেও ব্যাপকভাবে লাগানো হয়। এটি বহুবর্ষজীবি উদ্ভিদ। লম্বায় এই গাছ জাতভেদে আধ থেকে আড়াই মিটার পর্যন্ত হয়। এর ফুল ক্লীব জাতীয়।
|
16. উপত্যকার কমল :: Lily Of The Valley
বিশ্বের সবচেয়ে সুন্দর ফুলের একটি “উপত্যকার কমল”। এর ক্ষুদ্র ও গোলাকার আকারের কারণে প্রায়ই একে “লেডি’স টিয়ারস” বলা হয়।
|
17. বেগোনিয়া :: Begonia
Begonias প্রায় গ্রীষ্মমণ্ডলীয় এবং গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে ভালো জন্মে। কিছু প্রজাতি সাধারণত শীতল জলবায়ুতে শোভাময় houseplants হিসাবে গৃহমধ্যে চাষ করা হয়।
|
18. ইক্সোরা :: Ixora
এই আশ্চর্যজনক ফুলটি সাধারণত “ওয়েস্ট ইন্ডিজের জুঁই” নামে পরিচিত। এটি হিন্দু উপাসনালয় এবং ভারতীয় ওষুধে ব্যবহার করা হয়। একে আবেগ এবং যৌনতার প্রতীক হিসাবে গণ্য করা হয়।
|
19. ল্যাভেন্ডার :: Lavender
ল্যাভেন্ডার একটি ব্যয়বহুল ফুল হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। এই ফুলের মার্জিত ডালপালা এবং একাধিক পুষ্পের সমন্বয়ে গঠিত ছুঁচোলো আকারের জন্য জনপ্রিয়। এটি নীল, বেগুনি এবং হালকা বেগুনি রংয়ের হতে পারে। এই সুন্দর ফুলটি নীরবতা, ভাগ্য, ভক্তি এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে।
|
20. প্লুমেরিয়া :: Plumeria
এই সুন্দর ফুলটি সেন্ট্রাল আমেরিকা, ব্রাজিল এবং ক্যারিবীয় অঞ্চলে দেখা যায়। প্লুমেরিয়া ফুলের 4 টি ভিন্ন ভিন্ন প্রজাতি রয়েছে
|
21. ম্যাগ্নোলিয়া :: Magnolia
ম্যাগ্নোলিয়া ফুল অন্যান্য ফুল থেকে কিছুটা আলাদা। কারণ এর সত্যিকারের কোন পাপড়ি নেই। এটি বিভিন্ন রংয়ের হয় এবং রং বিশেষে এর ফুলেল অর্থও বিভিন্ন রকমের হয়।
|
22. অম্বফুট :: Hydrangea
তারকা আকৃতির এই ফুলটি ঘনিষ্ঠভাবে একাধিক ফুলের সম্মিলন। এটি সাদা, নীল, গোলাপী এবং রক্ত বর্ণের হয়। এই দীপ্তিশীল ফুলকে ব্যগ্রতা এবং আন্তরিক ইচ্ছার প্রতিফলন হিসাবে গণ্য করা হয়।
|
23. শাপলা :: Water Lily
শাপলা (ইংরেজি: Nymphaeaceae) পুষ্প বৃক্ষ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ। বাংলায় বলা হয় শাপলা (শালুক ), ইংরেজিতে “Water Lily”, White Water Lily, White Lotus। এ পরিবারভূক্ত সকল উদ্ভিদই শাপলা নামে পরিচিত। সাদা শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল। এই ফুল সাধারণত ভারত উপমহাদেশে দেখা যায়। এই উদ্ভিদ প্রাচীনকাল থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। থাইল্যান্ড ও মায়ানমারে এই ফুল পুকুর ও বাগান সাজাতে খুব জনপ্রিয়।
|
24. গাঁদা ফুল :: Marigold
গাঁদা ফুল সবচেয়ে জনপ্রিয় এবং সাধারণ ফুলের মধ্যে অন্যতম। এই ফুল স্বর্ণ, কমলা, সাদা, লাল, হলুদ ইত্যাদি বিভিন্ন রংয়ের হয়। গাঁদা ফুল সূর্যালোকের প্রতীক যা ইতিবাচক অর্থ বহন করে।
|
25. পদ্ম ফুল :: Lotus
লোটাস গাছের পুষ্পশোভিত অর্থ পুনর্জন্মের এবং দেবত্ব। বৌদ্ধ ধর্মে পদ্ম ফুলকে মনের বিশুদ্ধতার প্রতীক হিসেবে দেখা হয় এবং আধ্যাত্মিক জাগরণ এবং জ্ঞানদানের সঙ্গে যুক্ত করা হয়। মিশরে পদ্মকে সূর্যের প্রতীক হিসেবে গণ্য করা হয়।
|
26. গ্লাডিওলি :: Gladioli
Gladioli একাধিক ফুল নিয়ে গঠিত লম্বা ফুলের নাম। এটি প্রধানত দক্ষিণ আফ্রিকা, ইউরোপ এবং ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলে চাষ করা হয়। এই ফুল, সাদা, গোলাপী, রক্তবর্ণ, হলুদ, কমলা, সবুজ এবং salmon ইত্যাদি বিভিন্ন রংয়ের হয়।
|
27. কার্নেশন :: Carnations
গ্রীক অনুষ্ঠান ক্রাউনিং-এ ব্যবহৃত হয় শব্দ ‘করোনার’ বা রাজ্যাভিষেক থেকে এই ফুলের কার্নেশন নামকরণ। এটি সহানুভূতির প্রতীক।
|
28. ক্যামেলিয়া :: Camellia
ক্যামেলিয়ার আদিনিবাস হিমালয় ও দক্ষিণ ও পূর্ব এশিয়া্য। এই ফুল গোলাপী, লাল বা সাদা বর্ণের হতে পারে। ক্যামেলিয়াকে ইচ্ছা, আবেগ এবং পরিশোধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
|
29. আইরিস ফুল :: Iris
আইরিস ফুলের প্রতীকী অর্থ রঙয়ের ওপর নির্ভর করে। সাদা আইরিস ফুল বিশুদ্ধতা এবং উদারতা, হলুদ আইরিস ফুল আবেগ, নীল আইরিস আশা ও বিশ্বাস এবং রক্তবর্ণ আইরিস ফুল প্রজ্ঞা ও অভিনন্দনের প্রতীক।
|
30. পিউনি :: Peony
Peony খুব সুগন্ধিযুক্ত চীনের ঐতিহ্যবাহী ফুল। এটা সম্পদ ও সম্মানের অধিকারী ফুল হিসাবে পরিচিত। এটা বিবাহ এবং উৎসবের জন্য একটি আদর্শ ফুল।
|
31. রানুকিউলাস :: Ranunculus
রানুকিউলাস পুষ্পবিশেষ একটি উজ্জ্বল রঙ্গিন ঔষধি হিসাবে ব্যবহৃত ফুল। এটা, হলুদ, গোলাপী, লাল ও সাদা রংঙের পাওয়া যায়। এই ফুল সাধারণভাবে ঝুমকো লতা হিসাবে পরিচিত।
|
32. স্ন্যাপড্রাগন :: Snapdragons
Snapdragons আদিনিবাস স্পেন এবং ইতালি। স্ন্যাপড্রাগন প্রতারণা ও মোহ প্রতিনিধিত্ব করে।
|
33. ফ্রিজিয়া :: Freesia
Freesia উজ্জ্বল রঙ্গিন মিষ্টি গন্ধের ফুল। ফুলের ভাষায় ফ্রিজিয়া সপ্তম বার্ষিকী উৎযাপনের ফুল।
|
34. ডেইজি :: Daisies
ডেইজি প্রায় 4000 বছর পুরোনো ফুল বলে ধারণা করা হয়।
|
35. লিসিয়ানথুস :: Lisianthus
আদি নিবাস টেক্সাস ও মেক্সিকো। এই ফুলকে রোমান্টিক আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে গণ্য করা হয়।
|
36. এন্থুরিয়াম :: Anthurium
Anthurium দীর্ঘস্থায়ী গ্রীষ্মমন্ডলীয় ফুল। এই হৃদয় আকৃতির ফুল আতিথেয়তা, উষ্ণতা এবং আনন্দের প্রতীক।
|
37. ক্রোকাস :: Crocus
আনন্দের প্রতীক ক্রোকাস ফুল জাফরান তৈরিতে ব্যবহার হয়।
|
38. অ্যামারিলিস :: Amaryllis
এই ফুলটি Belladonna এবং Naked Ladies নামেও পরিচিত। এই পুষ্পশোভিত ফুলটিক অহংকারের প্রতীক। এই ফুলের রং লাল, সাদা, গোলাপী এবং রক্তবর্ণের হয়।
|
39. অ্যালেস্ট্রোমেরিয়া :: Alstromeria
সম্পদ, ভাগ্য ও সমৃদ্ধির প্রতীক Alstromeria পেরুর লিলি নামে পরিচিত। এই ফুল সাদা, সোনালি হলুদ, কমলা, খুবানি, গোলাপী ল্যাভেন্ডার ইত্যাদি বিভিন্ন রংয়ের হয়।
|
40. সাইপ্রেস :: Cypress
সাইপ্রেস ফুলকে মৃত্যু, বিষন্নতা ও শোকের সঙ্গে যুক্ত করা হয়। এই ফুল ফিউনারেল বা শেষকৃত্যের জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়।
|
41. জবা ফুল :: Hibiscus
সাহস ও ঐক্যের প্রতীক জবা ফুল বিভিন্ন জাতের ও রংয়ের হয়।
|
42. জুঁই :: Jasmine
জুঁই একটি অত্যন্ত সুগন্ধি ফুল। এর স্বর্গীয় গন্ধ এবং সৌন্দর্য বিশ্বজুড়ে পরিচিত। ফুলটি প্রেম, সুখ, জীবন এবং আশার প্রতীক।
|
43. জারবেরাস :: Gerberas
বিশুদ্ধতা, নিষ্কলুষতা এবং আনন্দের প্রতীক Gerberas ফুল।
|
44. দায়ান্থুজ :: Dianthus
গ্রীক শব্দ Dios (means god) এবং Anthos (means flower) মিলে এই ফুলের নাম। এটি মূলত: দক্ষিণ ইউরোপের ফুল। এটি গুচ্ছ ফুলের আকারে পরিস্ফুটিত হয়। এটি লালা, গোলাপী এবং সাদা বর্ণের হয়।
|
45. ভরতকন্টক :: Delphinium
ভরতকন্টক একটি গুচ্ছবদ্ধ ফুল। এটি কারো শিক্ষাদীক্ষা বা সাফল্য উদযাপনের জন্য একটি আদর্শ ফুল।
|
46. মর্নিং গ্লোরি :: Morning Glory
মর্নিং গ্লোরির আয়ু মাত্র একদিন। একই দিনে ফোটে ও মৃত্যু বরণ করে। এই ফুল প্রেম, স্নেহ ও মরনশীলের প্রতীক।
|
47. ক্রিস্যানথেমাম :: Chrysanthemum
এই বিস্ময়কর ফুলটি সাদা, গোলাপী এবং হলুদ ইত্যাদি বৈচিত্রময় বিভিন্ন মাত্রার মধ্যে আসে। এটি উত্তর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর বেশি দেখা যায়। এই জটিল বিশাল ফুলটি লম্বায় প্রায় 50 থেকে 150 সেমি বৃদ্ধি পেতে পারে।
|
48. মটর ফুল :: Sweet Pea
এটা ব্যাপকভাবে প্রসাধনীতে ব্যবহার করা হয়। এটা ধন্যবাদ এবং স্বর্গীয় আনন্দের অর্থ প্রকাশ করে।
|
49. এস্টার :: Aster
এস্টার ধৈর্য ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। এটি সাদা, লাল, গোলাপী, রক্তবর্ণ, ল্যাভেন্ডার, হলুদ ইত্যাদি বর্ণে পাওয়া যায়।
|
50. লরেল :: Laurel
লরেল ফুল kalmia মহাজাতি প্রজাতির অন্তর্গত। এটি ইউরোপ, ভূমধ্য সাগরীয় অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বেশি দেখা যায়। তারকা সদৃশ সাদা এই ফুলকে উচ্চাকাঙ্ক্ষা ও অধ্যবসায়ের সঙ্গে সংযুক্ত করা হয়।
|
Nice