মাসিক আর্কাইভঃ আগস্ট 2015

মাদার তেরেসা (১৯১০-১৯৯৭)

Mother Teresa

মহীয়সী নারী মাদার তেরেসা আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে সারাবিশ্বের মানুষের হৃদয়ে আজো অমর হয়ে আছেন। আলবেনিয়ান বংশোদ্ভুত মাদার তেরেসা রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত বিশ্বখ্যাত সমাজসেবিকা। তাঁর জন্ম ১৯১০ সালের ২৬ আগস্ট আজকের মেসিডোনিয়ার স্কোপিয়ে, মৃত্যু ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতার মাদার হাউসে। ১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। ১৯৭৯ সালের ১৭ অক্টোবর তিনি তাঁর সেবাকার্যের জন্য নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘ভারতরত্ন’ লাভ করেন।

বিস্তারিত 

তেজস্ক্রিয়তা

[ভূমিকা – সংজ্ঞা – পরিমাপ – আয়ু – উৎস – ব্যবহার – প্রভাব – প্রতিকার ও চিকিৎসা – শেষকথা]

ভূমিকা

radioactive_warning_sign

‘তেজস্ক্রিয়তা’ শব্দটি বিজ্ঞানের বিষয় হলেও ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনার পর এটি প্রথমবারের মত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ‘তেজস্ক্রিয়তা’ এখন দৈনন্দিন বিজ্ঞানের অংশ। তবে দুঃখজনক হলেও সত্যি যে বেশিরভাগ আলোচনায় (পত্র-পত্রিকা, ব্লগ ও ফোরাম) তেজস্ক্রিয়তাকে কখনো অতিরঞ্জিত, কখনও অস্পষ্ট, আবার কখনও ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তেজস্ক্রিয়তাকে বুঝতে হলে বিজ্ঞানের ছাত্র হওয়ার প্রয়োজন নেই, এর সম্পর্কে মৌলিক ধারণার জন্য প্রয়োজন একজন সচেতন নাগরিকের জানার ইচ্ছা ও আগ্রহ। ইদানীং বিশেষ করে বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক চুল্লীর ব্যবহারের কারণে তেজস্ক্রিয়তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়ে থাকে। বিস্তারিত