বাংলাদেশ পরিসংখ্যান : অতিদারিদ্র্যের হার


Lower Poverty Level

আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের দারিদ্র্যের হার বলতে মূলত হতদরিদ্রদেরই বোঝানো হয়। প্রত্যেক অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির ভিত্তিতে বিচার করে বিশ্ব ব্যাংক এই হার ঠিক করে। বিশ্ব ব্যাংক ৭.১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি ধরে বাংলাদেশের অতিদারিদ্র্যের হার হিসাব করেছেন। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দারিদ্র্যের হার ‘শূন্যে’ (৩ শতাংশের নিচে নেমে এলেই তাকে শূন্য ধরা হবে) নামিয়ে আনার যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তা অর্জন করতে হলে বাংলাদেশকে ৮ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে বলে অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান। এর ব্যাথ্যায় তিনি বলেন, “তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে যদি জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ পয়েন্ট বাড়ে তাহলে দারিদ্র্য ১ দশমিক ৫ শতাংশ পয়েন্ট কমে। সে হিসাবে ৮ দশমিক ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে অতিদারিদ্র্যের হার ২ দশমিক ৯১ শতাংশে নেমে আসবে।” যাদের আয় দিনে ১ দশমিক ৯০ ডলারের কম, তাদেরকেই বিশ্ব ব্যাংক ‘অতিদরিদ্র’ হিসেবে চিহ্নিত করে। বিশ্ব ব্যাংকের ২০১৩ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের ১০ দশমিক ৭ শতাংশ মানুষ বাস করছে অতিদারিদ্র্য সীমার নিচে।


Population - Forex Reserv - P. Female - Urban Population - Birth Rate - Death Rate - Ages 15-64 - Employment Ratio